মুহূর্তে সৃষ্টি হচ্ছে দেবতার গ্রাস,
মাথার ডান পাশে যেখানে স্তব্ধ বিকাশের পথ|
মনুষ্য জীবন বাঁচার পথ খুঁজে সামাজিক প্রতিক্রিয়ায়;
সৃষ্টি সুখের উল্লাস ক্ষত বিক্ষত হয়
মধ্যযুগের জানোয়ারের অশ্লীল থাবায়|
ধর্মের নামে অধর্মের সুরমা পরা কিছু
জ্যান্ত লাশ পুড়িয়ে মারে মনুষ্যত্বকে|
তবুও থামে না বিজ্ঞান,গতিরোধ হয়
না সাহিত্যের সৃষ্টিশীল উল্লাস|
গর্জে উঠে লাখো বাঙালি
মধ্যযুগের চেতনাকে আজ সমূলে
উপড়ে ফেলবে এই বাংলার মাটি থেকে,
মনুষ্যত্ব ভাঙবে মধ্যযুগের বর্বর শৃঙ্খল |
সব রাজাকারের ফাঁসি চাই| জামাত শিবির সহ ধরমভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে |
রসি মজুমদার
মন্তব্য
নতুন মন্তব্য করুন