আমার পরিচয় আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধের ফসল। রাজাকার এবং তাদের দোসরদের বিচার এবং তার বাস্তবায়ন চাই আমি যে কোন মূল্যে। আমি রাজনীতিবিদ না, মহাজ্ঞানী নিরপেক্ষ সুশীল না, আমি আবেগী এক তরুণ যার কাছে দেশের চেয়ে বড় কিছু নাই। শাহবাগ আন্দোলনের সময় ফিনল্যান্ডে ছিলাম, ইতিহাসের অংশ হতে না পারায় নিজের সামর্থ্য মত টুকটাক ভ্রমণের সময় দেশের পতাকা এবং রাজাকারমুক্ত বাংলাদেশ চাই লেখা টি-শার্ট নিয়ে যাবার চেষ্টা করেছি সামর্থ্য মত, এইটাই আমার নীরব প্রতিবাদ, হয়ত তাতে দেশদ্রোহীদের কিছুই যায় আসবে না, কিন্তু এইটাই আমার পরিচয়, জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত আমি রাজাকারমুক্ত বাংলাদেশ দেখতে চাই।
ফিনল্যান্ডের সবচেয়ে বিখ্যাত ক্রীড়াবিদ পাভো নুর্মির ভাস্কর্যের সামনে
হেলসিংকির অলিম্পিক স্টেডিয়ামের সামনে
এস্তোনিয়ার ইয়াগালাউগা ঝর্নার সামনে
এস্তোনিয়ার ইয়াগালাউগা ঝর্নার উপরে
( অধিকাংশ ছবি আমার নিজের তোলা, মানে ক্যামেরার অটো সেট করে, শুধু হেলসিকিংর ৩ টা ছবি তারেক অণুর তোলা)
পথে পথে আমার এই প্রতিবাদ অব্যাহত থাকবে। আমি জানি বাংলাদেশ আমার সাথে আছে।
মন্তব্য
^:)^
=DX
চমৎকার তানভীর ভাই ! এগিয়ে চলুন সবসময়!
facebook
আপনিই তো “অনু”প্রেরণা... সহযোগিতার জন্য ধন্যবাদ... (তানভীর)
এই জন্যই আমি সবসময় আশাবাদী (দ্রোহী দা যাই বলুক - লুক্টা কিন্তু খুব খ্রাপ !) 'কিছুই হবেনা' তারপরেও আমার প্রতিবাদ আমি করে যাব - কারণ 'হয়' কখনো না কখনো... খুব ভাল লাগল।
আপনার নাম/নিক টা জানা হলনা।
এক দ্রোহীদাই যথেষ্ট সবার মুখের হাসি নিভিয়ে দেওয়া বিটকেল কথা বলতে, লুকটা ভাল হইলেও ফাউল
facebook
সহমত প্রকাশের জন্য ধন্যবাদ ... আমার পরিচয় একজন বাংলাদেশী হিসেবে লেখা তাই নামটা গুরুত্বপূর্ণ ছিল না বলে দেয়া হয় নি... আমার নাম তানভীর...
অসাধারণ! খুব ভাল লাগলো! খুউব! এভাবেই চলুক আমাদের প্রতিবাদ। দেশ সাথে না থাক, সরকার সাথে না থাক, তবু কিছু মানুষের প্রাণে রাজাকার মুক্ত বাংলাদেশের স্বপ্ন বেঁচে থাক।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
সহমত প্রকাশের জন্য ধন্যবাদ . (তানভীর)
^:)^ নত হলাম! জয় হোক আপনার, জয় হোক বাংলার! জয় বাংলা!
চির উন্নত মম শির... সহমত প্রকাশের জন্য ধন্যবাদ...(তানভীর)
দেশের প্রতি ভালোবাসার এই বহিঃপ্রকাশ দেখে খুব ভাল লাগল। অব্যাহত থাকুক আপনার পদযাত্রা।
ধন্যবাদ
সুইডেন, রোম, লাটভিয়া, এস্তোনিয়ার মানুষ বাংলা বোঝে না। আপনার যেহেতু সুযোগ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জনগোষ্ঠীর কাছাকাছি যাওয়ার, তাহলে টিশার্টের লেখাগুলো ইংরেজি করে ফেলতে পারেন। শাহবাগ প্রতিবাদের সময়ই অনেক ভালো ভালো ব্যানার বানিয়েছেন স্যামদা, ইংরেজিতে। সেগুলো ব্যাবহার করতে পারেন। তাহলে প্রতিবাদটা শুধু ছবি ব্লগে না থেকে সত্যিকার অর্থেই সারাবিশ্বের কাছে পৌঁছবে।
______________________________________
পথই আমার পথের আড়াল
(Y)
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
শুধু ইংরেজি নয়, ঐসব দেশের ভাষায়ও লেখা ব্যানার ছিল কিন্তু দেশ গুলোর মানুষ একবারের বেশী তাকায় নি... কিন্তু ভিনদেশী ভাষা এবং পতাকা দেখে বেশীরভাগ পথযাত্রী কাছে এসে জানতে চেয়েছে... সুতরাং এ পন্থাতেই আমার উদ্দেশ্য সফল হচ্ছে দেখে ইংরেজি ব্যানার এ আর হাত দেইনি... সাজেশন্স এর জন্য ধন্যবাদ... আশা করি ভবিষ্যতেও পাবো....(তানভীর)
(Y)
facebook
যৌক্তিক। ইংরেজি হলে ভাল হয়। একপাশে বাংলা আরেকপাশে ইংরেজি
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
ভাইয়া সামনের অভিযান গুলাতে থাকবে… (তানভীর)
^:)^ সহযোদ্ধা তানভীরকে শুভেচ্ছা আর সচলে স্বাগতম।
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
^:)^
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
দারুন ^:)^
নজরুল ভাইয়ের কথাটা মাথায় রাখলে সম্ভবত ভাল হবে, ইংরেজিতে আসুক টি-শার্টের শ্লোগান। আর প্রতিবাদ আন্দোলন চলুক সব জায়গায়।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
এই মন, এই লড়ে যাওয়া, দুস্তর পথে এই সম্বল। অভিনন্দন (Y) (Y)
অজানা বাংলা ভাষার আকর্ষণে দর্শকদের কাছে এসে খোঁজখবর করার ব্যাপারটায় বেশ আনন্দ লাগল।
- একলহমা
হয়ে যায় একদিন। শুধু একটা প্রত্যয়ের আগুন বুকে ধরে রাখতে হয়- হবেই!
এস্তোনিয়ার ইয়াগালাউগা ঝর্না দেখে-তো বিমুগ্ধ! সচলে স্বাগতম, লিখতে থাকুন :-)
লেখার কন্টেন্ট নিঃসন্দেহে ভালো লেগেছে। কিন্তু পরিচয় দিতে এসে নিজের নামটাই যে বললেন না ! যতদিন অতিথি লেখক আছেন, লেখার শেষে নিজের নাম/নিক দিতে ভুলবেন না যেন। সচল পরিবারে নতুন অতিথি কে এলেন আমাদেরও তো জানা চাই। তাইনা ? :)
----------------
স্বপ্ন হোক শক্তি
আমার পরিচয় একজন বাংলাদেশী হিসেবে লেখা তাই নামটা গুরুত্বপূর্ণ ছিল না বলে দেয়া হয় নি... আমার নাম তানভীর...
" ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল
গড়ি তোলে মহাদেশ, সাগর অতল "
যে যেভাবে পারি, এভাবেই প্রতিবাদ জানিয়ে যাই।
আপনার কীর্তির জন্য অভিনন্দন - =DX ^:)^
^:)^ =DX
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
(গুল্লি)
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
(Y)
অসাধারণ! চলুক আপনার, আমাদের, সকলের প্রতিবাদ।
-এস এম নিয়াজ মাওলা
প্রতিবাদ চলুক নিরন্তর, পথে পথে প্রবাসে প্রাঙ্গনে--------
স্বয়ম
^:)^
ইসরাত
তানভীর ভাই এগিয়ে চলেন :)
নতুন মন্তব্য করুন