নদী কি শুধু একটা ভৌগলিক বর্ণণা? উৎস, উচ্চগতি, মধ্যগতি, নিম্ন গতি, মোহনা? অথবা শূণ্যস্থান পূরণ কর: ............ হিমবাহ থেকে তিস্তা নদী উৎপন্ন হয়েছে?
তিস্তা। শুধু একটা নদীর নাম নয়। উত্তরবাংলার এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বয়ে যাওয়া এই নদীর তীরে যারা বাস করেন, তাদের অনেকেই এর উৎস কোথায়, কোন পাহাড়ী হিমবাহ থেকে, কোথায় মিশেছে – এসব পাঠ্য বইয়ে লেখা থাকা প্রশ্নের উত্তর জানেন না। কী এসে যায় তাতে? তাঁরা জানেন, কখন ছোট ডিঙ্গী ভাসাতে হয়, কখন কোথায় জাল ফেললে বৈরালী মাছের ঝাক উঠবে। নদীর বিরাট চরে কিভাবে ধান, পাট কিংবা তরমুজ চাষ করতে হয়। তবুও সব হিসেব মেলে না। মেলার কথাও নয়। পাহাড়ে বৃষ্টি হলে ডলোমাইট মেশানো জলে আলুথালু হয় আদরের তিস্তা। এলোমেলো হয়ে যায় চাষের জমি, বেড়ার ঘর। নিয়তি ধরে নিয়েই তাঁরা আবার সব শুরু। নতুন করে। বানের জলে ভেসে আসা পাহাড়ী গাছের ডাল, কাঠের লগ বদলে যায় জ্বালানীতে।
এই তিস্তা। উত্তর বাংলার আদরের তিস্তা। বেচে থাকার তিস্তা। গ্রামীন অর্থনীতির প্রাণশক্তি তিস্তা। শহুরের বাবুদের টাটকা মাছের যোগানদার তিস্তা। বানের তিস্তা। নদী ভাঙনের তিস্তা। আবার অপার সৌন্দর্যের তিস্তা। সব কিছু নিয়েই এই তিস্তা পারের বৃত্তান্ত...
১) কোন ঘাটে লাগাইবা তোমার নাও -১
২) কোন ঘাটে লাগাইবা তোমার নাও -২
৬) না ঘরে যামুনা আমি মাছ না ধৈরা
**********************************************
# দীপালোক
মন্তব্য
আপনার তোলা শেষ তিনটে ছবি খুব ভালো লাগলো। ধন্যবাদ।
দারুণ!!
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
facebook
একটা ব্যাপার স্বীকার করতে আমার কোন কুণ্ঠা নেই। বরং গর্ব আছে। বছর দুইয়েক আগেও 'ছবি-ব্লগ' খায় না মাথায় দেয় কিছুই জানতাম না। সচল ছাড়া, আপনি ছাড়া, আপনারা ছাড়া ... :)
১২ নাম্বারটা অনবদ্য!
ইচ্ছার আগুনে জ্বলছি...
চমৎকার!
তিস্তার কোন জায়গায় ছবিগুলো তোলা?
কোচবিহার জেলার হলদিবাড়ী ব্লকের বিবিগঞ্জ ও বেলতলি ঘাট(এখান থেকে বাংলাদেশ সীমান্ত খুব কাছে) এবং জলপাইগুড়ী শহর সংলগ্ন তিস্তার ক'খানা ছবি রয়েছে এখানে। এ ছাড়া দু-একটা ছবি রয়েছে যেগুলো জল্পাইগুড়ীর নন্দনপুর বলে আরেকটি জায়গার।
অপূর্ব! প্রতিটা ছবি মন ছুয়ে গেল, বিশেষ করে "দিনের শেষে" ছবিগুলো।
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
খুব সহজ ভঙ্গিতে খুব বড় কথা বলা হয়েছে। সত্যি নদীকে কি আমরা ভূগোলের পাতায় খুঁজবো, নাকি মানুষের নিত্যাদিনের সুখ-দুঃখ-হাসি-কান্নায়!! ছবি গুলো লেখার গুনে আরও সুন্দর হয়েছে।
নতুন মন্তব্য করুন