পঞ্জিকার হিসেব মত শরতকাল আসতে আরও তিন হপ্তা বাকি। বাগানে ঘাসের উপর শিশিরকণায় ভোরের আলোর বিচ্ছুরণ কিন্তু জানিয়ে দিচ্ছে কোথাও হিসেবে গোলমাল হচ্ছে, শরতকালটা বুঝি এবার চুপি চুপি বেশ আগেই এসে পড়ছে। আকাশে সাদা ধবধবে মেঘের খেলাও জমেছে বেশ আজকাল। বারান্দায় বসে একদৃষ্টিতে তাকিয়ে দেখি কার্পাস তুলোর মত মেঘের দলের ছুটোছুটি নীল আকাশ জুড়ে।
মা বলে বসল এমনটা বাংলাদেশেও শরতকালে অহরহ দেখা যায়। হতে পারে, আসলে কখনও আকাশপানে এভাবে হৃদয়ের চোখ মেলে তাকিয়ে দেখিনি যতদিন ছিলাম আমার জন্মভূমিতে। পুরনো এ্যালবামে জমে থাকা হাজারো ছবি ঘেঁটেও খুঁজে পেলাম না একটি ছবি যেখানে বাংলাদেশের আকাশটাকে একটু জায়গা করে দেয়া হয়েছে। সবাই যেন এককথায় মাথার চাঁদির উপর আধা মিলিমিটার জায়গার বেশি ছাড়তে রাজি নয়, এনালগ ক্যামেরার যুগে আকাশের কদরটা ছিল বড্ড অবহেলার।
এবারের গ্রীষ্মের ছুটিতে এত হাঁটাহাঁটি করেও হাইকিং সিজনের ইতি টানতে পারছিনা। প্রকৃতির গোলমেলে হিসেবে প্রাক শরত মৌসুমেও বনেবাদারে আর পাহাড়ে পদব্রজ যাত্রা উপভোগ করছি বেশ। ঘরের জানালা দিয়ে দেখছি যাকে, মন চাইলেই ছুটে যাচ্ছি পাহাড়ের চূড়ায় আরেকটু কাছে থেকে দেখতে সেই সাদা পুঞ্জিভুত মেঘের সারি।
খুব বেশি কিছু বলার নেই, নীল আকাশের অসীমতা শুধু অনুভব করা যায়, ভাষায় বর্ণনা করতে পারবো না। পাঠককে অবশ্য আমন্ত্রণ জানাবো জানালা খুলে দিয়ে আকাশের পানে দুচোখ মেলে তাকিয়ে কিছু সময় স্থির হয়ে থাকতে। আবহসঙ্গীতে ইতালিয়ান কম্পোসার Ludvico Einaudi এর মিউজিক থাকলে মন্দ হবেনা। ট্রাকের নাম Nuvole Bianche, বাংলা তর্জমা করলে হবে ‘সাদা মেঘ’।
Ludovico Einaudi - Nuvole Bianche.mp3
স্কুলের সহপাঠীদের অনেকেই ছিল সেনা পরিবারের সন্তান। ছা-পোষা পরিবারের সন্তান আমরা ভরদুপুরে যখন ঘুড়ি উড়াতাম ছাদে ওরা স্বপ্ন দেখত জয় করবে একদিন আকাশটাকে নিয়ে কোনও ফাইটার প্লেন। আকাশটা আমি ছুঁয়ে দেখেনি, জানি পারব না কোনদিন। ঘুড়ি উড়ানো এক স্কুলবন্ধু কিন্তু পেরেছিল, আকাশটা সে ছুঁয়ে দেখেছিল কিন্তু সেই গল্প কাউকে বলার সুযোগ সে পায়নি।
.........জিপসি
মন্তব্য
ছোটবেলা থেকেই মেঘের প্রতি আমার আলাদা আকর্ষণ।
ভাল লাগল ছবিগুলো দেখে।
রাসিক রেজা নাহিয়েন
মাথার উপর মেঘ তো বরাবরই ছিল, ‘দেখা’ হয়নি কোনদিন...... দেখতে শিখেছি সচলায়তনে ঘোরাঘুরি করতে গিয়ে। অনেক সামান্য বিষয়ও অবলোকন করার চোখ খুলছে আজকাল।
.......জিপসি
ছোটবেলা থেকেই মেঘের প্রতি আমার আলাদা আকর্ষণ।
ভাল লাগল ছবিগুলো দেখে।
রাসিক রেজা নাহিয়েন
অপূর্ব!
****************************************
তাই নাকি?
.......জিপসি
হ্যাঁ, আমি প্রকৃতি ভালবাসি। তাই হৃদয়ে প্রকৃতিকে ধারণ করে রেখেছি।
****************************************
.......জিপসি
খুব ভালো....
-আরাফ করিম
.........জিপসি
চার নাম্বারটাতে লালফুলগুলো ক্যাটক্যাটে লাগছে না?
"আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি
তার নীল দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারী
তার কাঁচ দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারী..."
জানালা দিয়ে তোলা ছবি, শৌখিন ফটোগ্রাফারের আনাড়ি হাতের শট! রংগুলি হয় ক্যাটক্যাটে নয় ম্যাটম্যাটে হয়ে যায় মাঝেমাঝে
.....জিপসি
ফ্ল্যাশ মারছিলেন নাকি?
.........জিপসি
আশ্চর্য মেঘদল!
ভালো লাগলো।
প্রথম ছবিটা একটু ছোট করে দিন। নীড়পাতা ভচকে গেছে একেবারে
______________________________________
পথই আমার পথের আড়াল
পোস্ট এডিট করার ক্ষমতা আমার নেই, মডুরা কই? আমার এক ছবিতে প্রিয় সচলায়তনের নীড়পাতা ভচকে গেছে দেখে কষ্ট পাচ্ছি!
.....জিপসি
আমাদের রঙিলা মডুবাহিনীকে ধন্যবাদ, ছবির আকার ঠিক করে দিয়ে নীড়পাতার ভচকানি সারিয়ে দেওয়ার জন্য।
- একলহমা
মডু দ্যা গ্রেট
……জিপসি
কি সুন্দর, আপনার লেখা পড়লে এই একটা কথাই বলতে হয়
ইসরাত
.....জিপসি
"কখনও আকাশপানে এভাবে হৃদয়ের চোখ মেলে তাকিয়ে দেখিনি যতদিন ছিলাম আমার জন্মভূমিতে।"
- এক্কেবারে ঠিক কথা।
কাশফুলের ছবিটা সবচে' বেশী ভাল লেগেছে।
- একলহমা
আসলেই কি কাশফুল? জানিনা। সমুদ্রপৃষ্ট থেকে ১৩০০ মিটার উচ্চতায় হাঁটার সময় এই ফুলগুলি দেখে আমারও বাংলাদেশের নদীর ধারের শরতের কাশফুলের কথা মনে পড়ে গিয়েছিল।
.........জিপসি
অবশ্যই না।
এগুলিকে আমাদের এখানে (উত্তর আম্রিকায়) সাধারণ ভাবে বলা হয় অর্ণামেন্টাল গ্রাস। অন্তরঙ্গ পরিচিতিতে আরো সুনির্দিষ্ট নাম-ও পাওয়া যাবে বৈকি। শৈশবের কাশফুলের ভাসা-ভাসা সাদৃশ্যে আমি তারে ডাকি কাশ-ফুল বলে - পুরাই মেন্টাল কেইস আর কি!
- একলহমা
হুম জানালা দিয়ে টুকরো টুকরো আকাশটাকে না দেখলে কেমন দম-বন্ধ লাগে। অফিসের কিউবিকল থেকে আকাশ দেখা যায়না বলে কিউবিকল পরিবর্তন করলাম গতবছর। এখন অফিস এর জানালা দিয়ে মেঘ বিষ্টি সবি দেখতে পারি।কয়েক্টা ছবি দারুণ।
...... জিপসি
এগুলো কোন জায়গার ছবি?
আকাশটাকে কোনও রাষ্ট্রের সীমারেখার মাঝে বেঁধে রাখতে চাইনি, তাই ব্যাপারটাকে উহ্য রেখেছি।
ছবির প্রকৃতি উত্তর ইতালির প্রাক-আল্পস অঞ্চলের।
.........জিপসি
আপনার ফাটাফাটি জায়গায় যান আর ফাটাফাটি ছবি তুলেন আর আমরা নাদান বাচ্চারা ফাটাফাটি দীর্ঘশ্বাস ছাড়ি।
-নিয়াজ
এক যুগ ধরে জন্মভূমিতে ফিরতে না পেরে আমিও ফাটাফাটি দীর্ঘশ্বাস ফেলি প্রতিনিয়ত।
……জিপসি
ছবিগুলো চমৎকার। আকাশ আর মেঘ, ভিন্ন ভিন্ন সময়ে এদের ভিন্ন ভিন্ন রূপ। ভিন্ন রকমের ভালোলাগা।
সারাদিন চলে মেঘের লাইভ এনিমেশন.... স্থির হয়ে বসে থাকি আমি
.....জিপসি
.....জিপসি
মেঘের মাঝে এখনো মানুষ, খরগোশ, হরিণ দেখি --- ছোটবেলায় আরো বেশি দেখতাম!
আমার বড় মামা মেঘের মাঝে লটারির নাম্বার খুঁজে পায়..... জিততে অবস্য দেখেনি কোনদিন!!!!
.....জিপসি
ইতালী দেশের শরতকালও দেখি বাংলাদেশের মতো
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
.....জিপসি
facebook
ধন্যবাদ বস!
.....জিপসি
আহা, কী সুন্দর !
নতুন মন্তব্য করুন