বাংলাদেশের জীববৈচিত্র শুধু ব্যাঙের প্রজাতিগুলির বৈচিত্র দেখলেই বোঝা যায়। সম্প্রতি ব্যাঙ নিয়ে অল্পস্বল্প পড়তে গিয়ে মনে হল আমি দেশি ব্যাঙ কোনটা কেমন দেখতে সেটাই জানিনা। তাই দেশি ব্যাঙের একটি লিস্টের সহায়তায় প্রায় সবগুলির ছবি খুঁজে বের করে ফেললাম।
আপনারা অনেকগুলিই হয়তো দেখেছেন, কিন্তু নাম জানেন না। ৩৪ প্রজাতির মধ্যে ৫টি ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। ৮ টি প্রজাতি IUCN (International Union for Conservation of Nature) এর রেড লিস্ট এ আছে, মানে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে এদের। আমাদের ব্যাঙ আমাদেরকেই সংরক্ষণ করে রাখতে হবে।
ছবিগুলি ইন্টারনেট থেকে নেয়া। অনেকগুলি ব্যাঙের ছবি বাংলাদেশী সূত্রে পাইনি, তবে দক্ষিণ এশিয় ব্যাঙ হিসেবে ছবিগুলি খোঁজার চেষ্টা করেছি। দুই একটি ব্যাঙের কোন ছবি পাইনি।
দেখে নিন দেশের কোন ব্যাঙ কেমন দেখতে। নামের সঙ্গে দেখতে কেমন সেটা মিলিয়ে নিতে পারেন।
পরিবারঃ Bufonidae
০১. কুনোব্যাঙ, Asian common Toad, Bufo melanostictus
০২. মার্বেল কুনোব্যাঙ, Marbled Toad, Bufo stomaticus
পরিবারঃ Dicroglossidae
০৩. কটকটি ব্যাঙ, Skipper Frog, Euphlyctis cyanophlyctis
০৪. সবুজ ব্যাঙ, Green Frog, Euphlyctis hexadactylus
০৫. যাইযাই ব্যাঙ, Cricket Frog, Fejervarya limnocharis
০৬. বন যাইযাই ব্যাঙ, Forest Cricket Frog, Fejervarya syhadrensis
০৭. জার্ডনের কোলা ব্যাঙ, Jerdon’s Bullfrog, Hoplobatrachus crassus
০৮. দেশি সোনাব্যাঙ, Indian Bullfrog, Hoplobatrachus tigerinus
০৯. প্রসারিত মুখ ব্যাঙ, Protuberant Mouthed Frog, Occidozyga borealis
১০. ছাগল ডাকা ব্যাঙ, Floating Frog, Occidozyga lima
১১. বামন ব্যাঙ, Burrowing Frog, Sphaerotheca breviceps
১২. লাল চক ব্যাঙ, Smith’s Litter Frog, Leptobrachium smithi
পরিবারঃ Megophryidae
১৩. মুকুট ব্যাঙ, Crown frog, Xenophrys parva
১৪. সরুমুখো অনর ব্যাঙ, Stripe Sticky Frog, Kalophrynus interlineatus,
পরিবারঃ Microhylidae
১৫. রঙিন ভেনপু ব্যাঙ, Painted Bull Frog, Kaloula pulchra
১৬. চিত্র বেলুন ব্যাঙ, Painted Balloon Frog, Kaloula taprobanica
১৭. বড় লাউবিচি ব্যাঙ, Berdmore’s Narrow-mouthed Frog, Microhyla berdmorei
১৮. ছোট লাউবিচি ব্যাঙ, Ornate Narrow-mouthed Frog, Microhyla ornata
১৯. লাল পিঠ লাউবিচি ব্যাঙ, Red Narrow-mouthed Frog, Microhyla rubra
২০. পটকা ব্যাঙ, balloon Frog, Uperodon globulosus
পরিবারঃ Ranidae
২১. ঝর্ণাসুন্দরী ব্যাঙ, Beautiful Stream Frog, Amolops marmoratus
২২. সোনালী পাহাড়ী ব্যাঙ, Pointed-headed Frog, Clinotarsus alticola
Clinotarsus alticola এর ছবি পাইনি, তবে একই গোত্রের Clinotarsus curtipes কে দেখে বুঝতে পারবেন।
২৩. শুকর ডাকা ব্যাঙ, Groaning Frog, Humerana humeralis
২৪. সবুজ ধানী ব্যাঙ, Green Paddy Frog, Hylarana erythraea
২৫. দুই দাগবিশিষ্ট সবুজ ব্যাঙ, Two-striped Grass Frog, Hylarana taipehensis
২৬. বাংলা পানা ব্যাঙ, Bengal Leaping Frog, Hylarana tytleri
২৭. মুরগিডাকা ব্যাঙ, Cope’s Frog, Sylvirana leptoglossa
Sylvirana leptoglossa এর ছবি পাইনি, তবে একই গোত্রের Sylvirana temporalis কে দেখতে পারেন।
২৮. কালো ফোটা ব্যাঙ, Dark-sided Frog, Sylvirana nigrovittata
পরিবারঃ Rhacophoridae
২৯. ছোট গেছো ব্যাঙ, Annaldale Tree Frog, Chiromantis simus
Chiromantis simus এর ছবি পাইনি। এই ব্যাঙ IUCN এর রেড লিস্ট এ আছে।
৩০. দুইদাগি বাশী ব্যাঙ, Tree Frog, Chiromantis vittatus
৩১. পাটি গেছো ব্যাঙ, Four-lined Tree Frog, Polypedates leucomystax
৩২. বাঁশ গেছো ব্যাঙ, Bamboo Tree Frog, Polypedates maculatus
৩৩. লাল পা গেছো ব্যাঙ, Htun Win’s Tree Frog, Rhacophorus htunwini
৩৪. বোদো সবুজ গেছো ব্যাঙ, Large Tree Frog, Rhacophorus maximus
নতুন আবিস্কৃত ব্যাঙ
৩৫. খারের স্রোতের ব্যাঙ Khare's Stream Frog, Pterorana khare
দারুন দারুন ব্যাঙ সব, তাইনা? আপনার নিজের তোলা কোন ছবি থাকলে সেটাও শেয়ার করতে পারেন।
মন্তব্য
এটার ছবি দিতে ভুলে গিয়েছিলাম।
৩৪. বোদো সবুজ গেছো ব্যাঙ, Large Tree Frog, Rhacophorus maximus
খান ওসমান
কয়েকটা বাংলা নাম ঠিক করে দিচ্ছি। মনে হচ্ছে মূল লিস্টটিতে নাম লিখতে গিয়ে ভুল হয়েছে। যেমন,
১২. লাল চক ব্যাঙ > লাল চোখ ব্যাঙ
১৪. সরুমুখো অনর ব্যাঙ > ১৪. সরুমুখো অনড় ব্যাঙ
১৫. রঙিন ভেনপু ব্যাঙ > ১৫. রঙিন ভেঁপু ব্যাঙ
৩০. দুইদাগি বাশী ব্যাঙ > ৩০. দুইদাগি বাঁশী ব্যাঙ
খান ওসমান
ছবি গুলো আলাদা আলাদা ভাবে কোথা থেকে পেলেন দিলে ভাল হত না?
আর নামের তালিকা ছাড়া তাহলে আর নতুন কি তথ্য আসল? সময় নিয়ে সম্ভব হলে প্রতিটা ব্যাঙের জীবন নিয়ে আলাদা আলাদা পোষ্ট দেন, বাংলাদেশেও ব্যাঙের ছবি অনেকেই তুলছেন, তাদের কাছ থেকে ধার নিয়ে পূর্ণাঙ্গ লেখা দিলে চমৎকার হবে।
facebook
প্রতিটা স্পেসিস এর বৈজ্ঞানিক নাম ধরে গুগলে খুঁজলে আপনিও পেয়ে যাবেন। আমি শুধু এখানে এক যায়গায় করেছি।
আসলে আমি ব্যাঙ গবেষক নই। আমার আগ্রহটা মূলতঃ এসেছে একটা ব্যাঙের ছবি দেখে। আলফ্রেড ওয়ালেস, যিনি পৃথক এবং ডারউইনের সমান্তরালভাবে ন্যাচারাল সিলেকশান তত্ত্ব দিয়েছিলেন, একটা ছবি এঁকেছিলেন ১৮৫৫ সালে। ইন্দোনেশিয়ার মালে দ্বীপপুঞ্জের উড়ন্ত ব্যাঙ। পরে এর নামও হয় 'ওয়ালেসের ব্যাঙ'। সেখান থেকে মনে হল বাংলাদেশে এমন সদৃশ ব্যাঙ কি পাওয়া যায়? আর তখনই কোন ব্যাঙ কেমন দেখতে তা জানতে আগ্রহ জন্মালো। কিন্তু আমার পক্ষে প্রতিটা স্পেসিস নিয়ে আলাদাভাবে লেখার সুযোগ হবেনা, সেই বিষয়ে আমি পারঙ্গমও নই। কেউ করলে আমি যারপরনাই আগ্রহ নিয়ে পড়ব। ধন্যবাদ।
খান ওসমান
ওয়ালেসের আঁকা ছবি। Rhacophorus nigropalmatus। এই প্রজাতির দুইটি ব্যাঙ আমাদের দেশে আছে। এরা গেছো ব্যাঙ।
দারুণ পোস্ট। অনেকগুলো ইন্টারেস্টিঙ ব্যাঙ। কী অদ্ভূত! কি বিচিত্র!
লেখায় নাম দিন। নিবন্ধন করেছেন তো?
দারুণ তালিকা। প্রয়োজন। এরকম আরো থাকুক। আপনার বিজ্ঞান লেখা পড়তে অপেক্ষা করে আছি।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ধন্যবাদ।
আমি নাম দিতে ভুলে গেছি। অতিথি লেখক সম্ভবত এডিট করতে পারেনা।
দারুণ পোস্ট। ছবিগুলো দেখে বুঝতে পারছি এই ব্যাঙগুলোর বেশিরভাগই বাস্তবে দেখেছি। এই তালিকা কাজে লাগবে। সুন্দর!
ইচ্ছার আগুনে জ্বলছি...
দারুন পোষ্ট।
অনেকগুলোই চেনা, তবে পটকা ব্যাঙ দেখি নাই।
ঐটা কিন্তু একদম আলাদা।
প্রতিটি ছবির সাথে একটু বর্ণনা থাকলে ভাল হত।
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
যদিও এই তালিকায় ৩৫ প্রজাতির ব্যাঙে আছে, এখন জানলাম দেশি ব্যাঙের সংখ্যাটা ৫০ এর বেশি হবে। কিন্তু আমরা সঠিকভাবে গুনতে পারিনি এখনও। পার্বত্য অঞ্চলে নতুন নতুন ব্যাঙ প্রজাতি পাওয়া যাচ্ছে।
বাংলা উইকিপিডিয়ায় লেখা দেন না - ব্যাঙ নিয়ে, এবং অন্যান্য বিষয় নিয়েও।
* বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার লিংক।
* টিউটোরিয়াল দেখুন এখানে।
* সহায়িকার জন্য এখানে দেখুন।
আপনাদের সবার সহযোগিতাই পারবে বাংলা ভাষায় সবার জন্য উন্মুক্ত জ্ঞান ভান্ডার তৈরী করার প্রচেষ্টাকে সফল করতে।
অগ্রীম ধন্যবাদ।
ভালো পোস্ট, আরো আসুক এরকম!
নতুন মন্তব্য করুন