আমরা দেখেছি ফেইসবুকের মাধ্যমে ছাগুরা কিভাবে দেশের মানুষের মাঝে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ফেইসবুক ছাগুদের নিয়ে এখন আমরা অনেকেই সচেতন।এখন আরো গুরত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের সাবধান হওয়া দরকার।
ছাগুরা ফেইসবুক ছেড়ে এবার একত্রিত হচ্ছে 'টুইটার' এ, বিশ্ব মিডিয়ার কাছে ছড়িয়ে দিচ্ছে ভুল আর মিথ্যা সংবাদ। নিচের লিংক আর স্ক্রীনশট গুলো দেখলে ব্যাপারটা কিছুটা আচ করতে পারবেন।
: https://twitter.com/JamalsNews
আলজাজিরার এই সাংবাদিক নিঃসন্দেহে ছাগুদের থেকে অর্থপ্রাপ্ত। ওর প্রোফাইলে গেলে দেখতে পাবেন শাহবাগের নামে কত ধরনের ভুল ও বিব্ভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে। তাকে রুখতে তার প্রোফাইলে যান, যেইসব টুইট এ বাংলাদেশের নাম বিব্ভ্রান্তিকর সংবাদ দেখবেন, 'reply' তে ক্লিক করে সেখানে আপনার প্রতিবাদ জানাবেন। জামালনিউজের প্রোফাইলেই নিচের ভিডিওটার লিংক পেলাম, “Freedom of Speech” এর কথা বলা হয়েছে। একই কথা আমরা শুনেছি “Toby Cadman” এর আর্টিকেলে!!
ভিডিও লিংক: Protests held against Bangladesh war crimes trial
জামালের শেয়ার করা লিংক থেকে জানতে পারলাম এই লোকের কথা। লন্ডন প্রবাসী ছাগুপন্থী এই ইমাম বলে দেশ নাকি 'সিভিল ওয়ার' এর দিকে যাচ্ছে। লেখাটি পাবেন এখানে : bangladesh-on-the-brink-of-civil-war
নতুন যারা 'টুইটার' ব্যবহার করেন, তাদের জন্য একটি কথা এখানে বলা আবশ্যক। 'টুইটার' এ কারো প্রোফাইলে গিয়ে তার শেয়ার করা 'টুইট'গুলির উপর মাউস পয়েন্টার নিলে 'expand' নামে একটা option দেখতে পাবেন। ‘Expand’ এ ক্লিক করলে ওই 'টুইট' সম্পর্কে অন্যদের মতামত জানতে পারবেন। “JamalNews” প্রোফাইলে গিয়ে কিছু 'টুইট' এক্সপ্যান্ড করেই দেখুন।এক ছাগু সেখানে বলেছে এই আজমল মাশরুর নাকি দেশে বিদেশে বিখ্যাত। লুল
এরাও ছাগুদের থেকে অর্থপ্রাপ্ত। এই লিঙ্কে গেলেই দেখবেন ছাগুদের জন্য এদের অন্তর কিভাবে কাঁদে। http://www.rightnow.io/breaking-news/tribunal-dhaka-bangladesh_bn_1360072605563.html
এবার দেশের নামে বহির্বিশ্বে বিব্ভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে এমন কিছু ছাগুর প্রোফাইলের লিংক এখানে দিলাম। এদের প্রোফাইলে গিয়ে অবশ্যই এদের জবাব দিতে হবে, কারণ এরা @BBC @CNN @Gurdian এমনকরে টুইটগুলো করে, যা সরাসরি BBC, CNN বা সংলিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌছে যায়। আপনার প্রতিটি জবাবেও যদি আপনি এমন ট্যাগ গুলো ব্যবহার করেন, তাহলে তাও পৌছে যাবে বিশ্ববাসীর কাছে।
BengalShazada , https://twitter.com/Angry_BD , https://twitter.com/R41_HAN , https://twitter.com/Goodby_Tyrant, https://twitter.com/Fugstarnagar , X2Z , shibbir_ahmed
স্ক্রীনশট ১:
স্ক্রীনশট ২:
স্ক্রীনশট ৩:
'টুইটার' ব্যবহারের উপর সচলে পূর্বে প্রকাশিত এই লেখাটি আবার পড়ে দেখার অনুরোধ রইলো।
- নীলরতন
মন্তব্য
দরকারি পোস্ট
দের সাথে যুদ্ধ চলুক টুইটারে আর ফেবু'তে
পিপিলিকার পাখা গজায় মরিবার তরে...
মা, তোমার দেখানো পথে এগিয়ে চলেছে ওরা
দৃপ্ত শপথে বলিয়ান এই প্রজন্ম কে রোধে সাধ্য কার
যে শিশুর মুখে আধো বুলি সেও এসেছে এখানে
দাবি একটাই রাজাকারের ফাঁসি চাই-
জীবন সায়াহ্নে পৌঁছেও এখানে এসেছে সে অশীতিপর
দাবি একটাই রাজাকারের ফাঁসি চাই-
দাবিতে দাবিতে প্রকম্পিত শাহবাগের কণ্ঠ আজ
পৌঁছে গেছে বাংলার আনাচে কানাচে
বিদ্রোহী বাঙ্গালী জেগেছে মা
দ্রোহের আগুনে পুড়ে মরবে ওইসব পিপিলিকা
বাংলার মাটিতে ওদের ঠাই নেই
রাজিব আমাদের সে শক্তি দিয়ে গেলো ।
১৬।০২।১৩
১২,১০
আর কি ... ফেইসবুকে ছাগুরা বেইল পায় না বলেই এখন টুইটারে নেমে পড়েছে।
বুঝি না কেন যে BBC, CNN, AP - এরা মিডিয়া কভারেজ দিচ্ছে না। Arab Spring যতটা সাড়া জাগিয়েছিল, তার ধারেরকাছেও কভারেজ পাচ্ছে না শাহবাগ আন্দোলন।
আমাদের লিখে যেতে হবে। এসব বিদেশী মিডিয়াগুলোকে লিখতে লিখতে বাধ্য করতে হবে এদিকে যেন নজর দেয়।
---
পাপ্রদজ
নতুন মন্তব্য করুন