বিষের ফোঁড়া

আচার্য এর ছবি
লিখেছেন আচার্য [অতিথি] (তারিখ: শনি, ০২/০৩/২০১৩ - ৩:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঝুলবে ফাঁসির কাষ্ঠে দেলা
ওই দেখো সব দেলা'র চেলা
আজকে পাগল তাই
যা করেছিস সব যা ভুলে
পড়রে বাপের সঙ্গে ঝুলে
আর নিস্তার নাই।

এ দেশ মাতার অঙ্গে তোরা
ঠিক যেন এক বিষের ফোঁড়া
তবু ছিলি বেশ
ফল পাবি যার কর্ম যেমন
শাস্ত্রই তো বলছে এমন
তোদেরও দিন শেষ।

ধর্মটাকে বানিয়ে পুঁজি
চলছিল বেশ রুটি-রুজি
আজ হবে তা রদ
শেষ হবে আজ ভন্ডামি সব
চল করি চল উঠল যে রব
ছাগুর গুষ্ঠি বধ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।