রাধাকৃষ্ণের নৌকাবিলাসে
জলের চোখের জলে
ভেসে যায় ঘর-ফেরা পাখিদের মিছিল।
আকাশের নিশ্চুপ মুখমণ্ডল দ্যাখে
সুহাসিনী সন্ধ্যারাত মিটিমিটি হাসে
এবং আমাকে বলে দ্যাখো দ্যাখো
মাটি ও মানুষের প্রেম দ্যাখো।
তোমাকে একবার বলেছিলাম
তুমি আমাকে দ্যাখাও -
পাথর আর আগুনের সঙ্গম
কুয়াশা জন্ম নেয়ার ঝাপসা দৃশ্য
এবং শরীরের অচেনা গতিপথ।
সুহাসিনী সন্ধ্যারাত আমায়
মাটি ও মানুষের প্রেম দ্যাখায়,
অথবা আমি তোমার চোখে দেখি
পাথর আর আগুনের সঙ্গম।
------------------------------
মাসুম আহমদ
মন্তব্য
"তুমি আমাকে দ্যাখাও -
পাথর আর আগুনের সঙ্গম
কুয়াশা জন্ম নেয়ার ঝাপসা দৃশ্য
এবং শরীরের অচেনা গতিপথ।"
- বা:
- একলহমা
ধন্যবাদ
কবিতাটা পড়তে বেশ ভাল লাগল।
alamgir_promity
ধন্যবাদ
বেশ লাগল।
রাসিক রেজা নাহিয়েন
ধন্যবাদ
'আকাশের নিশ্চুপ মুখমণ্ডল দ্যাখে
সুহাসিনী সন্ধ্যারাত মিটিমিটি হাসে
এবং আমাকে বলে দ্যাখো দ্যাখো
মাটি ও মানুষের প্রেম দ্যাখো।'
অপূর্ব
আফরিন আহমেদ
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ
নতুন মন্তব্য করুন