ময়ূরনৃত্য

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৯/০৬/২০১৩ - ৮:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

BeFunky_1

অনেক গান কবিতায় ময়ূরের পেখম তুলে নাচার কথা থাকলেও বাস্তবে জেনো ডুমুরের ফুল । আমাদের দেশে এক সময় অনেক ময়ূর ছিল। ধীরে ধীরে শিকার আর আবাসস্থল ধ্বংসের কারণে ইতিমধ্যেই দেশ থেকে বিলুপ্ত হয়েছে বর্ণিল মেখম তোলা প্রাণী -ময়ূর। তবে বিলুপ্ত প্রায় এই প্রাণীর এখন ঠাই হয়েছে চিড়িয়াখানায় । অবশ্য ভারতের অনেক জাগায় ময়ূর কে এখনো অবাধে ঘুরতে দেখা যায়। একবার উড়িষ্যা যাওয়ার সময় অনেক ময়ূরের পেখম তোলা দৃশ্য আজ মনে দাগ কেটে আছে । ময়ূরের যে সুন্দর রঙ বাহার লেজ দেখা যায় তা কেবল পুরুষ পাখীদের থাকে।

BeFunky_2

BeFunky_10

স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে । এ কারণেই এরা অত্যন্ত আকর্ষণীয় স্ত্রী ময়ূরের পেখম আকারে অনেক ছোট। ছোট বেলায় গল্প শুনতাম বৃষ্টি এলেই ময়ূর নাচে । কিন্তু প্রখর রৌদ্রে নাচ লেখলাম এই ময়ূরটির ।

BeFunky_8

আমি যখন ছবি উঠানোর জন্য ক্যামেরা তাক করলাম অনুভব করলাম প্রখর রৌদ্রে রিনিঝিনি বৃষ্টির শব্দ ।

BeFunky_4

বাহ চমৎকার পালকগুলি এমন ভাবে নাচাচ্ছে যে বৃষ্টির শব্দের মতোই শব্দ হচ্ছে।

BeFunky_11

BeFunky_6

এই মনমুগ্ধকর নাচের এক পর্যায়ে পেখম এর পেছনের নৃত্য শুরু করলো । সামনের পালক যেমন সুন্দর পেছনের পেখম ও কম সুন্দর না।

BeFunky_5

BeFunky-7

BeFunky_9

আলম সাব্বির


মন্তব্য

ঈয়াসীন এর ছবি

চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

আলম সাব্বির এর ছবি

রেগে টং

তারেক অণু এর ছবি

সচলে স্বাগতম সাব্বির ভাই, হাত খুলে লিখে যান।

জায়গার কথা উল্লেখ করলে ভাল হত

আলম সাব্বির এর ছবি

কিছু কথা থাকনা গোপন । আপনার অনুপ্রেরনাই লিখতে আগ্রহ বাড়াচ্ছে

তিথীডোর এর ছবি

কী সর্বনাশ! ক্যামনে তুলেছেন রে ভাই এইসব ছবি?

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ঈয়াসীন এর ছবি

সচলে স্বাগতম সাব্বির ভাই। এরপর ময়ূর দেখতে গেলে ---- 'আমারে লইবা মাঝি লগে'

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

আলম সাব্বির এর ছবি

মাঝি ডরায় না ম্যাঁও

নীলকমলিনী এর ছবি

ভালো লাগল ময়ুরের নাচ।ছবিগুলো সুন্দর।

আলম সাব্বির এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাততালি

আলম সাব্বির এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মেঘা এর ছবি

এতো সুন্দর!!!

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

আলম সাব্বির এর ছবি

ধন্যবাদ

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

৩ নম্বর ছবিটিতে ময়ূরটিকে এতো রাজকীয় আর উন্নাসিক লাগছে ! র‍্যাম্পে সবচে' লাস্যময়ী মডেল যখন গর্বিত গ্রীবা উঁচু করে তাচ্ছিল্যে তুলে ধরে নিজেকে, ঠিক তেমন !
দারুণ সুন্দর ছবি ! হাততালি

আলম সাব্বির এর ছবি

চোখ টিপি

প্রৌঢ় ভাবনা এর ছবি

বাহ্, দারুণ !

didar এর ছবি

anek sundor hoice....

Parveen Sultana এর ছবি

মানব কূলে নারী সাজে পুরুষের লাগি ার জীব কূলে বিপরিত

ছাইপাঁশ  এর ছবি

অসাধারণ ছবি!

অনার্য সঙ্গীত এর ছবি

খুব সুন্দর হাসি

ছবি ফ্লিকারে তুলে তারপর সচলে দিন। নয়তো খুব সহজে চুরি হবে হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

আলম সাব্বির এর ছবি

ধন্যবাদ আমন করে ভাবিনাই

চরম উদাস এর ছবি

আরে , জটিল তো

আলম সাব্বির এর ছবি

হাততালি

অতিথি লেখক এর ছবি

দারুন ছবি, চোখ জুড়িয়ে গেলো হাততালি

পাখি এর ছবি

খুব ভাল লাগলো ছবিগুলা দেখে। আপনার ছবি তোলার হাত খুবি ভাল।

তারেক অণু এর ছবি
প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

চমৎকার লাগলো - আরো লিখুন এই ভাবে - ছবি সহ

তারেক অণু এর ছবি
ummehasina এর ছবি

ছবিগুলি দেখে এই গানের কথাগুলি মনের মাঝে গুনগুনিয়ে উঠলো
"নাচ ময়ূরী নাচ রে
রুমঝুমাঝুম নাচরে
ঐ এলো আকাশ ছেয়ে ও বরষা রানী সাজরে"

আলম সাব্বির এর ছবি

আমি যখন ময়ূর টির নাচ দেকছিলাম আমার তখন এই গানটি মনে হয়ে ছিল।"নাচ ময়ূরী নাচ রে

অমি_বন্যা  এর ছবি

দারুণ সব ছবি। চলুক

অতিথি লেখক এর ছবি

হাততালি
চরম!!!

---------------
সুবোধ অবোধ
----------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!

ফাহিম হাসান এর ছবি

দুর্দান্ত

কৌস্তুভ এর ছবি

ভালৈছে!

আশালতা এর ছবি

সুন্দর।

----------------
স্বপ্ন হোক শক্তি

আলম সাব্বির এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।