অন্ধ হয়েই জন্মেছিলো বিচার; সুদীর্ঘকাল পর সুপথে চলার দায় অর্পিত হলো শক্তিমন্ত এক শাদাছড়ির উপর।
অতঃপর, বিচারের বাণীতে ধর্ষিত হয় পুনঃ অযুত বীরাঙ্গনা-শহীদের ত্যাগ...
--- আনু-আল হক
বাংলাদেশের বিচার ব্যাবস্হা অন্ধ না মোটেও। ক্ষেত্র বিশেষে বরং সে ড্যাব ড্যাবিয়েই চেয়ে থাকে।
মন্তব্য
বাংলাদেশের বিচার ব্যাবস্হা অন্ধ না মোটেও। ক্ষেত্র বিশেষে বরং সে ড্যাব ড্যাবিয়েই চেয়ে থাকে।
নতুন মন্তব্য করুন