সাভার ট্র্যাজিডিকে আল্লাহর গজব বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব । আমার প্রশ্ন হলো, স্রষ্টার অভিশম্পাত কি শুধু গরীব, অসহায়দের জন্যই বরাদ্দ ? এতো অন্যয় করার পরও ভবনটির মালিকতো ঠিকই রক্ষা পেলো । মৃত্যু বা পঙ্গুত্ব- কিছুতো তাকে ছুতে পারলোনা ।
আসলে ডারউনের 'Survival of the Fittest' তত্ত্বের মধ্যেই এর ব্যাখ্যা লুকায়িত । যে Fit তার উত্তরোত্তর বর্ধন হবে এবং টিকে থাকবে, আর অন্যরা খর্ব থেকে খর্বাকৃতির হবে- একসময় বিলুপ্ত হবে । এই Fitness এর সংজ্ঞা আবার সমাজ ভেদে ভিন্ন । সব সময়ই ইতিবাচক তা নয় । একটা anarchy সিষ্টেমে আপনি যতটা Chaos-বাজ বা অরাজক ততটাই আপনার টিকে থাকার যোগ্যতা । Civil সিষ্টেমে এই আপনিই আবার ব্যর্থ্য । দূর্নিতিময় সমাজে আপনার সততা হতে পারে টিকে থাকার অন্তরায় । আপনি নীতিবোধদ্বারা তাড়িত হয়ে পরিনত হতে পারেন অচল মুদ্রায় । অর্থ্যাৎ সমাজই নির্ধারন করে দেয় আমাদের যোগ্যতা বা Fitness এর সংজ্ঞা ।
গার্মেন্টসের গরীব শ্রমিকরা পেটেপিঠে কোনরকমে টিকে থাকে । বিদ্রোহ করে বা পেশা পরিবর্তন করে টিকে থাকার পুজি, প্রতিষ্ঠান বা সক্ষমতা তাদের নেই । তাদের এ প্রান্তিকতাই শোষকগুষ্টিকে উদ্ধুধ্ব করে আরো শোষন ও exploitation এ । অর্থ্যাৎ একটা Fit ও আরেকটা Unfit গোষ্ঠি একটা মিথোস্ক্রিয়ার মধ্য দিয়ে চলার চেষ্টা করছে । সূত্রানুযায়ী 'যোগ্যতমের উর্ধতন' হচ্ছে আর অপরপক্ষ ক্ষনে ক্ষনে বিলয়ের মুখে পড়ছে ।
একই ভবনের ব্যাঙ্কের কর্মচারীরা রক্ষা পেয়েছে, কিন্তু গরীবগুলো সে সুযোগ পায় নাই । কেন পায় নাই ? এখানেও সেই একই তত্ত্ব ।
যা বলছিলাম, গজব-টজব কিছু নয় । 'Survival of the Fittest'- দ্যাট'স দ্যা আলটিমেট লিগ্যাসী ।
------------------------------------
আমিনুল ইসলাম
মন্তব্য
গজব তত্ত্বের কোনো লিঙ্ক দিতে পারবেন?
______________________________________
পথই আমার পথের আড়াল
http://www.banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDEzXzA0XzI1LTEwNS0zNDk1OA%3D%3D
আমি দলছুট ভাইরে মিস্করি
। 'Survival of the Fittest' সেটা প্রকৃতি আর সমাজে অন্য ভাবে কাজ করে, আপনি মনে হচ্চে ডারউইনের থিওরির সাথে সোশ্যাল ডারউইনিজম এক করে ফেলছেন ! মানব সমাজে টিকে থাকার জন্য যা ইচ্ছা তাই করার প্রয়োজনীয়তা নেই।
facebook
ডারউইনের তত্ত্ব লেখক এখানে মেটাফর হিসেবে নিয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে এই ধরনের তুলনামূলক আলোচনা মনে হয় ভুল কিছু না।
মেটাফোর হিসেবেও নেওয়া যাচ্ছে না, খুবই কাঁচা লেখা এবং তুলনা
facebook
বাংলাদেশের রাজনৈতিক রঙ্গমঞ্চে ভাঁড়ের তো কমতি ছিল না!!!
এখন আবার সাথে যোগ দিয়েছে হেফাজতের মাঈনুদ্দিন রূহী!!!
সুবোধ অবোধ
অত্যন্ত বাজে লেখা। কামরুজ্জামান স্বাধীন পর্বের পরে সচলে বহুদিনের মধ্যে এত বাজে লেখা প্রকাশিত হয় নাই।
লেখককে বলছি, আপনার লেখাটা শুরু বা শেষ কোনটাই হয় নাই। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন আর সাম্রাজ্যবাদী অর্থব্যবস্থার ফ্যাসীবাদের স্তরে "যোগ্যতমের বেঁচে থাকার অধিকার"কে সমার্থক বা তুলনার মধ্যে আনাটাই আপত্তিকর। একটা জীববিজ্ঞানের তথ্য আর একটা ফ্যাসীবাদের প্রোপাগাণ্ডা। আপনি আপনার এই কয়েক লাইনের পোস্টে যা লিখলেন তাতে পাঠকের মনে হতেই পারে আপনি দুটোর একটাও জানেন না বা বোঝেন না।
কোন বিষয় সম্পর্কে লিখতে গেলে সেই বিষয়টা অন্তত কিছুটা জেনে নেওয়া উচিত।
অজ্ঞাতবাস
এইটাই বলতে চাইছিলাম , বছিলার চরের মত
facebook
নতুন মন্তব্য করুন