জ্বলছে স্বদেশ, ভূক্তভোগীর
কান্না ভেজা চোখ
উৎকণ্ঠায় দিন কাটছে
চতুর্দিকে শোক।
অবোধ শিশুর প্রাণ যাচ্ছে
রাম দায়েরই ঘায়
আর্তনাদে যাচ্ছে ভেসে
চোখের জলে মা'য়।
জবাই হয়ে যে মরেছে
কী বলো তার দোষ?
মরছে যেন মানুষ না সব
কুকুর-বিড়াল-মোষ!
দায়িত্ব আজ করতে পালন
মরবে পুলিশ কেন?
জীবিকাটাই তার জন্যে
কাল হয়েছে যেন।
সংঘর্ষে জড়িয়ে যারা
যাচ্ছে দিয়ে প্রাণ
তাদের বাবা-মা'রও কি বুক
হচ্ছে না খান খান?
খুনী-ধর্ষক শাস্তি পাবেই
কেউ বা বিপরীত
চাই যদি তার আনবে না তা
তিল পরিমাণ হিত।
বাইরে গেলে ঘরে ফেরার
নিশ্চয়তা নাই
বন্ধ কবে হবে এসব
চাই উত্তর চাই।
এই জঘন্য অস্থিরতায়
হিসেব অনুযায়ী
একাত্তরের পরাজিত
শক্তি কেবল দায়ী।
মৃত্যু কভু উল্লসিত
হবার কিছু নয়
মরণ নিয়ে এবার যেন
রাজনীতি শেষ হয়।
মন্তব্য
আপনার লেখাগুলোর লিংক দিয়ে সচলায়তনে যে ইমেইল একাউন্ট দিয়ে রেজিষ্ট্রেশন করেছে সেই ইমেইল থেকে একটা ইমেইল করুন contact এট সচলায়তন ডট কম বরাবর, প্লিজ।
করেছি।
আপনাকে ধন্যবাদ।
আচার্য
বেশ ভালো লাগল।
মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা। ভাল থাকুন।
আচার্য
অনেক সুন্দর হয়েছে
সৌ রভ
অসংখ্য ধন্যবাদ সৌরভ।
পাঠ এবং মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
আচার্য
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আচার্য
অনাহুত মৃত্যুর মিছিল বন্ধ হোক।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
পাঠ এবং মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
আচার্য
উত্তম।। অতি উত্তম ছড়া।।
অসংখ্য ধন্যবাদ।
আচার্য
============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।
নতুন মন্তব্য করুন