সময়ের সাথে একটি ভাষায় নতুন শব্দ যোগ হওয়া ভাষার জন্য অনিবার্য। বাংলা ভাষার ক্ষেত্রে এই নতুন শব্দ যোগ হওয়ার গতি আর মাত্রা নিয়ে ভাষাবিদরা ভালো বলতে পারবেন। আমরা বড়জোর নতুন শব্দ যোগ করার চেষ্টাটি চালিয়ে যেতে পারি।
নতুন শব্দ উদ্ভাবনের প্রক্রিয়াটি আনন্দদায়ক। চিন্তার চর্চা যেমন হয়, তেমনি নানা রস যোগের সুযোগ এখানে থাকে। নতুন ঘটনা নতুন পরিস্থিতির জন্ম দেয়, যার জন্যে অনেক সময়ই পুরোনো বহু শব্দের পরিবর্তে নতুন একটি শব্দের নিঃশব্দ চাহিদা তৈরি হয়। কিন্তু সেই চাহিদার বিপরীতে যোগান দেওয়ার কাজটি কার? ভাষাবিদের? লেখকের? কিংবা, সাধারণ মানুষের?
এই প্রশ্নের উত্তর আমরা পরে সন্ধান করবো। কিন্তু নতুন শব্দ যোগের প্রয়াসে আমরা সবাই যে শামিল হতে পারে, তার উদাহরণ তৈরি করেছে 'নতুন শব্দ'। আসুন, কিছু নতুন শব্দের সাথে পরিচিত হই, আর নতুন শব্দ নির্মাণ নিয়ে ভাবি।
১.
২.
৩.
৪.
৫.
মন্তব্য
সবচেয়ে বেশি ভালো লাগসিলো "ঈমানবালা" টা। সেইটাই দেখি দেন নাই!
ইচ্ছার আগুনে জ্বলছি...
প্রতিদিন আশায় থাকি নতুন শব্দের... চাহিদার চেয়ে যোগান কম
______________________________________
পথই আমার পথের আড়াল
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নজরুল ভাই ঠিক বলছেন- চাহিদা ও যোগানে মিলতেছে না ।
তবে ব্যাপার না- ভাল পরিমাণে কম হলে টেস্টও বেশি লাগে...
অতিথি লেখকের নাম পেলাম না।
কিন্তু কিছু বিষয়ে একটু খটকা লাগলো:
১: ইমেজ পাঁচটি বাদ দিলে এই পোস্টে তেমন কিছুই নেই; লেখক শুরু করেছিলেন কথা কিন্তু বেশি একটা বলেন নি।
এই ইমেজগুলো বাদ দিলে লেখাটি কি সচলে প্রকাশিত হত?
২: ইমেজগুলো ফেসবুকের পেজ থেকে নেয়া, এগুলো সে হিসেবে পূর্বপ্রকাশিত।
আমি বলছি না যে, সব কন্টেন্ট মৌলিক হতে হবে, রেফারেন্সসহই লেখা হয়েছে এখানে।
তবে এই পোস্টের মূল অংশটাই (পাঁচটি ইমেজ) মৌলিক না।
আশা রাখছি কথাগুলো অতিথি লেখক আক্রমণ হিসেবে নেবেন না।
সবাইকে এবং অতিথি লেখককে শুভেচ্ছা
সবগুলোই অসাধারণ, মারদাঙ্গা ... কুর্নিশ জানাই সেই/সেইসব সৃষ্টিশীল মানুষ/মানুষদের কে
টকমারানি
বিশেষ্য।
সারমর্মঃ দেশি টিভির টক-শোগুলিতে গভীর রাতে বাকোয়াজি করা সুশীল সাজা তেনা-প্যাচাইন্যা মিচ্কা-ছাগু (কু)বুদ্ধিজীবী।
ভাবসম্প্রসারনঃ টিভিতে গভীর রাতে ঠক-শো গুলিতে বসে বসে স্বপ্রদত্ত-বুদ্ধিজীবী-তক্মাধারী যেসব ছাগলেও-পুঁছে-না গোছের বাচাল দুর্বুদ্ধি ও কুবুদ্ধিজীবীরা 'নিরপেক্ষ ভাল মানুষ'-মুখ করে, 'বিবেকের অবতার' সেজে, বিড়ালতপস্বীর মত নিজেদের আসল উদ্দেশ্য ও মনোভাব শাক-দিয়ে-মাছ-ঢাকার মত হাস্যকর ভাবে ঢাকতে-ঢাকতে, মানুষরূপী-পিশাচ গণহত্যাকারী, গণধর্ষনকারী, দেশদ্রোহী, পাকিছাগু, হিফাজতী-তাণ্ডব, ফ্যাসিশটিক মৌলবাদ আর মৌলবাদী এজেণ্ডার সমর্থনে ইনিয়ে-বিনিয়ে চিবিয়ে-চিবিয়ে কথা বলে, সাফাই গায়, ত্যানা পেঁচায়, বা এসবের বিরোধীদের বিরোধিতার মাধ্যমে সুকৌশলে ঐ একই কাজ করে - অথচ ভাব করে তারা কত আধুনিক সুশীল, নিরপেক্ষ, প্রগতিমনা, মুক্তিযুদ্ধপ্রেমিক, দেশপ্রেমিক, নামপরিচয়হীণ-ও-বায়বীয়-'প্রকৃত'-যুদ্ধাপরাধীদের-স্বচ্ছ-নিরপেক্ষ-আন্তর্জাতিক-মানের-বিচার-চানেওয়ালা - সেইসব জিহ্বাসর্বস্ব জ্ঞানপাপী বকধার্মিকরা।
সমার্থক শব্দঃ দেশি জ্ঞানকির পোলা।
উদা. উদাহরণ দিতে হবে?? দিতে হলে হয় আপনিও ঐ একই গোত্রের এবং জেগে জেগে ঘুমানোর ভান করছেন, আর নয়তো আপনিই সেই প্রবাদপুরুষ 'বাংলার রিপ ভ্যান উইঙ্কেল' - ১৭৫৭-তে আম্রকাননের যুদ্ধের ঠিক আগে আগে সেই যে ঘুম দিয়েছিলেন, তারপর এইমাত্র উঠলেন। আপনি কোনটা আপনিই ঠিক করুন!
****************************************
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
'মানবাধিকারবার' এর উপর আমার কাছে কিছু নাই
লেখকের নাম নেই কেন?
মন মাঝি ভাইয়ের
দারুন হয়েছে।
মাসুদ সজীব
টকমারানি!
টকমারানিটা সেরাম হইসে। আরো শব্দ চাই।
____________________________
টকমারানি! চরম হইসে এটা
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
নতুন মন্তব্য করুন