নিচে নগর পরিকল্পনা বা নগর ব্যবস্থাপনা সংশ্লিষ্ট Masters লেভেলের কিছু বৃত্তির খোঁজ দিচ্ছি।
০২। Norwegian Quota Scholarships for Developing Countries
দেশের নামঃ নরওয়ে
বৃত্তির নামঃ Quota Scholarship
লেভেলঃ মাস্টার্স, পিএইচডি
বৃত্তির পরিমানঃ No Tuition Fee in Norway
বিষয়সমুহঃ Masters এর উল্লেখযোগ্য বিষয়গুলো হল- Urban Ecological Planning, Landscape Architecture, Development Geography, Geotechnics and Geohazards, Environmental Technology ইত্যাদি।
আবেদন এর কিছু সাধারণ শর্তঃ
ক) তালিকানুসারে উন্নয়নশীল দেশের অধিবাসী হতে হবে
খ) যে কোন কোর্সে আবেদন করার পূর্বে সংশ্লিষ্ট কোর্সের Requirement দেখে নিতে হবে
গ) ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে (IELTS/TOEFL)
আবেদনসীমাঃ সবমিলিয়ে আপনি যেকোনো ২টি বিষয়ে আবেদন করতে পারবেন।
আবেদন সময়সীমাঃ ১লা ডিসেম্বর।
ওয়েবসাইটঃ www.siu.no
০৩) The Swedish Institute Study Scholarships
দেশের নামঃ সুইডেন
বৃত্তির নামঃ SI Scholarship
বৃত্তির পরিমানঃ Tuition Fee + Monthly Allowance + Travel Grant + Health Benefits
লেভেলঃ মাস্টার্স
বিষয়সমুহঃ Masters এর উল্লেখযোগ্য বিষয় সমূহ- Urban and Regional Planning, Landscape Architecture, Spatial Planning, Infrastructure Engineering, GIS and RS, Transport Planning ইত্যাদি।
আবেদন এর কিছু সাধারণ শর্তঃ
ক) যে কোন কোর্সে আবেদন করার পূর্বে সংশ্লিষ্ট কোর্সের Requirement দেখে নিতে হবে
খ) ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে (IELTS/TOEFL)
আবেদনসীমাঃ আপনি প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একাধিক বিষয়ে আবেদন করতে পারেন
আবেদন সময়সীমাঃ বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা ১লা ডিসেম্বর। এরপর আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে বৃত্তির জন্য আবেদনের সময়সীমা ২৫ মার্চ।
ওয়েবসাইটঃ www.studyinsweden.se
০৪) VLIR-UOS Scholarship
দেশের নামঃ Belgium
বৃত্তির নামঃ VLIR- UOS Scholarship
বৃত্তির পরিমানঃ Tuition Fee + Monthly Allowance + Plane Fare + Health Benefits + Others
লেভেলঃ মাস্টার্স, পিএইচডি
বিষয়সমুহঃ ওয়েবসাইট থেকে বিষয়গুলো দেখে নেয়া ভালো। উল্লেখযোগ্য বিষয়সমূহ- Human Settlements, Globalization and Development, Governance and Development, Environmental Sanitation ইত্যাদি।
আবেদন এর কিছু সাধারণ শর্তঃ
ক) যে কোন কোর্সে আবেদন করার পূর্বে সংশ্লিষ্ট কোর্সের Requirement দেখে নিতে হবে
খ) ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে (IELTS/TOEFL)
আবেদনসীমাঃ আপনি যেকোনো ১ টি বিষয়ে আবেদন করতে পারবেন।
আবেদন সময়সীমাঃ ১লা ফেব্রুয়ারী।
ওয়েবসাইটঃ www.scholarships.vliruos.be
০৫) Netherlands Organization for International Cooperation in Higher Education
দেশের নামঃ Netherlands
বৃত্তির নামঃ Netherlands Fellowship Programs
বৃত্তির পরিমানঃ Tuition Fee + Monthly Allowance + Plane Fare + Health Benefits + Visa Cost+ Research Allowance + Others
লেভেলঃ মাস্টার্স, পিএইচডি
বিষয়সমুহঃ ওয়েবসাইট থেকে বিষয়গুলো দেখে নেয়া ভালো। Masters এর উল্লেখযোগ্য বিষয়সমূহ- Urban and Regional Planning, Urban Management and Development, Human Geography, Geoinformatics, GIS, Land Administration, Landscape Architectue and Planning, Regional Planning ইত্যাদি।
আবেদন এর কিছু সাধারণ শর্তঃ
ক) NFP এর তালিকানুসারে উন্নয়নশীল দেশের অধিবাসী হতে হবে
খ) আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠান কর্তৃক আপনি বৃত্তির জন্য মনোনীত হতে হবে
গ) ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
ঘ) নেদারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে নিঃশর্তভাবে অ্যাডমিটেড হতে হবে
ঙ) কোন মাল্টিন্যাশনাল বা আন্তর্জাতিক সংস্থায় চাকুরীরত হলে হবে না
চ) চাকুরি সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করতে হবে
আবেদনসীমাঃ আপনি প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একাধিক বিষয়ে আবেদন করতে পারেন কিন্তু বৃত্তির জন্য আপনাকে যেকোনো ১টি বিষয় বেঁছে নিতে হবে।
আবেদন সময়সীমাঃ বৃত্তির জন্য আবেদনের সময়সীমা ৫ই ফেব্রুয়ারী।
ওয়েবসাইটঃ www.nuffic.nl
০৬) Asian Development Bank and Government of Japan Scholarship
দেশের নামঃ America
বৃত্তির নামঃ ADB-GoJ Scholarship
বৃত্তির পরিমানঃ Tuition Fee + Monthly Allowance + Plane Fare + Health Benefits + Others
লেভেলঃ মাস্টার্স
বিষয়সমুহঃ ওয়েবসাইট থেকে বিষয়গুলো দেখে নেয়া ভালো। উল্লেখযোগ্য বিষয়সমূহ- Urban and Regional Planning, Natural Resources and Environmental Management, ইত্যাদি।
আবেদন এর কিছু সাধারণ শর্তঃ
ক) উন্নয়নশীল দেশের অধিবাসী হতে হবে
খ) ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী থাকতে হবে
গ) ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
ঘ) IELTS Score 6.5 থাকতে হবে।
আবেদনসীমাঃ আপনি যেকোনো ১ টি বিষয়ে আবেদন করতে পারবেন।
আবেদন সময়সীমাঃ বৃত্তির জন্য আবেদন সময়সীমা ১লা নভেম্বর।
ওয়েবসাইটঃ www.eastwestcenter.org
০৭) Joint Japan/World Bank Graduate Scholarship Program
দেশের নামঃ America, Australia, Hongkong, Thailand etc.
বৃত্তির নামঃ JJ/WBGSP
বৃত্তির পরিমানঃ Tuition Fee + Monthly Allowance + Plane Fare + Health Benefits + Others
লেভেলঃ মাস্টার্স
বিষয়সমুহঃ ওয়েবসাইট থেকে বিষয়গুলো দেখে নেয়া ভালো। উল্লেখযোগ্য বিষয়সমূহ- Urban and Regional Planning, Natural Resources Management, Environmental Management, Urban Management and Development, Urban Development Planning, Tourism, GIS, MIS, Rural Development, Globalization and Development ইত্যাদি।
আবেদন এর কিছু সাধারণ শর্তঃ
ক) World Bank এর তালিকানুসারে উন্নয়নশীল দেশের অধিবাসী হতে হবে
খ) ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী থাকতে হবে
গ) ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
ঘ) সুস্বাস্থ্যের অধিকারী ও চরিত্রবান হতে হবে।
ঙ) কোন মাল্টিন্যাশনাল বা আন্তর্জাতিক সংস্থায় চাকুরীরত হলে হবে না
আবেদনসীমাঃ আপনি যেকোনো ১ টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।
আবেদন সময়সীমাঃ বৃত্তির জন্য আবেদন সময়সীমা ৩১ মার্চ।
ওয়েবসাইটঃ www.worldbank.org
০৮) Australian Awards Scholarship (Former Australian Development Scholarship)
দেশের নামঃ Australia
বৃত্তির নামঃ AAS
বৃত্তির পরিমানঃ Tuition Fee + Monthly Allowance + Plane Fare + Health Benefits + Establishment Cost + Pre English Course Fee + Research Allowance + Others
লেভেলঃ মাস্টার্স
বিষয়সমুহঃ ওয়েবসাইট থেকে বিষয়গুলো দেখে নেয়া ভালো।
আবেদন এর কিছু সাধারণ শর্তঃ
ক) কোর্স শেষ করার পর ২ বছর অস্ট্রেলিয়াতে প্রবেশ করা যাবে না।
খ) যে কোন কোর্সে আবেদন করার পূর্বে সংশ্লিষ্ট কোর্সের Requirement দেখে নিতে হবে
গ) ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে (IELTS/TOEFL)
আবেদন সময়সীমাঃ February 01 – April 30
ওয়েবসাইটঃ www.ausaid.gov.au
০৯) Indian Council for Cultural Relations Scholarship
দেশের নামঃ India
বৃত্তির নামঃ India Scholarship Scheme, Bangladesh Scholarship Scheme, Commonwealth Scholarship Scheme
বৃত্তির পরিমানঃ Tution Fee + Monthly Allowance + Travel Expense + Others
লেভেলঃ মাস্টার্স
বিষয়সমুহঃ ওয়েবসাইট থেকে বিষয়গুলো দেখে নেয়া ভালো। আবেদনপত্র বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে সংগ্রহ করা যাবে।
আবেদন এর কিছু সাধারণ শর্তঃ
ক) যে কোন কোর্সে আবেদন করার পূর্বে সংশ্লিষ্ট কোর্সের Requirement দেখে নিতে হবে
খ) ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে (IELTS/TOEFL)
আবেদনসীমাঃ আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে চয়েস দিতে পারেন। আপনাকে কোথায় দেবে সেটা নির্ভর করে কর্তৃপক্ষের উপর।
আবেদন সময়সীমাঃ বৃত্তির জন্য আবেদন এর বিজ্ঞপ্তি পত্রিকায় দেয়া হয়, সাধারণত মার্চের দিকে সার্কুলার দেয়া হয়।
ওয়েবসাইটঃ www.iccrindia.net or www.hcidhaka.org
Erasmus Mundus Scholarships
• Mundus Urbano
ক) কোর্সের পুরো নামঃ MSc in International Cooperation and Urban Development
খ) অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহঃ
গ) আবেদনের সময়সীমাঃ January 15.
ঘ) কোর্সের সময়কালঃ TU-Darmstadt (Germany), UPMF (France), Tor-Vergata (Italy), UIC (Spain)
ঙ) ওয়েবসাইটঃ www.mundus-urbano.eu
• PLANET Europe
ক) কোর্সের পুরো নামঃ Joint Masters Program on European Spatial Planning, Environmental Policies and Regional Development
খ) অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহঃ Radboud University (Netherlands), Cardiff University (UK), Blekinge Institute of Technology (Sweden)
গ) আবেদনের সময়সীমাঃ December 01
ঘ) কোর্সের সময়কালঃ ২ বছর, 120 ECTS.
ঙ) ওয়েবসাইটঃ www.planet-europe.eu
• MEEES
ক) কোর্সের পুরো নামঃ Masters in Earthquake Engineering and Engineering Seismology
খ) অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহঃ University of Pavia (Italy), University of Grenoble Joseph Fourier (France), University of Patras (Greece) and Others
গ) আবেদনের সময়সীমাঃ February 12
ঘ) কোর্সের সময়কালঃ ১৮ মাস, 90 ECTS
ঙ) ওয়েবসাইটঃ www.meees.org
• JEMES
ক) কোর্সের পুরো নামঃ Joint European Masters Program in Environmental Studies
খ) অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহঃ TUHH (Germany), UAB (Spain), UA (Portugal), AAU (Denmark)
গ) আবেদনের সময়সীমাঃ December 23
ঘ) কোর্সের সময়কালঃ ২ বছর, 120 ECTS.
ঙ) ওয়েবসাইটঃ www.jemes-cis.eu
• GEM
ক) কোর্সের পুরো নামঃ MSc in Geo Infromation Science and Earth Observation for Environmental Modeling and Management
খ) অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহঃ University of Twente/ITC, Lund University, University of Southampton, University of Iceland, University of Warsaw, University of Sydney
গ) আবেদনের সময়সীমাঃ December 31
ঘ) কোর্সের সময়কালঃ ১৮-২২ মাস, 120 ECTS.
ঙ) ওয়েবসাইটঃ www.gem-msc.org
• GeoTech
ক) কোর্সের পুরো নামঃ MSc in Geospatial Technologies
খ) অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহঃ WWU (Germany), UJI (Spain), UNL (Portugal)
গ) আবেদনের সময়সীমাঃ January 15
ঘ) কোর্সের সময়কালঃ 90 ECTS.
ঙ) ওয়েবসাইটঃ www.mastergeotech.info
• STeDe
ক) কোর্সের পুরো নামঃ Masters in Sustainable Terrotorial Development
খ) অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহঃ UNIPD (Italy), KU Leuven (Belgium), Sorbonne (Paris), UCDB (Brazil)
গ) আবেদনের সময়সীমাঃ December 31
ঘ) কোর্সের সময়কালঃ ২ বছর, 120 ECTS.
ঙ) ওয়েবসাইটঃ www.em-stede.eu
সবাই ভালো থাকুন।
ধন্যবাদ।
[পরিকল্পনাবিদ কামনাশীষ হালদার, খুলনা ]
https://www.facebook.com/kamonashish.haldar
মন্তব্য
ভালো হয়েছে।
কানাডায় পড়ালেখা বিষয়ক আরেকটা গ্রুপ আছে ফেইসবুকে।
ধন্যবাদ ভাই। সচলে এটাই আমার প্রথম লেখা। এডিট করার সময় আপনার লিঙ্কটা অ্যাড করে দেবো।
দরকারী লেখা! অন্যান্য বিষয়ে এরকম একটা করে লেখা আসলে সবগুলো মিলিয়ে একটা ইবুক করে ফেলা যেতো!
ধন্যবাদ ভাই। বৃত্তিগুলো অন্য সকল বিষয়ের জন্যও সমানভাবে প্রযোজ্য। Erasmus Mundus এর Action 1 ক্যাটেগরিতে সকল বিষয়ের জন্য কম বেশি বৃত্তি পাওয়া যায়।
ভালো লেখা হয়েছে। কামনাশীষ হালদার কে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের ছেলেমেয়েরা এই স্কলারশীপ সংক্রান্ত বিষয়ে নানা রকম বিভ্রান্তিতে থাকে এবং বিভিন্ন ভূয়া প্রতিষ্ঠান ও লোকের কাছে প্রতারিত হয়ে নিজের স্টুডেন্টশীপ-ক্যারিয়ার-অর্থ সেইসাথে মানসিকভাবে সবদিকেই ক্ষতিগ্রস্থ হয়। সচলায়তনের যারা বাইরে পড়াশুনা করছেন বা যাদের বিভিন্ন দেশের স্কলারশীপ ও স্টাডি সংক্রান্ত অভিজ্ঞতা আছে তাদেরকে অনুরোধ করবো এ বিষয়ে আরো বিস্তারিত ধাপে ধাপে বর্ণনামুলক লেখা দিতে। তাতে বিভ্রান্তি আরো কাটবে।
ধন্যবাদ আপনাকেও। যথার্থই বলেছেন।
নতুন মন্তব্য করুন