নীল আকাশ যত দূর দেখা যায়

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ৩১/০৮/২০১৩ - ৮:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

পঞ্জিকার হিসেব মত শরতকাল আসতে আরও তিন হপ্তা বাকি। বাগানে ঘাসের উপর শিশিরকণায় ভোরের আলোর বিচ্ছুরণ কিন্তু জানিয়ে দিচ্ছে কোথাও হিসেবে গোলমাল হচ্ছে, শরতকালটা বুঝি এবার চুপি চুপি বেশ আগেই এসে পড়ছে। আকাশে সাদা ধবধবে মেঘের খেলাও জমেছে বেশ আজকাল। বারান্দায় বসে একদৃষ্টিতে তাকিয়ে দেখি কার্পাস তুলোর মত মেঘের দলের ছুটোছুটি নীল আকাশ জুড়ে।

মা বলে বসল এমনটা বাংলাদেশেও শরতকালে অহরহ দেখা যায়। হতে পারে, আসলে কখনও আকাশপানে এভাবে হৃদয়ের চোখ মেলে তাকিয়ে দেখিনি যতদিন ছিলাম আমার জন্মভূমিতে। পুরনো এ্যালবামে জমে থাকা হাজারো ছবি ঘেঁটেও খুঁজে পেলাম না একটি ছবি যেখানে বাংলাদেশের আকাশটাকে একটু জায়গা করে দেয়া হয়েছে। সবাই যেন এককথায় মাথার চাঁদির উপর আধা মিলিমিটার জায়গার বেশি ছাড়তে রাজি নয়, এনালগ ক্যামেরার যুগে আকাশের কদরটা ছিল বড্ড অবহেলার।

এবারের গ্রীষ্মের ছুটিতে এত হাঁটাহাঁটি করেও হাইকিং সিজনের ইতি টানতে পারছিনা। প্রকৃতির গোলমেলে হিসেবে প্রাক শরত মৌসুমেও বনেবাদারে আর পাহাড়ে পদব্রজ যাত্রা উপভোগ করছি বেশ। ঘরের জানালা দিয়ে দেখছি যাকে, মন চাইলেই ছুটে যাচ্ছি পাহাড়ের চূড়ায় আরেকটু কাছে থেকে দেখতে সেই সাদা পুঞ্জিভুত মেঘের সারি।

খুব বেশি কিছু বলার নেই, নীল আকাশের অসীমতা শুধু অনুভব করা যায়, ভাষায় বর্ণনা করতে পারবো না। পাঠককে অবশ্য আমন্ত্রণ জানাবো জানালা খুলে দিয়ে আকাশের পানে দুচোখ মেলে তাকিয়ে কিছু সময় স্থির হয়ে থাকতে। আবহসঙ্গীতে ইতালিয়ান কম্পোসার Ludvico Einaudi এর মিউজিক থাকলে মন্দ হবেনা। ট্রাকের নাম Nuvole Bianche, বাংলা তর্জমা করলে হবে ‘সাদা মেঘ’।

Ludovico Einaudi - Nuvole Bianche.mp3

স্কুলের সহপাঠীদের অনেকেই ছিল সেনা পরিবারের সন্তান। ছা-পোষা পরিবারের সন্তান আমরা ভরদুপুরে যখন ঘুড়ি উড়াতাম ছাদে ওরা স্বপ্ন দেখত জয় করবে একদিন আকাশটাকে নিয়ে কোনও ফাইটার প্লেন। আকাশটা আমি ছুঁয়ে দেখেনি, জানি পারব না কোনদিন। ঘুড়ি উড়ানো এক স্কুলবন্ধু কিন্তু পেরেছিল, আকাশটা সে ছুঁয়ে দেখেছিল কিন্তু সেই গল্প কাউকে বলার সুযোগ সে পায়নি।

.........জিপসি

ফাইল: 

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it, or maybe it did not initialize correctly.


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ছোটবেলা থেকেই মেঘের প্রতি আমার আলাদা আকর্ষণ।

ভাল লাগল ছবিগুলো দেখে।

রাসিক রেজা নাহিয়েন

অতিথি লেখক এর ছবি

মাথার উপর মেঘ তো বরাবরই ছিল, ‘দেখা’ হয়নি কোনদিন...... দেখতে শিখেছি সচলায়তনে ঘোরাঘুরি করতে গিয়ে। অনেক সামান্য বিষয়ও অবলোকন করার চোখ খুলছে আজকাল।

.......জিপসি

অতিথি লেখক এর ছবি

ছোটবেলা থেকেই মেঘের প্রতি আমার আলাদা আকর্ষণ।

ভাল লাগল ছবিগুলো দেখে।

রাসিক রেজা নাহিয়েন

মন মাঝি এর ছবি

অপূর্ব!

****************************************

অতিথি লেখক এর ছবি

তাই নাকি? হাসি

.......জিপসি

মন মাঝি এর ছবি

হ্যাঁ, আমি প্রকৃতি ভালবাসি। তাই হৃদয়ে প্রকৃতিকে ধারণ করে রেখেছি। হাসি

****************************************

সুবোধ অবোধ এর ছবি

হাততালি

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

.......জিপসি

অতিথি লেখক এর ছবি

খুব ভালো.... চলুক

-আরাফ করিম

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

.........জিপসি

কড়িকাঠুরে  এর ছবি

চার নাম্বারটাতে লালফুলগুলো ক্যাটক্যাটে লাগছে না? চিন্তিত

"আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি
তার নীল দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারী
তার কাঁচ দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারী..."

অতিথি লেখক এর ছবি

জানালা দিয়ে তোলা ছবি, শৌখিন ফটোগ্রাফারের আনাড়ি হাতের শট! রংগুলি হয় ক্যাটক্যাটে নয় ম্যাটম্যাটে হয়ে যায় মাঝেমাঝে মন খারাপ

.....জিপসি

বেচারাথেরিয়াম এর ছবি

ফ্ল্যাশ মারছিলেন নাকি?

অতিথি লেখক এর ছবি

চিন্তিত

.........জিপসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আশ্চর্য মেঘদল!
ভালো লাগলো।
প্রথম ছবিটা একটু ছোট করে দিন। নীড়পাতা ভচকে গেছে একেবারে

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

পোস্ট এডিট করার ক্ষমতা আমার নেই, মডুরা কই? আমার এক ছবিতে প্রিয় সচলায়তনের নীড়পাতা ভচকে গেছে দেখে কষ্ট পাচ্ছি!

.....জিপসি

অতিথি লেখক এর ছবি

আমাদের রঙিলা মডুবাহিনীকে ধন্যবাদ, ছবির আকার ঠিক করে দিয়ে নীড়পাতার ভচকানি সারিয়ে দেওয়ার জন্য। হাততালি
- একলহমা

অতিথি লেখক এর ছবি

মডু দ্যা গ্রেট হাততালি

……জিপসি

অতিথি লেখক এর ছবি

কি সুন্দর, আপনার লেখা পড়লে এই একটা কথাই বলতে হয় হাততালি
ইসরাত

অতিথি লেখক এর ছবি

লেখা -গুড়- হয়েছে

.....জিপসি

অতিথি লেখক এর ছবি

"কখনও আকাশপানে এভাবে হৃদয়ের চোখ মেলে তাকিয়ে দেখিনি যতদিন ছিলাম আমার জন্মভূমিতে।"
- এক্কেবারে ঠিক কথা।
কাশফুলের ছবিটা সবচে' বেশী ভাল লেগেছে। চলুক
- একলহমা

অতিথি লেখক এর ছবি

আসলেই কি কাশফুল? জানিনা। সমুদ্রপৃষ্ট থেকে ১৩০০ মিটার উচ্চতায় হাঁটার সময় এই ফুলগুলি দেখে আমারও বাংলাদেশের নদীর ধারের শরতের কাশফুলের কথা মনে পড়ে গিয়েছিল।

.........জিপসি

অতিথি লেখক এর ছবি

অবশ্যই না।
এগুলিকে আমাদের এখানে (উত্তর আম্রিকায়) সাধারণ ভাবে বলা হয় অর্ণামেন্টাল গ্রাস। অন্তরঙ্গ পরিচিতিতে আরো সুনির্দিষ্ট নাম-ও পাওয়া যাবে বৈকি। শৈশবের কাশফুলের ভাসা-ভাসা সাদৃশ্যে আমি তারে ডাকি কাশ-ফুল বলে - পুরাই মেন্টাল কেইস আর কি!
- একলহমা

বন্দনা এর ছবি

হুম জানালা দিয়ে টুকরো টুকরো আকাশটাকে না দেখলে কেমন দম-বন্ধ লাগে। অফিসের কিউবিকল থেকে আকাশ দেখা যায়না বলে কিউবিকল পরিবর্তন করলাম গতবছর। এখন অফিস এর জানালা দিয়ে মেঘ বিষ্টি সবি দেখতে পারি।কয়েক্টা ছবি দারুণ।

অতিথি লেখক এর ছবি

অফিসের কিউবিকল থেকে আকাশ দেখা যায়না বলে কিউবিকল পরিবর্তন করলাম গতবছর।

চলুক চলুক

...... জিপসি

কৌস্তুভ এর ছবি

এগুলো কোন জায়গার ছবি?

অতিথি লেখক এর ছবি

আকাশটাকে কোনও রাষ্ট্রের সীমারেখার মাঝে বেঁধে রাখতে চাইনি, তাই ব্যাপারটাকে উহ্য রেখেছি।
ছবির প্রকৃতি উত্তর ইতালির প্রাক-আল্পস অঞ্চলের।

.........জিপসি

অতিথি লেখক এর ছবি

আপনার ফাটাফাটি জায়গায় যান আর ফাটাফাটি ছবি তুলেন আর আমরা নাদান বাচ্চারা ফাটাফাটি দীর্ঘশ্বাস ছাড়ি।

-নিয়াজ

অতিথি লেখক এর ছবি

এক যুগ ধরে জন্মভূমিতে ফিরতে না পেরে আমিও ফাটাফাটি দীর্ঘশ্বাস ফেলি প্রতিনিয়ত। মন খারাপ

……জিপসি

তামান্না ঝুমু এর ছবি

ছবিগুলো চমৎকার। আকাশ আর মেঘ, ভিন্ন ভিন্ন সময়ে এদের ভিন্ন ভিন্ন রূপ। ভিন্ন রকমের ভালোলাগা।

অতিথি লেখক এর ছবি

সারাদিন চলে মেঘের লাইভ এনিমেশন.... স্থির হয়ে বসে থাকি আমি

.....জিপসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাততালি দেঁতো হাসি হাসি ইয়ে, মানে... মন খারাপ ওঁয়া ওঁয়া

অতিথি লেখক এর ছবি

চিন্তিত

.....জিপসি

স্যাম এর ছবি

মেঘের মাঝে এখনো মানুষ, খরগোশ, হরিণ দেখি --- ছোটবেলায় আরো বেশি দেখতাম!

অতিথি লেখক এর ছবি

আমার বড় মামা মেঘের মাঝে লটারির নাম্বার খুঁজে পায়..... জিততে অবস্য দেখেনি কোনদিন!!!! চোখ টিপি

.....জিপসি

নীড় সন্ধানী এর ছবি

ইতালী দেশের শরতকালও দেখি বাংলাদেশের মতো হাসি
চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অতিথি লেখক এর ছবি

কোলাকুলি

.....জিপসি

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ বস!

.....জিপসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

আহা, কী সুন্দর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।