ছাগুসুনারা কুথায় আজ?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২৮/০২/২০১৩ - ১০:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজকে যারা গোমড়ামুখো
আজকে যাদের গা জ্বলে
থাকলে সাহস বল না তোরা
আসলেতে কোন দলে?

আজকে যাদের চউক্ষে পানি
আনন্দে নয়, দুঃখুতে
'সাঈদী' বলে ফোঁপাস যদি
তোদের মুখে দেই মুতে।

আজকে যেসব বুদ্ধিজীবী
কুলুপ মুখে স্পিকটি নট
সব শালাদের খুলছে মুখোশ
ছাগুরা সব খাচ্ছে কট!

আজকে যারা ফিরছি নেচে
ডাকছে বুকে খুশির বান
আমরা মা গো তোমার ছেলে
বক্ষে শিখা অনির্বাণ!

- দৈত্যকূলে প্রহ্লাদ
doittokule.prollad@জিমেইল.com


মন্তব্য

Shimul এর ছবি

কি যে ভালো লাগলো
হাসি থামাতে পারছি না

ক্রেসিডা এর ছবি

চলুক

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুল্লি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মেঘা এর ছবি

গুল্লি

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

কৌস্তুভ এর ছবি

'কোথায় আজ' বলে খুঁজছেন নাকি? তারাই তো আজ বাংলাদেশ জুড়ে নাশকতা চালাচ্ছে, আপনার প্রশ্নের উত্তর দেবার সময় কই তাদের?

উরো চিঠি এর ছবি

হাততালি হাততালি

সাফিনাজ আরজু এর ছবি

চলুক হাততালি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অমি_বন্যা এর ছবি

গুল্লি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

দেঁতো হাসি

এক জোনাকি এর ছবি

হাততালি হাততালি

তানিম এহসান এর ছবি

আরও চাই, আরও আগুন সহ।

আচার্য এর ছবি

ভীষণ ভালো লেগেছে! জটিল হয়েছে!

অবনীল এর ছবি

হাততালি হাততালি

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

অতিথি লেখক এর ছবি

আমরা মা গো তোমার ছেলে
বক্ষে শিখা অনির্বাণ!
অসাধারণ লেখা -গুড়- হয়েছে
সৌ রভ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।