আমেরিকাতে ইস্টার্ন টাইমে ২১ শে ফেব্রুয়ারি শুরু হওয়ার পর ফেসবুকে এই ছবিটা দেখতে পাই:
জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তির বার্তা দিয়েছে, কিন্তু সেখানে আমাদের বাংলা ভাষাতেই শান্তি কথাটা লেখা নেই!
অনেকেই আমার মত দুঃখিত হন। আমি টুইটারের মাধ্যমে এ বিষয়টা জানানোর চিন্তা করলাম, কারণ টুইটার এসব ক্ষেত্রে দ্রুত মেসেজ ছড়ায় এবং বেশি কার্যকরী।
আমি নিজেও টুইটার এ নতুন, অনেক কিছুই জানিনা, প্রথম টুইট করেছি শাহবাগ আন্দোলনের জন্য। তবু নিচের টুইটটা করলাম:
UN celebrating International Mother Language Day(21st Feb) without Bangla (for which people died in 1952). see image pic.twitter.com/lL5uOg4ZZu
কয়েক ঘন্টার মধ্যে এটা আরো অনেকে রিটুইট করেন। তারপর দেখি কাজ হয়ে গেছে, এই ছবিটা দেখুন, এখন আর বাংলায় 'শান্তি' লেখা কে খুঁজে নিতে হচ্ছেনা।
আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে মাত্র, আরো অনেক কাজ বাকি, যারা প্রবাসে আছেন, আজকেই টুইটার এ একটা একউন্ট খুলে টুইটার রাজ্যে যোগ দিন।
---
রিমঝিম বৃষ্টি
মন্তব্য
ঠিক এ কারণেই আমাদের টুইটার লড়তে হবে অনেক বেশী। ধন্যবাদ আপনাকে!
জায়গামত ধরা হয়েছে। পোস্ট
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
টুইটারের শক্তি বুঝতে পারলাম ১৯ তারিখ রাতে [২০ তারিখ শুরুতে]। আলজাজিরার @AJstream এ সারারাত ছাগুদের সাথে যুদ্ধের পর দুপুরে আলজাজিরার কভার ফটোতে শাহবাগ আসলো।
- বিজন শাহরিয়ার।
এটা আমার ভাষা, এটা আমাদের ভাষা।
২১ ছিল দেখেই আজ আমাকে ঊর্দু বলা/লেখা শিখতে হয়না।
প্রথম ছবিটা আমিও দেখেছিলাম, কিন্তু কী করা যায় বুঝে উঠতে পারিনি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, এই গুরূত্বপূর্ণ পদক্ষেপটা নেওয়ার জন্যে।
অসংখ্য ধন্যবাদ, ঝিমঝিম বৃষ্টি । আপনিও একজন মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্মের। আর ইউএনকে তাদের বার্তায় 'শান্তি' শব্দটিকে বাংলায় উল্লেখে বাধ্য করেছেন, সেটাও আ্মার কাছে একটা যুদ্ধ জয়। ছোট হলেও।
উপরের ছবিতে দালাই লামা !
হই হই রই রই
লামার দেশ গেল কই ?
দারুণ লাগলো এই পরিবর্তন। আপনাকে ধন্যবাদ এই উদ্যোগটা নেয়ার জন্য।
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
আমরা কখনোই বিনা যুদ্ধে কিছু পাইনি । আর যুদ্ধের ফসল ও চোরেরা চুরি করে নিয়ে যায়
চুরি থেকানোর জন্য
আমিও টুইটার অজ্ঞ - শাহবাগ আন্দোলন আর এই পোস্ট আমার টুইটার জীবনের জন্ম দিল।
আপনাকে অসঙ্খ্য ধন্যবাদ --- সারাক্ষন সজাগ সচেতন সব মানুষগুলোকে অনেক শুভেচ্ছা।
ধন্যবাদ।
দেবাশীষ চৌধুরী দেব।
লেখাটা দেরীতে চোখে পড়েছে। তবুও এখনই টুইট করে দিলাম @UN ও @UNESCO - এর কাছে।
নতুন মন্তব্য করুন