১.
মূল রাস্তা ধরে চলছিল গাড়ি বেশ। কথা নেই বার্তা নেই হুট করে ড্রাইভার গাড়ি নামিয়ে দিল বাইপাস রোডে। “কর কি কর কি?” বলে বাস জুড়ে শুরু হয়ে গেল হাউকাউ! ড্রাইভার বলে-“মেইন রোডে গন্ডগোল মামা, তাই সাইড কাটছি!”
কোথা থেকে বাসে উঠেছিল এক পাগল কিছিমের লোক। হাউকাউ থেমে গেলে সে বলে কি না-“ গন্ডগোল হোক আর যাই হোক, পথে থাকতি হয়। একবার বিপথে নামলি পথে ওঠা খুব কঠিন!”
২.
মাঠের পাশের রাস্তা ধরে যাওয়ার পথে হঠাৎ শুরু হল ধুন্দুমার ধুলি ঝড়। পাশে থাকা থাকা আতাহার বলল-“দ্যাখ্ দ্যাখ্ ,বাউকুড়ানি*!!”
আমি বলি- “উহু, কেবলই পরাজিত মানুষের মন।”
৩.
-দূরবীনে চোখ রাখলে ওপাশটাকে মনে হয় স্বপ্নদৃশ্য!
-কেন?!!
-এত কাছে সব,তবু ধরতে গেলেই হাওয়া!!
*খুব ছোট আকৃতির ঘূর্ণি ঝড়ের মত। শুকনো লতাপাতা,ধুলো মিলিয়ে ছোট আকৃতির ঘূর্ণির মত তৈরি হয়। আঞ্চলিক নাম বাউকুড়ানি।
*************
সুবোধ অবোধ
মন্তব্য
পাগল কিছিমের লোকটার কথাটা খুব মনে ধরেছে!
গান্ধর্বী
আইচ্ছা,নেক্সট টাইম কল্পনায় সে আবার আসলে তাকে আপনার 'মনে ধরার' কথা জানাব!!
:p
জানাবেন কিন্তু :p
গন্ডগোল হোক আর যাই হোক, পথে থাকতি হয়। একবার বিপথে নামলি পথে ওঠা খুব কঠিন!” পাগল কিসিমের মানুষগুলাই সবচাইতে সহজ করে সত্য কথাগুলো বলে।
আমি বলি- “উহু, কেবলই পরাজিত মানুষের মন।” (Y)
(ধইন্যা) :)
এই জন্যই তো পাগল টাইনা আনছি!!! :p
টেনে আনলে বিষয়টা একদম ভিন্নরকম হয়ে গেল। সেক্ষেত্রে পরের লেখায় ক্যাটাগরি আরও নির্দিষ্ট করে দিন যাতে সব পাঠকের জন্য বুঝতে সহজ হয়। সচলে পাঠকের মন্তব্যের ঘরে সমালোচনা’র পরিমাণ কমে গেছে আগের চাইতে, কিন্তু প্রতিটি সমালোচনা নিশ্চিতভাবে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। প্রাচীন ব্লগারদের মন্তব্য কিন্তু সবসময় পাওয়া যায় না। আপনার কোন লেখা পছন্দ হলে কিন্তু এই কল্যাণ এবং সাফি ভাই দেখবেন আপনাকে খুব উৎসাহ দিয়ে যাবে। সচলে এই বিষয়গুলো একদম আলাদা।
লেখা চলুক। :-)
ঠিক বলেছেন। এই লেখার ক্যাটাগরি ঠিক করতে গিয়ে আসলেই অনেক কনফিউজড ছিলাম। অনেকক্ষণ চিন্তাভাবনা করে শেষমেষ 'চিন্তাভাবনা' দিয়ে দিয়েছিলাম! :p
প্রথমটাকে তাও অণু গল্পের ক্যাটাগরিতে ফেলা যায়,বাকি দুইটা তো তাও না!
কল্যাণ ভাই এবং সাফি ভাই এর মন্তব্যে মাইন্ড করার তো প্রশ্নই আসে না বরং মজা পেয়েছিলাম। সত্যি কথা বলতে একবার তো নিজেকে 'আতেল' মনে হচ্ছিল যে কী এমন কইলাম রে ভাই যে উনারা বুঝতেছে না!! তারপরও নিচে আরেকটা মন্তব্যে ২ নং টার ব্যাখ্যা দিয়েছি। বাকি দুইটাতে ব্যাখ্যা দেয়ার কিছু আছে বলে তো মনে হয় না। খুব সাধারণ ভাবে চিন্তা করলেই মনে হয় অর্থ ক্লিয়ার হয়ে যায়।
সচলের লেখকরা সবাই আমার কাছে অনেক বেশি শ্রদ্ধার আসনে বসানো এবং সচলে এসে বিভিন্নজনের লেখা ও কমেন্ট দেখে নিজে যে কতটা কুয়ার ব্যাঙ এবং ব্যাকডেটেড সেটা বুঝতে পেরেছি। তাই উনাদের গঠনমূলক সমালোচনা সবসময় সাদরে গ্রহণ করি,করব।
(Y)
"-এত কাছে সব,তবু ধরতে গেলেই হাওয়া!!"
- এই দূরবীন প্রতিমুহুর্তে আরো লম্বা হচ্ছে।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
হুম...
:(
আপনি মিয়া ধুরন্ধর, পাগলের নাম দিয়া উচিত কথা/কাজ থেকে সরে না আসার একখান সত্যবাণী দিয়া গেলেন। (গুলি)
ছোট কিন্তু সবগুলো গল্পই বক্তব্য প্রধান। ভালোলেগেছে ভাই (কোলাকুলি)
মাসুদ সজীব
আমি হইলাম সুবোধ,আর আপনে কন ধুরন্ধর!! :p
(ধইন্যা) :)
কিচ্ছু বুঝতে পারলাম না :-?
_______________
আমার নামের মধ্যে ১৩
আম্মোনা। বুঝার ভান করমু কিনা সেইটা পর্যন্ত কিলিয়ার না।
(দেয়ালে মাথা ঠুকার ইমো)
বাচাইলা সাফি, খুব টেনশনে ছিলাম।
_______________
আমার নামের মধ্যে ১৩
বেশি কঠিন কিছু কইলাম নি?? :-?
বেশি কঠিন হইলে কইতাম মাথার উপ্রে দিয়া গ্যাছে। তয় এইটা যে উপ্রে না সাইডে না নিচে মানে কোন্দিকদিয়া যে গেলো সেইটাও এহন্তরি ধর্তারি নাই :S :( =((
_______________
আমার নামের মধ্যে ১৩
উফ্রে, নিচে, ডাইনে, বায়ে জাল ফিট করেন। যাইবো কুনহানদিয়া?!!
এইবার তাইলে কাইটা পড়ি।
_______________
আমার নামের মধ্যে ১৩
(ম্যাঁও)
জীবনে কত বাস দেখলাম, এমনভাবে পথছাড়া হয়েছে যে আর কোন দিনই পথে ফিরতে পারেনি।
হুম।
দারুণ!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
(ধইন্যা) :)
পটাং করে শেষ হয়ে গেল যেন। তেমন দুর্বোধ্য তো মনে হলো না আমার!
আরো লিখুন :)
(ধইন্যা) :)
ইয়ে, এগুলো তো তারেকাণু গল্প, থুড়ি, অণু গল্প - তাই না?
২ এ ছোট আকৃতির ঘূর্ণি ঝড়ের সাথে পরাজিত মানুষের মনের সম্পর্ক ধরতে পারি নি - :(
____________________________
হুম।
আচ্ছা বলি-
স্বপ্ন ভঙ্গের অভিজ্ঞতা আছে কি?
মানুষের বহুদিন ধরে লালিত স্বপ্নের যখন হঠাৎ মৃত্যু ঘটে বা যখন সে সেই স্বপ্ন ভঙ্গের খবর পায় ঠিক তখন তার মনের গভীরে ওই স্বপ্ন কে ঘিরে যত কল্পনা ছিল তার সবগুলোর sudden invasion ঘটে এবং সবগুলো কল্পনা এক সাথে ঘুট পাকিয়ে কল্পনার এক ঘূর্ণিঝড়ের মত তৈরি হয়।
'কেবলই' শব্দটার যায়গায় 'সদ্যই' শব্দটা মনে হয় বেশি মানানসই হত।
গন্ডগোল হোক আর যাই হোক, পথে থাকতি হয়। একবার বিপথে নামলি পথে ওঠা খুব কঠিন!” (Y) (Y) (Y)
এই কথাটা যদি সবাই বুঝত :(
ইসরাত
সেটাই।
যদি বুঝত...
নাম দিয়া কি আর ভাই চরিত্র বুঝা যায়। (ইটা)
মাসুদ সজীব
):)
১) অসাধারণ !
২) ঠিক বুঝতে পারি নি!
৩) আরেকটা অসাধারণ শট!
ভালো লেগেছে ভাইয়া, আরো আসুক চলতি পথে পাওয়া।
ভালো থাকুন খুব।
-নিয়াজ
১) (ধইন্যা)
২) আচ্ছা বলি-
স্বপ্ন ভঙ্গের অভিজ্ঞতা আছে কি?
মানুষের বহুদিন ধরে লালিত স্বপ্নের যখন হঠাৎ মৃত্যু ঘটে বা যখন সে সেই স্বপ্ন ভঙ্গের খবর পায় ঠিক তখন তার মনের গভীরে ওই স্বপ্ন কে ঘিরে যত কল্পনা ছিল তার সবগুলোর sudden invasion ঘটে এবং সবগুলো কল্পনা এক সাথে ঘুট পাকিয়ে কল্পনার এক ঘূর্ণিঝড়ের মত তৈরি হয়।
'কেবলই' শব্দটার যায়গায় 'সদ্যই' শব্দটা মনে হয় বেশি মানানসই হত।
৩) (ধইন্যা)
আপনিও অনেক ভাল থাকুন ভাইয়া। :)
ভালো বলেছেন। এবার কিছুটা সামঞ্জস্য খুঁজে পাচ্ছি :)
-নিয়াজ
এখনও 'কিছুটা' ?!!!
=((
১ নাম্বার খুব ভাল লাগল... (Y)
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন