আর কত চাস
মানুষের লাশ
লাল রক্তের ঢেউ?
আর কত চাস
করে হাঁসফাঁস
মৃতবৎ থাক কেউ?
আর কত চাস
করে যেতে চাষ
জঙ্গিবাদের চারা?
আর কত চাস
আলো ও বাতাস
পেয়ে বড় হোক তারা?
আর কত চাস
চটাস চটাস
মারতে দেশের গালে?
আর কত চাস
করে সন্ত্রাস
থাকতে রাজার হালে?
আর কত চাস
ধর্ম লেবাস
জড়িয়ে বেসাতি করতে ?
আর কত চাস
করে উল্লাস
মা’র সম্ভ্রম হরতে?
আর কত চাস
শিমুল পলাশ
লাল সবুজের ছাই?
শেষেতে কি চাস
করে নিতে গ্রাস
সমস্ত দেশটাই?
না না আর নয়
দিয়ে দিতে হয়
তোদের চাওয়াতে তালা,
জালিমের ফাঁসি
দিয়ে মোরা হাসি
মিটাই মনের জ্বালা!
মন্তব্য
দুরন্ত...
ভালো লাগলো ছড়া
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ জানুন অফুরান।
আচার্য
উত্তম! লেখালেখি জারি থাকুক!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
আন্তরিক কৃতজ্ঞতা। ভাল থাকুন সতত।
আচার্য
বাঃ! খুব ভাল। আশা করি একদিন আর কাউকে এরকম কোনো কথা লিখতে/বলতে/ভাবতে লাগবে না।
আমাদের সকলের এই আশা পূর্ণ হবেই একদিন। ধন্যবাদ অতিথি।
============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।
নতুন মন্তব্য করুন