চলতি পথে পাওয়া-১,২,৩

সুবোধ অবোধ এর ছবি
লিখেছেন সুবোধ অবোধ (তারিখ: শুক্র, ০৪/১০/২০১৩ - ৯:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

মূল রাস্তা ধরে চলছিল গাড়ি বেশ। কথা নেই বার্তা নেই হুট করে ড্রাইভার গাড়ি নামিয়ে দিল বাইপাস রোডে। “কর কি কর কি?” বলে বাস জুড়ে শুরু হয়ে গেল হাউকাউ! ড্রাইভার বলে-“মেইন রোডে গন্ডগোল মামা, তাই সাইড কাটছি!”
কোথা থেকে বাসে উঠেছিল এক পাগল কিছিমের লোক। হাউকাউ থেমে গেলে সে বলে কি না-“ গন্ডগোল হোক আর যাই হোক, পথে থাকতি হয়। একবার বিপথে নামলি পথে ওঠা খুব কঠিন!”

২.

মাঠের পাশের রাস্তা ধরে যাওয়ার পথে হঠাৎ শুরু হল ধুন্দুমার ধুলি ঝড়। পাশে থাকা থাকা আতাহার বলল-“দ্যাখ্‌ দ্যাখ্‌ ,বাউকুড়ানি*!!”
আমি বলি- “উহু, কেবলই পরাজিত মানুষের মন।”

৩.

-দূরবীনে চোখ রাখলে ওপাশটাকে মনে হয় স্বপ্নদৃশ্য!
-কেন?!!
-এত কাছে সব,তবু ধরতে গেলেই হাওয়া!!

*খুব ছোট আকৃতির ঘূর্ণি ঝড়ের মত। শুকনো লতাপাতা,ধুলো মিলিয়ে ছোট আকৃতির ঘূর্ণির মত তৈরি হয়। আঞ্চলিক নাম বাউকুড়ানি।

*************
সুবোধ অবোধ


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

পাগল কিছিমের লোকটার কথাটা খুব মনে ধরেছে!

গান্ধর্বী

সুবোধ অবোধ এর ছবি

আইচ্ছা,নেক্সট টাইম কল্পনায় সে আবার আসলে তাকে আপনার 'মনে ধরার' কথা জানাব!!
খাইছে

গান্ধর্বী এর ছবি

জানাবেন কিন্তু খাইছে

তানিম এহসান এর ছবি

গন্ডগোল হোক আর যাই হোক, পথে থাকতি হয়। একবার বিপথে নামলি পথে ওঠা খুব কঠিন!” পাগল কিসিমের মানুষগুলাই সবচাইতে সহজ করে সত্য কথাগুলো বলে।

আমি বলি- “উহু, কেবলই পরাজিত মানুষের মন।” চলুক

সুবোধ অবোধ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি
এই জন্যই তো পাগল টাইনা আনছি!!! খাইছে

তানিম এহসান এর ছবি

টেনে আনলে বিষয়টা একদম ভিন্নরকম হয়ে গেল। সেক্ষেত্রে পরের লেখায় ক্যাটাগরি আরও নির্দিষ্ট করে দিন যাতে সব পাঠকের জন্য বুঝতে সহজ হয়। সচলে পাঠকের মন্তব্যের ঘরে সমালোচনা’র পরিমাণ কমে গেছে আগের চাইতে, কিন্তু প্রতিটি সমালোচনা নিশ্চিতভাবে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। প্রাচীন ব্লগারদের মন্তব্য কিন্তু সবসময় পাওয়া যায় না। আপনার কোন লেখা পছন্দ হলে কিন্তু এই কল্যাণ এবং সাফি ভাই দেখবেন আপনাকে খুব উৎসাহ দিয়ে যাবে। সচলে এই বিষয়গুলো একদম আলাদা।

লেখা চলুক। হাসি

সুবোধ অবোধ এর ছবি

ঠিক বলেছেন। এই লেখার ক্যাটাগরি ঠিক করতে গিয়ে আসলেই অনেক কনফিউজড ছিলাম। অনেকক্ষণ চিন্তাভাবনা করে শেষমেষ 'চিন্তাভাবনা' দিয়ে দিয়েছিলাম! খাইছে
প্রথমটাকে তাও অণু গল্পের ক্যাটাগরিতে ফেলা যায়,বাকি দুইটা তো তাও না!
কল্যাণ ভাই এবং সাফি ভাই এর মন্তব্যে মাইন্ড করার তো প্রশ্নই আসে না বরং মজা পেয়েছিলাম। সত্যি কথা বলতে একবার তো নিজেকে 'আতেল' মনে হচ্ছিল যে কী এমন কইলাম রে ভাই যে উনারা বুঝতেছে না!! তারপরও নিচে আরেকটা মন্তব্যে ২ নং টার ব্যাখ্যা দিয়েছি। বাকি দুইটাতে ব্যাখ্যা দেয়ার কিছু আছে বলে তো মনে হয় না। খুব সাধারণ ভাবে চিন্তা করলেই মনে হয় অর্থ ক্লিয়ার হয়ে যায়।
সচলের লেখকরা সবাই আমার কাছে অনেক বেশি শ্রদ্ধার আসনে বসানো এবং সচলে এসে বিভিন্নজনের লেখা ও কমেন্ট দেখে নিজে যে কতটা কুয়ার ব্যাঙ এবং ব্যাকডেটেড সেটা বুঝতে পেরেছি। তাই উনাদের গঠনমূলক সমালোচনা সবসময় সাদরে গ্রহণ করি,করব।

এক লহমা এর ছবি

চলুক
"-এত কাছে সব,তবু ধরতে গেলেই হাওয়া!!"
- এই দূরবীন প্রতিমুহুর্তে আরো লম্বা হচ্ছে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সুবোধ অবোধ এর ছবি

হুম...
মন খারাপ

অতিথি লেখক এর ছবি

আপনি মিয়া ধুরন্ধর, পাগলের নাম দিয়া উচিত কথা/কাজ থেকে সরে না আসার একখান সত্যবাণী দিয়া গেলেন। গুল্লি
ছোট কিন্তু সবগুলো গল্পই বক্তব্য প্রধান। ভালোলেগেছে ভাই কোলাকুলি

মাসুদ সজীব

সুবোধ অবোধ এর ছবি

আমি হইলাম সুবোধ,আর আপনে কন ধুরন্ধর!! খাইছে
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

কল্যাণ এর ছবি

কিচ্ছু বুঝতে পারলাম না চিন্তিত

_______________
আমার নামের মধ্যে ১৩

সাফি এর ছবি

আম্মোনা। বুঝার ভান করমু কিনা সেইটা পর্যন্ত কিলিয়ার না।

সুবোধ অবোধ এর ছবি

(দেয়ালে মাথা ঠুকার ইমো)

কল্যাণ এর ছবি

বাচাইলা সাফি, খুব টেনশনে ছিলাম।

_______________
আমার নামের মধ্যে ১৩

সুবোধ অবোধ এর ছবি

বেশি কঠিন কিছু কইলাম নি?? চিন্তিত

কল্যাণ এর ছবি

বেশি কঠিন হইলে কইতাম মাথার উপ্রে দিয়া গ্যাছে। তয় এইটা যে উপ্রে না সাইডে না নিচে মানে কোন্দিকদিয়া যে গেলো সেইটাও এহন্তরি ধর্তারি নাই ইয়ে, মানে... মন খারাপ ওঁয়া ওঁয়া

_______________
আমার নামের মধ্যে ১৩

সুবোধ অবোধ এর ছবি

উফ্রে, নিচে, ডাইনে, বায়ে জাল ফিট করেন। যাইবো কুনহানদিয়া?!!

কল্যাণ এর ছবি

এইবার তাইলে কাইটা পড়ি।

_______________
আমার নামের মধ্যে ১৩

সুবোধ অবোধ এর ছবি

ম্যাঁও

 মেঘলা মানুষ এর ছবি

জীবনে কত বাস দেখলাম, এমনভাবে পথছাড়া হয়েছে যে আর কোন দিনই পথে ফিরতে পারেনি।

সুবোধ অবোধ এর ছবি

হুম।

তারানা_শব্দ এর ছবি

দারুণ!

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

সুবোধ অবোধ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

আয়নামতি এর ছবি

পটাং করে শেষ হয়ে গেল যেন। তেমন দুর্বোধ্য তো মনে হলো না আমার!
আরো লিখুন হাসি

সুবোধ অবোধ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ইয়ে, এগুলো তো তারেকাণু গল্প, থুড়ি, অণু গল্প - তাই না?

২ এ ছোট আকৃতির ঘূর্ণি ঝড়ের সাথে পরাজিত মানুষের মনের সম্পর্ক ধরতে পারি নি - মন খারাপ

____________________________

সুবোধ অবোধ এর ছবি

হুম।
আচ্ছা বলি-
স্বপ্ন ভঙ্গের অভিজ্ঞতা আছে কি?
মানুষের বহুদিন ধরে লালিত স্বপ্নের যখন হঠাৎ মৃত্যু ঘটে বা যখন সে সেই স্বপ্ন ভঙ্গের খবর পায় ঠিক তখন তার মনের গভীরে ওই স্বপ্ন কে ঘিরে যত কল্পনা ছিল তার সবগুলোর sudden invasion ঘটে এবং সবগুলো কল্পনা এক সাথে ঘুট পাকিয়ে কল্পনার এক ঘূর্ণিঝড়ের মত তৈরি হয়।
'কেবলই' শব্দটার যায়গায় 'সদ্যই' শব্দটা মনে হয় বেশি মানানসই হত।

অতিথি লেখক এর ছবি

গন্ডগোল হোক আর যাই হোক, পথে থাকতি হয়। একবার বিপথে নামলি পথে ওঠা খুব কঠিন!” চলুক চলুক চলুক
এই কথাটা যদি সবাই বুঝত মন খারাপ
ইসরাত

সুবোধ অবোধ এর ছবি

সেটাই।
যদি বুঝত...

অতিথি লেখক এর ছবি

নাম দিয়া কি আর ভাই চরিত্র বুঝা যায়। ইটা রাইখ্যা গেলাম...

মাসুদ সজীব

সুবোধ অবোধ এর ছবি

শয়তানী হাসি

অতিথি লেখক এর ছবি

১) অসাধারণ !
২) ঠিক বুঝতে পারি নি!
৩) আরেকটা অসাধারণ শট!

ভালো লেগেছে ভাইয়া, আরো আসুক চলতি পথে পাওয়া।
ভালো থাকুন খুব।

-নিয়াজ

সুবোধ অবোধ এর ছবি

১) আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
২) আচ্ছা বলি-
স্বপ্ন ভঙ্গের অভিজ্ঞতা আছে কি?
মানুষের বহুদিন ধরে লালিত স্বপ্নের যখন হঠাৎ মৃত্যু ঘটে বা যখন সে সেই স্বপ্ন ভঙ্গের খবর পায় ঠিক তখন তার মনের গভীরে ওই স্বপ্ন কে ঘিরে যত কল্পনা ছিল তার সবগুলোর sudden invasion ঘটে এবং সবগুলো কল্পনা এক সাথে ঘুট পাকিয়ে কল্পনার এক ঘূর্ণিঝড়ের মত তৈরি হয়।
'কেবলই' শব্দটার যায়গায় 'সদ্যই' শব্দটা মনে হয় বেশি মানানসই হত।
৩) আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আপনিও অনেক ভাল থাকুন ভাইয়া। হাসি

অতিথি লেখক এর ছবি

ভালো বলেছেন। এবার কিছুটা সামঞ্জস্য খুঁজে পাচ্ছি হাসি

-নিয়াজ

সুবোধ অবোধ এর ছবি

এখনও 'কিছুটা' ?!!!
ওঁয়া ওঁয়া

সাক্ষী সত্যানন্দ এর ছবি

১ নাম্বার খুব ভাল লাগল... চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।