বলছি, তবে একটু জটিল করে...

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৮/০৩/২০১৩ - ৩:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সূর্যের আলো খুব সহজভাবে পৃথিবী ছুঁয়ে দিলে
ভিতরের অনুভূতির মতো দগ্ধ হ'তো শরীর
কিছুটা জটিল তার আগমন তাই-
আমাদের ভাগ্যে জুটলো একখণ্ড আকাশ- নীল।
আমার ভাগ্য লেখা নেই হাতে কিংবা কপালে
আছে চোখের নিচে কালো দাগে
একটু জটিল হ'লে তার মুক্ত লাল ফোঁটায়- আগমনী গান গেয়ে
প্রতীক্ষায় বসে থাকতাম তোমার দিকে চেয়ে।
আরো একটু জটিল হ'লে অদ্ভুত সুড়ঙ্গ পথে
যোগাযোগ হ'তো রাত গভীরে
ঘুম তো আমার এমনিতেই পাহাড় চড়েছে চা খেতে-
ঢালছে সময়, মুহূর্তের সঞ্চয়, একটু জটিল করে- রাতের পিরিচে।

(মাকিদ হায়দার)


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চলুক

সন্দেশ এর ছবি

আপনার দ্বিতীয় লেখাটি আমরা পেয়েছি। প্রথম পাতায় বৈচিত্র্য ধরে রাখার জন্য আমরা এক লেখকের একাধিক লেখা প্রথম পাতায় প্রকাশ করি না। এই লেখাটি প্রথম পাতা থেকে সরে গেলেই আপনার দ্বিতীয় লেখাটি প্রকাশের জন্য বিবেচনা করা হবে।

অতিথি লেখক এর ছবি

দ্বিতীয় লেখাটি প্রথমে দেবার ইচ্ছে ছিল, কিন্তু প্রথমটা যখন দিয়েই ফেলেছি তখন কী আর করার। কিন্তু তাই বলে ইচ্ছেটা অপূর্ন রাখতে ইচ্ছে হলো না। তাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের নিয়ম মতেই তা প্রকাশ করুন, সেই ভালো। ধন্যবাদ।

মেঘা এর ছবি

চলুক

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

অতিথি লেখক এর ছবি

চলুক
(মাকিদ হায়দার)

সাফিনাজ আরজু এর ছবি

চলুক

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

পোস্টের লেখক কি খোদ কবি মাকিদ হায়দার? যদি তাই হয়ে থাকে তাহলে সচলে স্বাগতম!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

এই বিড়ম্বনা আপনারও, আমারো। হ্যাঁ, এই পোস্টের লেখক খোদ কবি মাকিদ হায়দার, তবে, দাউদ হায়দার আমার ভাই নয়, আমি অন্য একজন, বয়সে তার চাইতে ঢের তরুণ। তবে নামটি আমাদের দুজনেরই এক, এবং দুজনে কবিতাই লিখি। তাই হয়েছে যত মুশকিল। কিন্তু কী আর করবো বলুন? বাবা মা'র দেয়া নাম, তাও আবার সেই মাকিদ হায়দার কেই ভালোবেসে, এখন ফেলে দেই কি প্রকারে? তারা তো আর জানতো না আমিও কবিতা লিখবো। তাদের হয়তো অন্য কোন ভাবনা ছিল, না হলে এক নাম হয়ে যাবার সংকটটা তারা আগেই টের পেতেন। আর তাছাড়া একনামে দুজন কবি না হয় থাকুক না, ক্ষতি কী, ও নিয়েও বেশ মজা হবে। তাই নামটিতে বিভ্রান্তির বীজ পোঁতা অবস্থাতেই চাষ শুরু করেছি। আপনার মনে বিভ্রান্তি ছড়ালো, তাই দুঃখিত। তবে সব বাঙালীর মতো আমার একটি ডাক নামও আছে, অঞ্জন। তবে তা শুধুই ডাক নাম, চাইলে আপনি আমায় সে নামেই ডাকতে পারেন।

(মাকিদ হায়দার)

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কারো নাম নিয়ে পরামর্শ দেয়াটা অযাচিত। তাছাড়া বাবা-মায়ের দেয়া ভালোবাসার নাম ফেলার প্রশ্নই ওঠে না। তবে নামের বানানে সামান্য পরিবর্তনে অনেক কিছুই করা যায়। বাংলাদেশেই এমন কিছু সমস্যার কীভাবে সমাধান করা হয়েছিল সেটা বলছি। সকল বিবেচনা আপনার হাতে।

কবি আবুল হোসেন (দ্বিতীয়) নিজের নাম আবুল হাসান করে নিয়েছিলেন। দুই গদ্যকারের একজন 'শামসুদ্দীন আবুল কালাম' আর আরেক জন 'আবুল কালাম শামসুদ্দীন' করে নিয়েছিলেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাম প্রথমে ছিল শামসুর রাহমান। তিনি নাম পরিবর্তন করায় আমরা ঝামেলা থেকে বেঁচে গেছি।

আপনার বাবা-মায়ের প্রতি আমার প্রগাঢ় শ্রদ্ধা রইল। আপনি ভাগ্যবান যে এমন কাব্যপ্রেমিক বাবা-মা পেয়েছেন।

নিয়মিত লিখে যান এবং সচলে পোস্ট করে যান। সচলে কাব্যরসিক পাঠকের অভাব নেই।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

আর বলবেন না, চেষ্টা করিনি তা নয়। অঞ্জন, মাকিদ হায়দার অঞ্জন ও মাকিদ হায়দার এই তিনটি নামে তিনটি পত্রিকা লেখা ছেপেছে যার লেখক আমি একা, তার উপর ছদ্মনাম তো আছেই। যতই তাদের নাম কী লিখতে হবে বলে দেই, তবু তারা তালগোল পাকিয়ে ফেলে, আর হ্যাপা বাড়ে আমার। এবার বুঝুন ঠেলা। আমি নিজেই দেখি শেষমেশ নিজের নাম গুলিয়ে ফেলি। তাছাড়া মাকিদ হায়দার অঞ্জন নামটা বড্ড বেশি বড় হয়ে যায়, আর অঞ্জন নামটা খুব ছোট। বিধায় ধানাই পানাই ছেড়ে শুধু ভালো নামটাই ব্যবহার শুরু করলাম। তবু আপনার পরামর্শ ভেবে দেখবো।
থাক, আপাতত নামের সাতকাহন লিখে আর কী হবে? সচলে চালু হবার পর যে নামে আমি রেজিস্ট্রেশন করেছি তা পরিবর্তন করবার ব্যবস্থা আছে নিশ্চই। ধন্যবাদ।

(মাকিদ হায়দার)

সৌরভ কবীর এর ছবি

চলুক চলুক

__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে

অতিথি লেখক এর ছবি

চলুক
এমন ফাঁদে ধরা পড়ে জান-মাল সব হারালেও শান্তি।
(মাকিদ হায়দার)

সাজ্জাদ সাজিদ এর ছবি

চলুক

বনজোছনা এর ছবি

ভালো লাগল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।