বৃষ্টির গান

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১১/০৬/২০১৩ - ১০:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সারা দিনের কাঠফাঁটা রোদ, ধূলো, ধোঁয়া এর পরে যখন আকাশ কালো করে বৃষ্টি নামে তখন নিজের ভেতরে সত্যিই এক অদ্ভুত অনুভূতি হয়। যেন, প্রকৃতির সাথে সাথে নিজের ভেতরটাও ধুয়ে মুছে সাফ হয়ে যায়। রবি ঠাকুরের ভাষায়-

বরিষ ধরা-মাঝে শান্তির বারি ।
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে
ঊর্ধমুখে নরনারী ।।
না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ,
না থাকে শোকপরিতাপ ।
হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক,
বিঘ্ন দাও অপসারি ।।
কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ,
কেন এ মান-অভিমান ।
বিতর' বিতর' প্রেম পাষাণহৃদয়ে,
জয় জয় হোক তোমারি ।।

প্রতিবারেই বৃষ্টি শেষে প্রকৃতি সাজে এক নতুন রূপে। তখন সে থাকে অনেক স্নিগ্ধ, অনেক কোমল। আর গাছের পাতায় জমে থাকে জলের ফোঁটাগুলো তৈরী করে এক নাটকীয় পরিবেশ। তখন প্রকৃতি থাকে সদ্য জন্ম নেয়া কোন শিশুর মতই অনেক পবিত্র। যেখানে থাকেনা কোন নগরায়ণের ছোঁয়া। ভীষন মন খারাপ থাকলেও ওই ভিজে থাকা পাতাগুলোর দিকে তাকালে কোন এক অজানা কারনেই মন ভালো হয়ে যায়। আর যদি কারো ছবি তোলার নেশা থাকে তাহলে তো আর কথাই নেই। সেই ভিজে থাকা পাতাগুলো ফ্রেমে বন্দী করেই খুঁজে নেয়া যায় অনাবিল আনন্দ !!!

১.
Untitled

২.
বৃষ্টির গান...

৩.
Untitled

৪.
Untitled

৫.
Untitled

৬.
বৃষ্টির গান-২

৭.
Untitled

লেখাটা আমার নিজের ব্লগেও প্রকাশিত।

- অনুপম প্রতীপ


মন্তব্য

অমি_বন্যা  এর ছবি

বর্ণনা আর একটু বেশি হলে ভালো হত। ছবিগুলো কিন্তু দারুণ।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ

- অনুপম প্রতীপ

তারেক অণু এর ছবি

চলুক ছবি ভালো লেগেছে

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-অনুপম প্রতীপ

কৌস্তুভ এর ছবি

এ আর নতুন কি, আপনি যে ভাল ছবি তোলেন সে তো জানা কথাই খাইছে

ছবিগুলো ৫০০ উইডথের বদলে ৭০০য় দিলে দেখতে বেশি ভাল লাগবে।

অতিথি লেখক এর ছবি

এবারে যা হবার তা তো হয়ে গিয়েছে .... কি আর করা..... এডিট করার অপশন থাকলে ঠিক করে দিতাম হাসি
যাক.... পরেরবার থেকে অবশ্যই..... হাসি

-অনুপম

সুমাদ্রী এর ছবি

দারুণ সুন্দর সব ছবি। তবে আপনার নামযুক্ত ক্যাপশনটা ছবির একটা বড় অংশ জুড়ে আছে। ওটায় বারবার চোখ আটকে যায়, কেমন যেন লাগে।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

অতিথি লেখক এর ছবি

এটার জন্য আন্তরিকভাবেই দুঃখিত। পরের ছবিগুলোতে আশা করি এমনটা আর হবে না।

-অনুপম

জোহরা ফেরদৌসী এর ছবি

আরে বৃষ্টির দারুন সব ছবির সাথে এমন চমৎকার লেখার সাথে বুড়োর গানটা না হলে ক্যামনে হয়?

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

জ্বী.... বড়ই সত্য কথা দেঁতো হাসি :D

- অনুপম

ত্রিমাত্রিক কবি এর ছবি

চমৎকার সব ছবি। ছবির সাথে ক্যামেরাবাজির একটু আধটু থাকলে লেখাটা আরেকটু জমত। ফ্লিকার লিঙ্ক এম্বেড করে দিলেও হয়, তাতে ছবির ব্যপারে আরেকটু ধারণা পাওয়া যায়। আর ছবিগুলো আরেকটু বড় সাইজে দেখতে পারলে হত। চলুক ছবিব্লগ চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। সতি বলতে .... আমার লেখার হাত ভালো না। মন খারাপ লিখতে গেলে, দুই লাইন লেখার পরে আর কিছু মাথায় আসে না ....
তবে ছবির ব্যাপারগুলো অবশ্যই মাথায় থাকবে....

- অনুপম

তাপস শর্মা এর ছবি

ভালো লেগেছে ছবিগুলি। ... ছবিব্লগ জারি থাকুক

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

-অনুপম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।