হারানোর গল্প

মাসুদ সজীব এর ছবি
লিখেছেন মাসুদ সজীব (তারিখ: রবি, ২২/০৯/২০১৩ - ৯:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমাকে খুঁজতে গিয়ে সেই কবে
নিজেকে হারিয়ে ফেলেছি
বুনো শালিকের কাফেলায়,
অথচ পঙ্খি সুমারিতে আমি এক
নতজানু কাকতাড়ুয়া
ধ্যানমগ্ন ধানের সবুজ পাতায় পড়ে থাকি
শিশিরের জলপাট্টি হয়ে।

তোমাকে খুঁজতে গিয়ে সেই কবে
নিজেকে হারিয়ে ফেলেছি
সময়ের এক অচেনা স্রোতধারায়
অথচ বেঁচে থাকার তাড়নায়
স্রোতহীন এক সাগরে ভেসে যাচ্ছি
উদ্দেশ্যহীন বেদনায়।


মন্তব্য

অনিকেত এর ছবি

বাহ---

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- অনিকেত দা সচলে এটা আমার প্রথম লেখা,তাই অনুভূতিটা অন্যমাত্রার।তার উপর আপনার ছোট্ট একটি কমেন্ট অনেক বড় পাওয়া।

মাসুদ সজীব

অতিথি লেখক এর ছবি

চলুক

গান্ধর্বী

এক লহমা এর ছবি

কবিতা চমৎকার লেগেছে, মাসুদ-ভাই।
বানান নিয়ে একটি পরিচিত সমস্যা - চন্দ্রবিন্দুর বাদ পড়ে যাওয়া বা বেজায়গায় হাজির হয়ে যাওয়া। এ ব্যাপারে আর একটু নজর দিলে ভালো লাগবে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

অনিকেত দা ধন্যবাদ।সচলে আমার এটা প্রথম লেখা,আর আপনি প্রথম কমেন্ট করলেন।দুটোই ভীষন আনন্দদায়ক।ভালোথাকবেন

মাসুদ সজীব

তানিম এহসান এর ছবি

আশা করছি আপনার আরও কবিতা পড়তে পারবো হাসি

অতিথি লেখক এর ছবি

চন্দ্রবিন্দু বাদ যাওয়াটা আসলে অসেচতনতা,ভবিষতে অবশ্যই এমন ভুল থেকে বিরত থাকার চেষ্টা থাকবে। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-এক লহমা ভাই
হাসি তানিম এহসান

মাসুদ সজীব

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাততালি
প্রথম পোস্টের অভিনন্দন,
ভাবলাম সুবিশাল ভাবগাম্ভীর্যপূর্ন প্রবন্ধ দিয়ে শুরু করবেন... তার বদলে কবিতা, চমৎকার হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ঈয়াসীন এর ছবি

চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

অতিথি লেখক এর ছবি

ভাবগাম্ভীর্যপূর্ন প্রবন্ধ খাইছে ,ভাব এখনো গম্ভীর হতে পারেনি আমার ভিতরে তাই পূর্ণ হয়ে প্রকাশিত হতে পারার সময় এখনো আসেনি। গড়াগড়ি দিয়া হাসি
কবিতা দিয়ে শুরু করলাম,পড়ার জন্যে ধন্যবাদ।

মাসুদ সজীব

ব্রুনো এর ছবি

চমৎকার লাগলো। চলুক

____________________________________________________________________________________
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

সন্দেশ এর ছবি

প্রথম পাতায় একজন লেখকের একটির বেশী লেখা প্রকাশিত হয় না। অনুগ্রহ করে, প্রথম পাতা থেকে এ লেখাটি সরে গেলে আবার লেখা সাবমিট করুন। জমা দেয়া লেখা গুলো আপাতত মডারেশন কিউ থেকে মুছে ফেলা হলো।

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি ইয়াসীন ভাই এবং ব্রুনো।
আমি এই নিয়ম ঠিক জানতাম না,তাই দুইটা লেখা জমা দিয়ে ফেলেছিলাম,ধন্যবাদ নিয়মটা বলে দেওয়ার জন্যে।
মাসুদ সজীব

স্পর্শ এর ছবি

কবিতাটা ভালো লাগলো। উত্তম জাঝা!


ইচ্ছার আগুনে জ্বলছি...

শাহীন হাসান এর ছবি

ভাল লাগলো।
ধ্যানমগ্ন ধানের সবুজ পাতায় পরে* থাকি (পড়ে?
শিশিরের জলপাট্টি হয়ে।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি
প্রথম লিখাতো অসাবধনতা একটু বেশি ছিলো,কাটিয়ে উঠার চেষ্টা থাকবে।
মাসুদ সজীব

এস এম নিয়াজ মাওলা  এর ছবি

প্রথম লেখার জন্য অভিনন্দন--

--নিয়াজ

এস এম নিয়াজ মাওলা  এর ছবি

প্রথম কবিতার জন্য অভিনন্দন--

-নিয়াজ

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- নিয়াজ ভাই হাসি

মাসুদ সজীব

sadatkamal এর ছবি

দারুন।।।
দারুন লিখেছেন মাসুদ সজীব ভাই।
ইতি,
- (সাদাত কামাল।)

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- সাদাত ভাই। কিন্তু ইতি দেখে মনে হলে প্রেম পত্র কিনা গড়াগড়ি দিয়া হাসি

মাসুদ সজীব

আয়নামতি এর ছবি

'ইতি' কী কেবল প্রেমপত্রেই থাকে নাকি হে।
আপনি কবিতা লিখেন তা তো জানা ছিল না!

মাসুদ সজীব এর ছবি

প্রেমপূর্ণ হৃদয় তো ইতি দেখলে প্রেমপত্র মনে হয় চোখ টিপি
সব বাঙালিতো কম বেশি কবি সেই সূত্রে দইু-চারখানা লিখেছিলাম আর কি দেঁতো হাসি

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।