পাজামা ভাসিয়ে ঝোল
মনে পড়ে পাজামা ভাসিয়ে ঝোল, ভাঁজ ধ’রে ক্রমাগত
গড়ানো শিশিরের মতো চলে গেছে, মুমিন সাবধান…
আঃ কি স্বেচ্ছাচারী আমি, হাওয়া আর নিংড়ানো ঝোলে মেখে
যেতে-যেতে ফিরে চাই, লোল ঝোল ফেলে ফেলে
কেন তুমি আলস্যে এলে না কাছে? নিছক সুদূর
হয়ে থাকলে বাঘা তেঁতুল ; কিন্তু কেন? কেন, তা জানো না?
লালা ঝরানোর জন্য? হবেও বা। স্বাধীনতাপ্রিয়
ব’লে কি আস্ফালন? তাই শফি হয়ে আমি ভালো আছি।
তবু মতিঝিলের মিছিলে, হেফাজতির কালো ঠোঁটে
কামার্ত চেহারা দেখে কষ্ট পাই, বুঝে নিতে পারি
জলের অভাবে নয়, কোন টক লালার কান্নায়
তার মর্মছেঁড়া হাঁক; তেঁতুল যেন নারীরই প্রতীক
হায়েনা আমরা, রূপে নয়, বরং স্বভাবে- মনে পড়ে, মনে পড়ে যায়
নারীর স্থান নির্ধারিত, বসে থাক সব ঘরের কোনায়।
---মদন---
--------------------------------------------------------
-শক্তি চট্টোপাধ্যায়ের ষ্টেশন ভাসিয়ে বৃষ্টি অবলম্বনে
“দুঃখিত শক্তি বাবু”
মন্তব্য
জম্পেস হয়েছে।
-------------------
কামরুজ্জামান পলাশ
জবাব নাই
- একলহমা
দারুণ!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হা হা হা হা...
------------------
সুবোধ অবোধ
--------------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!
এই না হইছে একদম পারফেক্ট উত্তরাধুনিক কবিতা
বুঝে নিতে পারি
জলের অভাবে নয়, কোন টক লালার কান্নায়
তার মর্মছেঁড়া হাঁক;
সেরাম
হা হা হা
দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
হা হা তেতুল নিয়ে আপনাদের চুলকানীর শেষ নাই। কই এখন পান্না মাষ্টার যে শতাধিক ছাত্রীরে ইয়ে করল এখন আপনাদের নারীনুভূতি কুতায়?
পান্না মাস্টার শতাধিক ছাত্রীকে "ইয়ে" করায় আপনি এতো আনন্দিত কেন?
নতুন মন্তব্য করুন