কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধী সকল রাজাকারের ফাঁসির একদফা এক দাবিতে বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে কয়েক শ’ সংস্কৃতিকর্মীসহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে ছাত্র জনতা। রাত সাড়ে ৭ টায় বক্তব্যে জনপ্রিয় লেখক ও আমাদের প্রিয় শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল স্যার বলেছেন ‘রাজাকারের ন্যায় বিচার হলো ফাঁসি। এই ফাঁসি ছাড়া রাজপথ থেকে তরুণ প্রজন্ম ফিরে যাবে না।’ তার সাথে এবং সারা বাংলাদেশের সাধারণ জনতার সাথে একাত্মতা ঘোষনা করে সর্বস্তরের সিলেটের তরুন প্রজন্মের যে ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, তারই কিছু আলোকচিত্র।
চাই রাজাকার মুক্ত বাংলাদেশ, চাই কলংকমুক্ত বাংলাদেশ!
মন্তব্য
সময় এসেছে আবারো দেশ ও জাতিকে কলংক মুক্ত করার,
সবাই এক সঙ্গে ঝাঁপিয়ে পড়ুন।একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার।
চুপ করে থাকার আর সময় নেই ।
মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এখনিই সোচ্চার হোন।
এ রায় মানি না
যাবজ্জীবন মানি না
ফাঁসি চাই, ফাঁসি।
তুহিন সরকার
আমরাও সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচার চাই।
নতুন মন্তব্য করুন