অনেক গান কবিতায় ময়ূরের পেখম তুলে নাচার কথা থাকলেও বাস্তবে জেনো ডুমুরের ফুল । আমাদের দেশে এক সময় অনেক ময়ূর ছিল। ধীরে ধীরে শিকার আর আবাসস্থল ধ্বংসের কারণে ইতিমধ্যেই দেশ থেকে বিলুপ্ত হয়েছে বর্ণিল মেখম তোলা প্রাণী -ময়ূর। তবে বিলুপ্ত প্রায় এই প্রাণীর এখন ঠাই হয়েছে চিড়িয়াখানায় । অবশ্য ভারতের অনেক জাগায় ময়ূর কে এখনো অবাধে ঘুরতে দেখা যায়। একবার উড়িষ্যা যাওয়ার সময় অনেক ময়ূরের পেখম তোলা দৃশ্য আজ মনে দাগ কেটে আছে । ময়ূরের যে সুন্দর রঙ বাহার লেজ দেখা যায় তা কেবল পুরুষ পাখীদের থাকে।
স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে । এ কারণেই এরা অত্যন্ত আকর্ষণীয় স্ত্রী ময়ূরের পেখম আকারে অনেক ছোট। ছোট বেলায় গল্প শুনতাম বৃষ্টি এলেই ময়ূর নাচে । কিন্তু প্রখর রৌদ্রে নাচ লেখলাম এই ময়ূরটির ।
আমি যখন ছবি উঠানোর জন্য ক্যামেরা তাক করলাম অনুভব করলাম প্রখর রৌদ্রে রিনিঝিনি বৃষ্টির শব্দ ।
বাহ চমৎকার পালকগুলি এমন ভাবে নাচাচ্ছে যে বৃষ্টির শব্দের মতোই শব্দ হচ্ছে।
এই মনমুগ্ধকর নাচের এক পর্যায়ে পেখম এর পেছনের নৃত্য শুরু করলো । সামনের পালক যেমন সুন্দর পেছনের পেখম ও কম সুন্দর না।
আলম সাব্বির
মন্তব্য
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
সচলে স্বাগতম সাব্বির ভাই, হাত খুলে লিখে যান।
জায়গার কথা উল্লেখ করলে ভাল হত
facebook
কিছু কথা থাকনা গোপন । আপনার অনুপ্রেরনাই লিখতে আগ্রহ বাড়াচ্ছে
কী সর্বনাশ! ক্যামনে তুলেছেন রে ভাই এইসব ছবি?
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সচলে স্বাগতম সাব্বির ভাই। এরপর ময়ূর দেখতে গেলে ---- 'আমারে লইবা মাঝি লগে'
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
মাঝি ডরায় না
ভালো লাগল ময়ুরের নাচ।ছবিগুলো সুন্দর।
এতো সুন্দর!!!
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
ধন্যবাদ
৩ নম্বর ছবিটিতে ময়ূরটিকে এতো রাজকীয় আর উন্নাসিক লাগছে ! র্যাম্পে সবচে' লাস্যময়ী মডেল যখন গর্বিত গ্রীবা উঁচু করে তাচ্ছিল্যে তুলে ধরে নিজেকে, ঠিক তেমন !
দারুণ সুন্দর ছবি !
বাহ্, দারুণ !
anek sundor hoice....
মানব কূলে নারী সাজে পুরুষের লাগি ার জীব কূলে বিপরিত
অসাধারণ ছবি!
খুব সুন্দর
ছবি ফ্লিকারে তুলে তারপর সচলে দিন। নয়তো খুব সহজে চুরি হবে
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ধন্যবাদ আমন করে ভাবিনাই
আরে , জটিল তো
দারুন ছবি, চোখ জুড়িয়ে গেলো
খুব ভাল লাগলো ছবিগুলা দেখে। আপনার ছবি তোলার হাত খুবি ভাল।
facebook
চমৎকার লাগলো - আরো লিখুন এই ভাবে - ছবি সহ
facebook
ছবিগুলি দেখে এই গানের কথাগুলি মনের মাঝে গুনগুনিয়ে উঠলো
"নাচ ময়ূরী নাচ রে
রুমঝুমাঝুম নাচরে
ঐ এলো আকাশ ছেয়ে ও বরষা রানী সাজরে"
আমি যখন ময়ূর টির নাচ দেকছিলাম আমার তখন এই গানটি মনে হয়ে ছিল।"নাচ ময়ূরী নাচ রে
দারুণ সব ছবি।
চরম!!!
---------------
সুবোধ অবোধ
----------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!
দুর্দান্ত
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ভালৈছে!
সুন্দর।
----------------
স্বপ্ন হোক শক্তি
নতুন মন্তব্য করুন