তোমায় ক্ষমা করলাম।
যতটা দুঃখ দিয়ে তুমি
আমার বেঁচে থাকা কেড়ে নিলে
তার জন্য কিছুই বললাম না !
তুমি তোমার সোনার হরিণ নিয়ে
বেঁচে থাক চিরকাল
নিত্য নতুন গান নিয়ে
আর ছুটে আসব না !
তুমি বৃষ্টি চেয়েছিলে,
আমার কালমেঘগুলো তোমায়
তৃষ্ণার্তই রেখেছে সারাদিন
তবুও তোমাকে
ক্ষমা করলাম
আমার মেঘগুলো
আর কখনও তোমার
চোখ ভেজাবে না!
নাহিয়েন
মন্তব্য
ছবিটা বেটার হয়েছে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
ঠিক ঠাক, কাব্যচর্চা চলুক, তবে দৈনিক কবি হয়ে যাবেন না পিলিজ।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
পরিমিত সৌন্দর্য , ভালো লেগেছে
শিরোনামে লেখা 'অকবিতা'। আবার কাটেগরিতে লেখা 'কবিতা'। তাহলে কোনটা ঠিক?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
কবিতা ভেবেই লিখি, তবুও তা কবিতার মর্যাদা পায় না...
কবিতা লেখারই চেষ্টা করি। তবে ওগুলো ঠিক কবিতার মর্যাদা পায় না বলেই 'অকবিতা', অন্তত আমার কাছে !
ক্ষমা করলেন, তারপরও তৃষ্ণার্তকে ভেজাবে না কেন !
facebook
অজানায় পাড়ি দেওয়া আমার যে শুধু কালমেঘই সঞ্চয়!
কবিতা বুঝি কম তবে আপনার কবিতা ভালো লেগেছে।
সুন্দর, বিশেষ করে ছবিটা।
দারুণ !
তোমার সাথে একবার বৃষ্টিতে ভেজা, আমার আজন্ম লালিত স্বপ্ন,সাধ,হয়তো দুঃখবিলাস ।
যদি ক্ষমা প্রার্থনাই তোমার একমাত্র অজুহাত হয়,
তবে দয়া করে আর এসো না । কক্ষনো না...
আমিও একটা অকবিতা লিখে ফেললাম
তালেব মাষ্টার
চমত্কার! চালিয়ে যান....
নতুন মন্তব্য করুন