হরিনশিশুরা আনমনে খেলেছে সাপেদের ছায়ার সাথে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১০/০৭/২০১৩ - ১১:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটা শহর জেগে উঠে আমার শার্টের কলার চেপে ধরে বলেছিল বিপ্লব চাই অথবা মৃত্যু। তখন আমি স্কুলবয়, ফুলের অসুস্হতা তেমন বুঝতাম না। বাগানভরা প্রজাপতি থোকায় থোকায় ঝুলে থাকত। ন্যাংটা শিশুরা অন্ধ পাখিদের খসে পড়া পালক কানে ঝুলিয়ে বিষণ্ণ বৃষ্টিতে শাওয়ার নিত। শিশুদের দুই হাত দুইদিকে প্রসারন করে মাপা হত মুক্তির পরিধি।

জট ধরা চুলের ওঝারা ঝাড় ফোক দিয়ে নগরীর মেডিসিন ল্যাবগুলো অকেজো করে দিয়েছিল। দিগন্তঘেরা সবুজ বন ছোট হতে হতে হারিয়েছিল তার বিশালতা, বুড়ো গাছগুলো বিবর্ণ হয়ে বস্র্রহীন হয়ে পড়েছিল। তবুও হরিনশিশুরা আনমনে খেলেছে সাপেদের ছায়ার সাথে। চৌধরী কটেজের উঠোন থেকে ভেসে এসেছে বিদ্রোহী কোরাস।

অতঃপর কত উতলা সময় কাটিয়েছি বসন্তের পর বসন্ত। কিন্তু শহরকে আর কখনো জেগে উঠতে দেখিনি, বিপ্লব দেখিনি কিংবদন্তির কণ্ঠে। শুধু ঝাঁকেঝাঁকে মৃত্যু দেখেছি শহর, বাগান, প্রজাপতি আর অন্ধ পাখিদের।

-------------------------------------

মাসুম আহমদ


মন্তব্য

সবজান্তা এর ছবি

চমৎকার!

কবিতাটা দারুণ লাগলো।

শিশুদের দুই হাত দুইদিকে প্রসারন করে মাপা হত মুক্তির পরিধি।

আর কবিতার শিরোনামে চলুক

আপনার আরো কবিতা পড়বার আশায় থাকলাম। আর সম্ভবত সচলে এটা আপনার প্রথম লেখা (তাইতো, নাকি?); তাই স্বাগতম!

মাসুম এর ছবি

লেখাটা আপনার ভাল লাগছে জেনে ভাল লাগলো! স্বাগতম জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ!

সচলে এটা আমার প্রথম লেখা, আরও বেশ কয়েকটা লেখা আছে !

অতিথি লেখক এর ছবি

বাহ!!!

-----------
সুবোধ অবোধ

মাসুম এর ছবি

ধন্যবাদ

উজানগাঁ এর ছবি

সুন্দরম!

আপনার আরো কবিতা পড়তে ইচ্ছুক। নিয়মিত লিখবেন আশা করি।

মাসুম এর ছবি

ধন্যবাদ আপনাকে! জি চেস্টা করবো!

ঈয়াসীন এর ছবি

ভিন্ন স্বাদের। ভাল লাগলো। চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

মাসুম এর ছবি

ধন্যবাদ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কবি কী নিয়ে কবিতা লিখবেন বা কেমন কবিতা লিখবেন সেটা নিয়ে কোন কথা বলা বাতুলতা। তবে কবিতা কেমন লেগেছে সেটা পাঠক জানাতেই পারে। এই পাঠক বলছে যে কবিতাটি তার ভালো লেগেছে। ইদানিংকালে এই কবিতাটির ব্যতিক্রম ছাড়া এই ফর্মে লেখা যা কিছু কবিতা নামধারী পড়েছি তার সবই অখাদ্য। এই কবিতার চিত্রকল্পগুলো সুন্দর।

কিছু বানান ভুল চোখে লাগলো সেগুলো জানালামঃ

হরিন > হরিণ
প্রসারন > প্রসারণ
ঝাড় ফোক > ঝাড়ফুঁক
বস্র্রহীন > বস্ত্রহীন
চৌধরী > চৌধুরী
কিংবদন্তির > কিংবদন্তীর

বাগানভরা প্রজাপতি থোকায় থোকায় ঝুলে থাকত

- প্রজাপতিরা কি থোকায় থোকায় থাকে জোনাক পোকা বা মৌমাছিদের মতো; অথবা তারা কি ঝুলে থাকে মৌমাছিদের মতো?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তারেক অণু এর ছবি
মাসুম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

@তারেক অনু ভাই

মন মাঝি এর ছবি

প্রজাপতিরা কি থোকায় থোকায় থাকে জোনাক পোকা বা মৌমাছিদের মতো; অথবা তারা কি ঝুলে থাকে মৌমাছিদের মতো?

থাকতে পারে বৈকি! কাব্যদেবীর ইস্যুকৃত পোয়েটিক লাইসেন্সের বলে এইটুকু অন্তত নিশ্চয়ই পারে! হাসি

****************************************

মাসুম এর ছবি

কাব্যদেবীর ইস্যুকৃত পোয়েটিক লাইসেন্সের কথাটা মনে ধরছে হাসি @ মন মাঝি

মাসুম এর ছবি

আপনার কমেন্টটা খুব ভাল লাগলো। বানানগুলা ধরিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ!

থোকায় থোকায় আর ঝুলে থাকার ব্যাপারটা পুরাটা অনুর্বর মস্তিস্কের অনুর্বর কল্পনা! তয় একবার এক পার্কের বাগানে কয়েকটা প্রজাপতিকে ঝুলে থাকতে দেখেছিলাম, কাছে গিয়ে দেখলাম প্রজাপতিগুলা মৃত!

@ষষ্ঠ পাণ্ডব

অতিথি লেখক এর ছবি

চলুক
ইসরাত

মাসুম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

রাত-প্রহরী এর ছবি

খুব ভালো।
তবে বানানের ব্যাপারে একটু সতর্ক হলে আরো ভালো লাগতো।

----------------------
কামরুজ্জামান পলাশ

মাসুম এর ছবি

ধন্যবাদ আপনাকে! নেক্সট টাইম বানানের ব‌্যাপারটায় সতর্ক থাকবো

তানিম এহসান এর ছবি

শিরোনাম নিজেই একটা গল্প, মাথার ভেতর ঘুরছেই! কবিতা চমৎকার লাগলো।

যতদূর মনে পড়ে আগেও আপনার লিখা পড়েছি সচলে, নিয়মিত লিখতে থাকুন ভাই। চলুক

মাসুম এর ছবি

তাহলে শিরোনাম নিয়ে একটা গপ লিখে ফেলুন হাসি

সচলে আরও কিছু লেখা আছে, তাই পড়লে পড়তে পারেন!

কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে

অতিথি লেখক এর ছবি

কবিতাটা ভালো লেগেছে। চমৎকার সব চিত্রকল্প। আলাদাভাবে কোট করিছ না, পুরাটাই চমৎকার

স্বয়ম

মাসুম এর ছবি

ধন্যবাদ আপনাকে

অতিথি লেখক এর ছবি

বা: খুব সুন্দর। মুগ্ধতা জানাই।
- একলহমা

মাসুম এর ছবি

ধন্যবাদ আপনাকে

সুমাদ্রী এর ছবি

চলুক ভাল লেগেছে আপনার কবিতা।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

মাসুম এর ছবি

ধন্যবাদ আপনাকে

কী কমু এর ছবি

চিত্রকল্পের ওপর পরিণত দখল দেখে মনে হল আপনার ভেতর কবিতা আছে। বহু অকবিতার ভীড়ে আপনার কবিতা পড়ে ভারী আনন্দ হল। অভিনন্দন।

দয়া করে কলম বন্ধ করবেন না।

মাসুম এর ছবি

কলম বন্ধ হবেনা, কিবোর্ডও না হাসি

ধন্যবাদ আপনাকে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চমৎকার একটি কবিতা পড়লাম। অতীব চমৎকার।
বানানের বিষয়ে তো অনেকেই বলেছেন, একটু খেয়াল রাখবেন

______________________________________
পথই আমার পথের আড়াল

মাসুম এর ছবি

ধন্যবাদ আপনাকে ! বানানের ব্যপারটা খেয়াল রাখার চেস্টা থাকবে!

আয়নামতি এর ছবি

নামেই মাসুম, কাজের বেলায় তো পুরাই কুপা শামসু হাততালি
আপনার আগের একটা লেখা পড়েছিলাম, সাপ পোষা নিয়ে,,,দারুণ ছিল ওটাও।

লিখতে থাকুন হাত পা খুলে দেঁতো হাসি শুভকামনা।

মাসুম এর ছবি

হ্যাঁ আমিই সেই সাপ পালক খাইছে

ধন্যবাদ আপনাকে

দুষ্ট বালিকা এর ছবি

চিত্রকল্প ভালো লেগেছে! হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মাসুম এর ছবি

ধন্যবাদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।