ভাই কি গান্জা খাইছেন নাকি? আন্দাযে কথা বলেন কেন? সাউ্থইস্ট ইউনিভারসিটি র সাথে সাউথইস্ট ব্যাংকের কোন যোগ নাই। নরথ সউথ আর সাউথইস্ট ব্যাংকের উদ্দক্তাগন মোটামুটি এক।
১২ | লিখেছেন badhon (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ০৯/০২/২০১৩ - ১১:০৪অপরাহ্ন)
-দিগন্ত চ্যানেল এ যেসব কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছেন, তারা অচিরেই বিজ্ঞাপন দেওয়া বন্ধ করুন। আর তা না করলে তাদের পণ্য বর্জন করার ঘোষণা দেওয়া হোক শাহবাগ এর গণজাগরণ মঞ্চ থেকে।
- সকল ক্যাবলে অপারেটরদেরকে অনুরোধ জানানো হোক এই চ্যানেলটি না চালানোর জন্য।
Shocholaiton-e lekhar Aage 'sonar Bangla' blog porlam. Lekhagulo pore mone holo je jara okhankar blogger tara ashole Dhormer name beimani korche.. Ga guliye ashe. Talika tar jonno onek onek dhonnobad
______________________________
Bangla o english miliye lekhar jonno dukkhito.
ভাই সারাদিন আজকে(গত ৩ বছর ধরে ও) এই একই বিষয় নিয়ে খোমা খাতাতে কথা বলছি।অনেক গুলা আবাল মিলে আমারে মা- বোন ডেকে নসিহত করা শুরু করল। ঘেন্না লাগে এই ভেবে যে এইগুলা আমাদেরই প্রজন্ম। থু থু দিতে ও ঘেন্না লাগে।।নিজের থু থুর অপমান। ভাই ধন্যবাদ পোস্ট এর জন্য। তবে আমরা যদি মনে প্রাণে চাই তাহলে সবাই মিলে ওদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারি। আমি রাজাকার, জামাত-শিবিরহীন আমার স্বদেশ এর মাটিতে শেষ নিঃশ্বাস ফেলার স্বপ্ন আজো দেখি। আমি জানি স্বপ্ন আমার সত্যি হবেই।
৩৩ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১০/০২/২০১৩ - ১০:৪৮পূর্বাহ্ন)
কি সাংঘাতিক! অনেকগুলোতো নাম থেকে বোঝার উপায় নেই! বেশীর ভাগ মানুষ জানে না আমি নিশ্চিত। আমি নিজেই জানতাম না। অথচ এই প্রতিষ্ঠানগুলো জামাতের দেহে রক্ত সরবরাহ করে আসছে!!
তালিকাটার জন্য দেশ উপকৃত হবে, "ইহকাল ও আখেরে অশেষ সওয়াব হাসিল হবে" তালিকা প্রস্তুতকারীর।
২। ছাগু ব্লগগুলোর নামের তালিকা নিয়ে একটা স্বতন্ত্র পোস্টার থাকা দরকার।
৩। তালিকাতে যে নামগুলো যোগ করা দরকার -
(ক) হাসপাতাল/ফার্মাসিউটিক্যালসঃ
- আল বারাকাহ্ হাসপাতাল (বারাকাহ্ নামের সব হাসপাতাল)
- রাবেতা আলাম আল ইসলামী হাসপাতাল
- আল মানার হাসপাতাল
- আল বাছ্র হাসপাতাল
- ডেল্টা হাসপাতাল
- ইনসাফ ডায়াগনোস্টিক
এছাড়া জেলা-উপজেলা পর্যায়ে আরো বিপুল সংখ্যক জামায়াতী হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম, প্যাথলজিক্যাল ল্যাব আছে যেগুলোর তালিকা স্থানীয়ভাবে করতে হবে।
(ঘ) শিক্ষা প্রতিষ্ঠানঃ
সারা দেশে জামায়াতের স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের মোট সংখ্যা হাজারের ওপরে। এই তালিকাটি স্থানীয়ভাবে করতে হবে।
(ঙ) আর্থিক প্রতিষ্ঠানঃ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ
কিছু ছাগুবান্ধব আর্থিক প্রতিষ্ঠান আছে। এর মধ্যে একাধিক বিদেশী ব্যাংকও আছে।
(চ) সামাজিক/সাংস্কৃতিক সংগঠনঃ
- ফুলকলিদের আসর
- ইসলামী সোসাইটি (জেলা পর্যায়ে)
- তমদ্দুন একাডেমী (জেলা পর্যায়ে)
- ইসলামী পাঠাগার ও সমাজকল্যান সমিতি (মহানগরের মহল্লা পর্যায়ে)
- সাইমুম শিল্পী গোষ্ঠী
- আবাবিল
- ডাকযোগে ইসলামী শিক্ষা কার্যক্রম
- ইসলাম প্রচার সমিতি
এছাড়া জেলা-উপজেলা পর্যায়ে আরো বিপুল সংখ্যক জামায়াতী ক্লাব, সমবায় সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন আছে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কোয়ান্টাম ফাউন্ডেশন সম্ভবত জামায়াতী প্রতিষ্ঠান নয়। এটার কার্যক্রমের সাথে পীরদের এবং এনজিওদের কার্যক্রমের মিল অনেক। কোন ছাগু তাদের অনুষ্ঠানে যেতেই পারে। কোয়ান্টাম তো আর বলেনি যে তারা ছাগুবিরোধী।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কোয়ান্টাম ফাউন্ডেশন নিয়ে ভাল মত খোঁজ নেয়া প্রয়োজন... এদের বার্ষিক সভার আমন্ত্রিত বক্তা হিসেবে "ড শমসের আলী" কিংবা "বিচারপতি আবদুর রউফ" এঁর ছবি দেখা যায়...
... পাবনায় "ইমাম গাজ্জালী ইন্সটিটিউট" নামে একটা প্রতিষ্ঠান আছে ... জামায়াত পরিচালিত... ... সুচিত্রা সেনের পৈতৃক ভিটা দখল করে গড়া এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেক দিন চেষ্টা করেও কিছু করা যায় নি... ... এবার কিছু হোক... ...
খুবই প্রয়োজনীয় তালিকা।
আরেকটা তালিকা করা দরকার জামাতী প্রতিষ্ঠানের তৈরী কোন ব্র্যাণ্ড পন্য। সেরকম কোন ব্র্যাণ্ড পন্যের তালিকা থাকলে বর্জনে সহজ হয়। যেমন বিডিফুডস, নাম দিয়েই সহজে বর্জন করা যায়। এরকম আর আছে কি?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার অনেক অ্যাডমিশন গাইড আছে, সে গুলো শিবিরের যেমন খু'বি এর রেডিয়েন্ট (অন্য গুলোর নাম মনে আসছে না এই মুর্হুর্তে, তবে সব রসুন এর কোয়া একই)---
এই প্রতিষ্ঠানগুলো দখল করা যায় কিনা দেখা যেতে পারে। যে সব প্রতিষ্ঠানের নাম লিষ্টে আছে, তার সব যে জামাত প্রতিষ্ঠা করেছে তা নয়। তারা অনেকগুলো প্রতিষ্ঠান ধীরে ধীরে নিজেদের দখলে নিয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে। আমি খুব জেনেই একথা বলছি। এমনও দেখেছি তারা শেষ মূল উদ্যোক্তাকেও প্রতিষ্ঠান হতে বিতাড়িত করেছে। ফল হলো অত্যন্ত সফল প্রতিষ্ঠান কিন্তু ছাগু পরিচালিত। অনেকটা দেশ স্বাধীন করার পর মুক্তিযোদ্ধার ভিক্ষা করা, আর নিজামীর গাড়িতে বাংলাদেশের পতাকা লাগিয়ে ঘুরার মতো।
একমত... আঞ্চলিক/এলাকাভিত্তিক কিছু পোস্টার ও মনে হয় দরকার... ... গতকালকে আব্বা আমাকে বলতেছিলেন একটা পোস্টার করে দেবার জন্য... আইডিয়া উনিই দিয়েছেন... ভাবছি এঁর আদলে ওই এলাকার জামাতী সংগঠন গুলোর ও পোস্টার করে আব্বাকে পাঠাবো কিনা... আফসুস... স্যাম ভাইয়া'র মত আমি ফটোশপে দক্ষ নই...
শ্রীমঙ্গল, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ সহ আরো কিছু জায়গায় দিগন্ত টিভি বন্ধের ঘোষনা দিয়েছেন কেবল অপারেটররা। এটা আন্দোলনের খুবই ভাল একটা ফল। দেশের বাকী সব জায়গায় কেবল অপারেটরদের দিগন্ত টিভি সম্প্রচার বন্ধের জন্য আহ্বান জানাই।
আমি ৩ মিনিট সংহতি প্রকাশ শেষে গ্রীনলাইন এর কর্মকর্তার সাথে বিষয়টি নিয়ে কথা বললাম। কোন ভাবেই তারা জামাত এর রাজনীতির সাথে কখনো সম্পৃক্ত নয়, বরং তাদের ও দাবি যুদ্ধ অপরাধীদের বিচার। কে বা কারা ষড়যন্ত্র করে লিস্টে তাদের যোগ করেছে। তাদের প্রতি অনুরধ এভাবে জনগণকে বিভ্রান্ত করবেন না।
মন্তব্য
তালিকাটা কাজে দেবে। গ্রিন লাইন ছাড়া বাকি সবগুলার বিষয়েই ধারনা ছিল
face book share dilam.
খুব দরকারি একটা বিষয়। জামাত শিবিরকে ধ্বংস করতে এসব ব্যবসা বর্জন অপরিহার্য।
যে যতটা পারেন প্রিন্ট করে শাহবাগে, এলাকায় এলাকায় বিলি করেন। অনেকেই সবগুলো নাম জানে না।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
তালিকাটার জন্য অনেক ধন্যবাদ। জামাতীদের ব্যবসা এতো বিস্তৃত জানা ছিলোনা।
হারামী গুলিতো দেখি অলমোস্ট সব সেক্টরেই আছে, পোষ্টের জন্য ধন্যবাদ
>উড়ো চিঠি
ইউনিক বাস সারভিস ও জামাতি, যতদুর জানি।
সাউ্থইস্ট ইউনিভারসিটি যখন আছে সাউথইস্ট ব্যাংকের নামও তো মনে হয় আসা উচিত।
ভাই কি গান্জা খাইছেন নাকি? আন্দাযে কথা বলেন কেন? সাউ্থইস্ট ইউনিভারসিটি র সাথে সাউথইস্ট ব্যাংকের কোন যোগ নাই। নরথ সউথ আর সাউথইস্ট ব্যাংকের উদ্দক্তাগন মোটামুটি এক।
অনেক ধন্যবাদ তালিকাটির জন্য।
ভাই "নয়া দিগন্ত" আর "সোনা ব্লগ" কই?? :ও :ও
-দিগন্ত চ্যানেল এ যেসব কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছেন, তারা অচিরেই বিজ্ঞাপন দেওয়া বন্ধ করুন। আর তা না করলে তাদের পণ্য বর্জন করার ঘোষণা দেওয়া হোক শাহবাগ এর গণজাগরণ মঞ্চ থেকে।
- সকল ক্যাবলে অপারেটরদেরকে অনুরোধ জানানো হোক এই চ্যানেলটি না চালানোর জন্য।
চোখে পানি চইলা আসলোরে ভাই! আপনাদের স্যালুট!
ফুলকলি,
আমার দেশ,
এই শ্রমসাধ্য কাজটার জন্য আন্তরিক ধন্যবাদ। শেয়ার করলাম। প্রত্যেকেই শেয়ার করেন। অন্যদের জানান।
Shocholaiton-e lekhar Aage 'sonar Bangla' blog porlam. Lekhagulo pore mone holo je jara okhankar blogger tara ashole Dhormer name beimani korche.. Ga guliye ashe. Talika tar jonno onek onek dhonnobad
______________________________
Bangla o english miliye lekhar jonno dukkhito.
দারূণ কাজ হয়েছে। শিবিরের অনেকগুলো প্রতিষ্ঠান সম্পর্কে তো ওয়াকিফহালই ছিলাম না।
সবগুলো পোস্টার ফেসবুকে আপ্লোড করা হোক। শেয়ার দিতে হবে।
ঘিরে লিয়েছি মামুর বুটাদের
facebook
ঘিরে লিয়েছি ।।।।
পূজনীয় কাজ করছেন রে ভাই!! দাঁড়ায়ে স্যালুট দিলাম।
(অফটপিকঃ লেখায় নাম দিলে খুব ভালো লাগতো:)
_____________________
Give Her Freedom!
ঠিক যা এই সময় জানা দরকার ছিলো সেটা এখানে পাওয়া যাবে। জামাতীদের ব্যবসা বন্ধ হোক। বাংলাদেশ জামাত মুক্ত হোক।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
শ্রমসাধ্য কাজটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এক্কেবারে রুটি-রুজিতে আঘাত। খুবই কার্যকর তালিকা।
টুইটার
অসাধারণ একটা কাজ হইছে। স্যালুট আপনাকে
ভাই সারাদিন আজকে(গত ৩ বছর ধরে ও) এই একই বিষয় নিয়ে খোমা খাতাতে কথা বলছি।অনেক গুলা আবাল মিলে আমারে মা- বোন ডেকে নসিহত করা শুরু করল। ঘেন্না লাগে এই ভেবে যে এইগুলা আমাদেরই প্রজন্ম। থু থু দিতে ও ঘেন্না লাগে।।নিজের থু থুর অপমান। ভাই ধন্যবাদ পোস্ট এর জন্য। তবে আমরা যদি মনে প্রাণে চাই তাহলে সবাই মিলে ওদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারি। আমি রাজাকার, জামাত-শিবিরহীন আমার স্বদেশ এর মাটিতে শেষ নিঃশ্বাস ফেলার স্বপ্ন আজো দেখি। আমি জানি স্বপ্ন আমার সত্যি হবেই।
দারুন কাজ।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
সাধু সাধু সাধু
অজ্ঞাতবাস
শেয়ার উপযোগী পোস্ট। গ্রীন লাইনের ব্যাপারটা জানা ছিলো না।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
রাজাকারের ব্যান্ড দল হিসেবে "শিরোনামহীন" এর নাম যুক্ত করা হোক...
কি সাংঘাতিক! অনেকগুলোতো নাম থেকে বোঝার উপায় নেই! বেশীর ভাগ মানুষ জানে না আমি নিশ্চিত। আমি নিজেই জানতাম না। অথচ এই প্রতিষ্ঠানগুলো জামাতের দেহে রক্ত সরবরাহ করে আসছে!!
তালিকাটার জন্য দেশ উপকৃত হবে, "ইহকাল ও আখেরে অশেষ সওয়াব হাসিল হবে" তালিকা প্রস্তুতকারীর।
লতিফ হোসাইন
১। পোস্টে লেখকের নাম জুড়ে দেয়া হোক।
২। ছাগু ব্লগগুলোর নামের তালিকা নিয়ে একটা স্বতন্ত্র পোস্টার থাকা দরকার।
৩। তালিকাতে যে নামগুলো যোগ করা দরকার -
(ক) হাসপাতাল/ফার্মাসিউটিক্যালসঃ
- আল বারাকাহ্ হাসপাতাল (বারাকাহ্ নামের সব হাসপাতাল)
- রাবেতা আলাম আল ইসলামী হাসপাতাল
- আল মানার হাসপাতাল
- আল বাছ্র হাসপাতাল
- ডেল্টা হাসপাতাল
- ইনসাফ ডায়াগনোস্টিক
এছাড়া জেলা-উপজেলা পর্যায়ে আরো বিপুল সংখ্যক জামায়াতী হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম, প্যাথলজিক্যাল ল্যাব আছে যেগুলোর তালিকা স্থানীয়ভাবে করতে হবে।
(খ) বাস সার্ভিসঃ
- অনাবিল
- ছালছাবিল
(গ) মিডিয়াঃ
- ইসলামী টিভি
- পিস্ টিভি (বাংলাদেশ অংশ)
- কিশোরকণ্ঠ (শিবিরের পত্রিকা)
- পৃথিবী (লুক্কায়িত ছাগুদের পত্রিকা)
(ঘ) শিক্ষা প্রতিষ্ঠানঃ
সারা দেশে জামায়াতের স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের মোট সংখ্যা হাজারের ওপরে। এই তালিকাটি স্থানীয়ভাবে করতে হবে।
(ঙ) আর্থিক প্রতিষ্ঠানঃ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ
কিছু ছাগুবান্ধব আর্থিক প্রতিষ্ঠান আছে। এর মধ্যে একাধিক বিদেশী ব্যাংকও আছে।
(চ) সামাজিক/সাংস্কৃতিক সংগঠনঃ
- ফুলকলিদের আসর
- ইসলামী সোসাইটি (জেলা পর্যায়ে)
- তমদ্দুন একাডেমী (জেলা পর্যায়ে)
- ইসলামী পাঠাগার ও সমাজকল্যান সমিতি (মহানগরের মহল্লা পর্যায়ে)
- সাইমুম শিল্পী গোষ্ঠী
- আবাবিল
- ডাকযোগে ইসলামী শিক্ষা কার্যক্রম
- ইসলাম প্রচার সমিতি
এছাড়া জেলা-উপজেলা পর্যায়ে আরো বিপুল সংখ্যক জামায়াতী ক্লাব, সমবায় সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন আছে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নিজেদের একটা কানাকড়িও যাতে স্বাধীনতাবিরোধীদের পকেটে না যায়, সেদিকে লক্ষ্য রাখুন। জামাতী সব পণ্য, প্রতিষ্ঠান জামাতের সহিত বর্জন করুন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঢাকার ক্যাবল অপারেটরদের অনুরোধ করছি --জনগনের দাবির সাথে একাত্মতা ঘোষনা করে আপনারাও দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ব্দ করে দিন।
আপনার ছবিগুলা ব্যবহার করলাম ফেসবুক এ শেয়ার এর জন্য।
কোয়ান্টাম ফাউন্ডেশন? এদের ব্যাপারে আমি যতদূর জানি এরাও জামাতি! নিচের লিঙ্কটা পেলাম! কোয়ান্টাম থেকেই ঘটবে পুনর্জাগরণঃ ড. মইনুদ্দীন আহমেদ খান, প্রাক্তন উপাচার্য- সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কোয়ান্টাম ফাউন্ডেশন সম্ভবত জামায়াতী প্রতিষ্ঠান নয়। এটার কার্যক্রমের সাথে পীরদের এবং এনজিওদের কার্যক্রমের মিল অনেক। কোন ছাগু তাদের অনুষ্ঠানে যেতেই পারে। কোয়ান্টাম তো আর বলেনি যে তারা ছাগুবিরোধী।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
সেটাই!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কোয়ান্টাম ফাউন্ডেশন নিয়ে ভাল মত খোঁজ নেয়া প্রয়োজন... এদের বার্ষিক সভার আমন্ত্রিত বক্তা হিসেবে "ড শমসের আলী" কিংবা "বিচারপতি আবদুর রউফ" এঁর ছবি দেখা যায়...
কোয়ান্টাম তো আর বলেনি যে তারা ছাগুবিরোধী।
পেপারের লিষ্টে আমার দেশ যোগ করে দিন... দিগন্ত আর সংগ্রামের থেকেও ছাগুত্বের হিসাবে এক কাঠি বেশী এরা...
... পাবনায় "ইমাম গাজ্জালী ইন্সটিটিউট" নামে একটা প্রতিষ্ঠান আছে ... জামায়াত পরিচালিত... ... সুচিত্রা সেনের পৈতৃক ভিটা দখল করে গড়া এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেক দিন চেষ্টা করেও কিছু করা যায় নি... ... এবার কিছু হোক... ...
সোনা ব্লগ এর নাম নাই ক্যান ?
এই মুহরতের সবচেয়ে মুল্যবান পোস্ট
জামাতিদের কতগুলো NGO আছে, যারা পুঁতি গন্ধ ছড়াচ্ছে, এদেরকেও লিস্টে অন্তর্ভুক্ত করা দরকার।
জরুরী জরুরী জরুরী
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
দৈনিক আমার দেশ বাদ গেসে।
ধন্যবাদ একসঙ্গে দেয়ার জন্য। আগুন ছড়িয়ে পড়ুক, আরো অনেক অনেক শক্তি নিয়ে
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
আধুনিক প্রকাশনী টা কি বাদ গেলো।
খুবই প্রয়োজনীয় তালিকা।
আরেকটা তালিকা করা দরকার জামাতী প্রতিষ্ঠানের তৈরী কোন ব্র্যাণ্ড পন্য। সেরকম কোন ব্র্যাণ্ড পন্যের তালিকা থাকলে বর্জনে সহজ হয়। যেমন বিডিফুডস, নাম দিয়েই সহজে বর্জন করা যায়। এরকম আর আছে কি?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
গ্রীণ ইউনিভার্সিটি ইউ-এস বাংলা গ্রুপের। এটা জামাতি হলে এটার আরও অনেকেগুলা প্রতিষ্ঠান আছে। সবগুলার নাম আছে কিনা দেখুন।
http://www.us-bangla.com/
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
জ্যাকসন হাইটসের আজকের সমাবেশে আপনার পোস্টার ব্যবহার করা হয়েছে।
ধন্যবাদ আপনাকে।
খুবই দরকারি তথ্য । অনেক ধন্যবাদ । আমার বাসার কাছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে , তার নাম ও দেখলাম এই তালিকাই ।
ভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার অনেক অ্যাডমিশন গাইড আছে, সে গুলো শিবিরের যেমন খু'বি এর রেডিয়েন্ট (অন্য গুলোর নাম মনে আসছে না এই মুর্হুর্তে, তবে সব রসুন এর কোয়া একই)---
এই প্রতিষ্ঠানগুলো দখল করা যায় কিনা দেখা যেতে পারে। যে সব প্রতিষ্ঠানের নাম লিষ্টে আছে, তার সব যে জামাত প্রতিষ্ঠা করেছে তা নয়। তারা অনেকগুলো প্রতিষ্ঠান ধীরে ধীরে নিজেদের দখলে নিয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে। আমি খুব জেনেই একথা বলছি। এমনও দেখেছি তারা শেষ মূল উদ্যোক্তাকেও প্রতিষ্ঠান হতে বিতাড়িত করেছে। ফল হলো অত্যন্ত সফল প্রতিষ্ঠান কিন্তু ছাগু পরিচালিত। অনেকটা দেশ স্বাধীন করার পর মুক্তিযোদ্ধার ভিক্ষা করা, আর নিজামীর গাড়িতে বাংলাদেশের পতাকা লাগিয়ে ঘুরার মতো।
নতুন তথ্যসহ পোস্টারগুলো আপডেট করা যায়না?
একমত... আঞ্চলিক/এলাকাভিত্তিক কিছু পোস্টার ও মনে হয় দরকার... ... গতকালকে আব্বা আমাকে বলতেছিলেন একটা পোস্টার করে দেবার জন্য... আইডিয়া উনিই দিয়েছেন... ভাবছি এঁর আদলে ওই এলাকার জামাতী সংগঠন গুলোর ও পোস্টার করে আব্বাকে পাঠাবো কিনা... আফসুস... স্যাম ভাইয়া'র মত আমি ফটোশপে দক্ষ নই...
শ্রীমঙ্গল, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ সহ আরো কিছু জায়গায় দিগন্ত টিভি বন্ধের ঘোষনা দিয়েছেন কেবল অপারেটররা। এটা আন্দোলনের খুবই ভাল একটা ফল। দেশের বাকী সব জায়গায় কেবল অপারেটরদের দিগন্ত টিভি সম্প্রচার বন্ধের জন্য আহ্বান জানাই।
AB Bank কি জামাতের ? কেও কি জানাবেন ভাই ?
আমি ৩ মিনিট সংহতি প্রকাশ শেষে গ্রীনলাইন এর কর্মকর্তার সাথে বিষয়টি নিয়ে কথা বললাম। কোন ভাবেই তারা জামাত এর রাজনীতির সাথে কখনো সম্পৃক্ত নয়, বরং তাদের ও দাবি যুদ্ধ অপরাধীদের বিচার। কে বা কারা ষড়যন্ত্র করে লিস্টে তাদের যোগ করেছে। তাদের প্রতি অনুরধ এভাবে জনগণকে বিভ্রান্ত করবেন না।
পোষ্টারগুলো দেখতে পাইনা
তানশীর সিটি বাদ পড়ে গেল কি??
http://newvision.com.bd/
এইটা একটা জামাতি প্রতিষ্ঠান
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
নতুন মন্তব্য করুন