একটি নিরীহ কৌতুক (অনুভূতিতে আঘাত লাগার কুনু চান্স নাই!!!)

সুবোধ অবোধ এর ছবি
লিখেছেন সুবোধ অবোধ (তারিখ: বিষ্যুদ, ১৮/০৪/২০১৩ - ১২:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকাল কৌতুক করতেও ভয় ভয় লাগে কেমন যেন! সবার যে অনুভুতি প্রবণ মন,কে কোন্‌ দিক দিয়ে আঘাত পেয়ে বসে বোঝা মুশকিল। তারপরও ভাবলাম বলে ফেলি একটা নিরীহ গোছের কৌতুক,কিই আর হবে! আসলে যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে শুরু হওয়া আন্দোলনের বর্তমান অবস্থা দেখে কয়েকদিন ধরেই এই গল্পটা মাথায় ঘুরছিল-

দোকান মালিক দোকানে নতুন কর্মচারী নিয়োগের পর হঠাৎ অনেক বিক্রি বেড়ে গেল দোকানের। মনে মনে অনেক খুশি হলেও উনার খুব জানতে ইচ্ছে হল এর রহস্য কি! একদিন তাই সে দোকানে এসে চুপি চুপি আড়াল থেকে দেখতে লাগলেন ভিতরে না ঢুকে যে তার কর্মচারী কিভাবে ক্রেতাদের কনভিন্স করে। উনি দেখলেন মাছ ধরতে ছিপ কিনতে আসা এক ক্রেতা কে তার কর্মচারী বলছে-“স্যার,মাছ ধরতে শুধু ছিপ কিনলে তো হবে না,সাথে মাছের টোপ ফেলার খাবার কিনতে হবে। আমার কাছে খুব ভাল ব্র্যান্ড এর মাছের টোপ আছে,নিয়ে যান।”
ক্রেতাও বেশ রাজী হয়ে গেলেন। বললেন-“আচ্ছা,দিন।”
-“স্যার,ছিপ দিয়ে মাছ ধরতে গেলে তো আপনাকে দীর্ঘ সময় বসে অপেক্ষা করতে হবে মাছ পাবার জন্য। সেক্ষেত্রে আমার কাছে খুব আরামদায়ক ফোল্ডিং চেয়ার আছে। আপনি এটায় বসে থাকলে আপনার কোমর ব্যাথা হবে না। আপনাকে দেখাচ্ছি...”
ক্রেতা চেয়ার দেখে বললেন-“আচ্ছা দিন।”
-“স্যার,অনেক্ষন ধরে রোঁদে বসে থাকাটা মোটেও সহজ কোন ব্যাপার না,আপনি একটা ছাতাও কিন্তু নিয়ে যেতে পারেন রোঁদ থেকে বাঁচার জন্য।”
ক্রেতা লোকটি কিছুক্ষন ভেবে বললেন-“আচ্ছা দিন তাহলে।”
এদিকে দোকান মালিক তো আড়াল থেকে দেখে যারপরনাই অবাক এবং মুগ্ধ হচ্ছিলেন তার কর্মচারীর কান্ডে!! এর মধ্যেই উনি দেখলেন তার কর্মচারী বলছে-“ স্যার,মাছ ধরে তো আর সেগুলো মাটিতে রাখতে পারবেন না,আপনার নিশ্চয়ই একটা মাছ রাখার ঝুড়ি লাগবে। এই ঝুড়ি টা নিয়ে যান,দামেও অল্প এবং অনেক মজবুত হবে।”
ক্রেতাও বেশ রাজী হয়ে সব কিছুর দাম মিটিয়ে দিয়ে চলে গেলেন খুশি মনেই।
ক্রেতা চলে যাবার পর দোকান মালিক আড়াল থেকে বেড় হয়ে আসলেন। কর্মচারীর কাছে গিয়ে খুব খুশি হয়ে পিঠ চাপড়ে দিলেন তার-“তুমি তো দারুণ চালু মাল রে বাপু,ছিপ কিনতে আসা একটা লোক কে দিব্বি এত কিছু গছিয়ে দিলে। বাহ্‌!!”
কর্মচারী টি একটা হাসি দিয়ে বলল-“স্যার,উনি তো ছিপ কিনতে আসেন নি!”
দোকান মালিক আরও অবাক হয়ে বললেন-“তো??!!”
হাসি হসি মুখে কর্মচারীটি বলল-“উনি আসলে এসেছিলেন উনার স্ত্রী’র জন্য স্যানিটারী ন্যাপকিন কিনতে!! তা,আমি উনাকে বললাম শুধু শুধু এই পাঁচ-ছয় দিন ঘরে বসে থেকে কি করবেন?! তার চেয়ে বরং এ কয়দিন মাছ ধরতে চলে যান,উনিও রাজী হয়ে গেলেন!!”

আজকাল নিজেকে এই গল্পের ক্রেতা বেচারার মত লাগে। কি যে চাইতে এসেছিলাম আর কি যে চাচ্ছি এখন,তালগোল পাকিয়ে গেছে! মাঝখান থেকে গত আড়াই মাসে কিছুই না পড়ে GRE exam এর প্রস্তুতির যে অগ্রগতি ছিল তার পুটু মারা সাড়া!!!

সুবোধ অবোধ


মন্তব্য

চরম উদাস এর ছবি

হো হো হো

অতিথি লেখক এর ছবি

খাইছে

সুবোধ অবোধ

অচল এর ছবি

দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি

সুবোধ অবোধ

শিশিরকণা এর ছবি

হাততালি

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুবোধ অবোধ

সত্যপীর এর ছবি

হেভি জোস চলুক

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

খাইছে
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুবোধ অবোধ

মিঠুন তলাপাত্র এর ছবি

বাহ, দারুন। আপনাকে তো মিরাক্কেলে পাঠায় দেয়া দরকার। চলুক

অতিথি লেখক এর ছবি

ভাই,আমার আক্কেল টাক্কেল কম!
মিরাক্কেলে গেলে শেষে বে-আক্কেল হয়ে ফেরত আসতে হবে।
খাইছে
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুবোধ অবোধ

লুৎফুল আরেফীন এর ছবি

দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি

সুবোধ অবোধ

সাক্ষী সত্যানন্দ এর ছবি

দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি

সুবোধ অবোধ

রাহী এর ছবি

মারভেলাস হাততালি
মনের কথাটাই বলছেন !!

অতিথি লেখক এর ছবি

দেখছেন,মনের কথা বুইঝ্যা ফেলসি।
সাবধান,কুচিন্তা কইরেন না,ধরা খাইয়া যাইবেন আমার কাছে!!
চোখ টিপি
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুবোধ অবোধ

তানিম এহসান এর ছবি

দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি

সুবোধ অবোধ

ঘুমকুমার এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

অতিথি লেখক এর ছবি

ও ভাই,এত হাসেন কেন,সুড়সুড়ি দিল কিডা??
খাইছে

সুবোধ অবোধ

অতিথি লেখক এর ছবি

মনের মত মদন ওঁয়া ওঁয়া
মম রাজ্যের রাজা

অতিথি লেখক এর ছবি

ভাই,কান্দেন কেন??
আমি কিছু করি নাই তো!

সুবোধ অবোধ

তমসা এর ছবি

আমরা চাইবো কি ,সবাই তো অহন আমাগো কাছেই চাইছে--------- কেউ ধর্মের প্রমাণ ,কেউ জাতের, কেউ মানের, কেউ সহ্যশক্তির , কেউ আবার ছেঞ্ছেতিবিতির।

অতিথি লেখক এর ছবি

আমাগো 'ছেঞ্ছেতিবিতি' কম ভাই!!
দেখেন না,কোপাইয়া ভাজ কইরা ফেলতাছে তাও কিছু হয় না!!!

সুবোধ অবোধ

শুভায়ন এর ছবি

শেয়ার করার জন্য গুরু গুরু (ফেবু তে প্রায়্শঃ এই জোক টি দেখি - তবুও হাসি পায় দেঁতো হাসি )

অতিথি লেখক এর ছবি

হাসি না পেয়ে উপায় নাই!
খাইছে

সুবোধ অবোধ

অতিথি লেখক এর ছবি

ভালই লিখেছেন
আঃ হাকিম চাকলাদার

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুবোধ অবোধ

অতিথি লেখক এর ছবি

খুব ভাল লাগল।
আঃ হাকিম চাকলাদার।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।
হাসি

সুবোধ অবোধ

তারানা_শব্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

বোঝা গেল, প্রুষ মাইনষ্যের তাইলে এই একটাই কাম!!!

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

অতিথি লেখক এর ছবি

উ আল্লাহ!!
কি কন??
মাছ ধরতে গেল যে...
খাইছে

সুবোধ অবোধ

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুবোধ অবোধ

অতিথি লেখক এর ছবি

কি যে চাইতে এসেছিলাম আর কি যে চাচ্ছি এখন,তালগোল পাকিয়ে গেছে! মাঝখান থেকে গত আড়াই মাসে কিছুই না পড়ে GRE exam এর প্রস্তুতির যে অগ্রগতি ছিল তার পুটু মারা সাড়া!!!

গড়াগড়ি দিয়া হাসি

ঘরের খেয়ে বনের মোষ তাড়ালে যা হয়!

স্বপ্নহারা মানব

অতিথি লেখক এর ছবি

তবুও যদি হালার মহিষ দুই একটা কাইত করতে পারতাম!!!
চিন্তিত

সুবোধ অবোধ

আনু-আল হক এর ছবি

সিরাম হৈসে! হো হো হো

অতিথি লেখক এর ছবি

খাইছে
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুবোধ অবোধ

শাব্দিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গুড ওয়ান !

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুবোধ অবোধ

অতিথি লেখক এর ছবি

এত গড়াগড়ি দিলে গায়ে মাটি লাগবে!!
খাইছে

সুবোধ অবোধ

অতিথি লেখক এর ছবি

খাইছে
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুবোধ অবোধ

ধুসর জলছবি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

অতিথি লেখক এর ছবি

এত গড়াগড়ি দিলে গায়ে মাটি লাগবে!!
খাইছে

সুবোধ অবোধ

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি উত্তম জাঝা!

- সেভেরাস স্নেইপ

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুবোধ অবোধ

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি ব্যাপক বিনোদন পেলাম। হাসাইতে হাসাইতে তো রোজাটা হালকা কইরা দিলেন ।

Himel Khaled

অতিথি লেখক এর ছবি

হালকা হয়ে কি বাতাসে উড়ে গেছে নাকি?? খাইছে
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------
সুবোধ অবোধ

গান্ধর্বী এর ছবি

দেঁতো হাসি হাততালি উত্তম জাঝা!

সুবোধ অবোধ  এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

একেবারে জায়গা মত গুল্লি চালাইলেন।

মাসুদ সজীব

সুবোধ অবোধ  এর ছবি

ঢিচিয়া!! খাইছে

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
ভালু রে সেইরাম ভালু লাগছে।

-অনিমেষ রহমান

সুলতানা সাদিয়া এর ছবি

দারুণ!

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।