কুৎসিত কৌতুক কিংবা কৃত্রিম কথোপকথন
ঘরের কোণে পড়ে আছে তারছেড়া টেলিফোন,
ছাইদানি পরিপূর্ণ শ্বেত ফিল্টারে
টেবিলের পরে মার্ক টোয়েন, গোরকি সাজানো থরে থরে।।
শুন্য ঘরে রিক্ত হস্তে বিরক্ত চিত্তে
ব্যথায়,আঘাতে আস্ফালন করে পিত্তে,
নাই গুন,শুধু আগুন চারিপাশে
মধ্যরাতে চাঁদ হাসে গুমোট আকাশে।।
বাতাসে শুনি নুপুরধ্বনির বজ্রপাত
সহ্য বা ধৈর্য নেই সইব আরও আঘাত।।
এইবার মুক্তির গান শোনাও হে সৈনিক
আলোকের বেগে পাল্টে দাও দৈনিক,
এবার হাসি দাও আমার ঘরে
অবৈধ চক্রের ঘূর্ণিপাকে আর বেধোনা মোরে।।
( বেনি মাধব)
মন্তব্য
মুক্তির গান আমরা শুনতে পাচ্ছি। জয় আমাদের হবেই। আজকে আমরা সবাই জগ্রত।
"এইবার মুক্তির গান শোনাও হে সৈনিক
আলোকের বেগে পাল্টে দাও দৈনিক"
--- অনবদ্য চরনমালা।
ধন্যবাদ বেনি মাধব।
বিজন কথক
চমৎকার লাগল। ভবিষ্যতে এরকমই কিছু পাওয়ার আশা রাখছি।
নতুন মন্তব্য করুন