ছবি ব্লগঃ আমার উত্তরবাংলা - ৩

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৭/১১/২০১৩ - ১১:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

এবার বরং একটা পাহাড়ী গ্রামের গল্প হয়ে যাক। ভয়ংকর নিস্তব্ধ। শুধু হাওয়ার শনশন, শুকনো পাতা মচমচ অথবা দুএকটা পাখি টাখি অথবা শুধুই শব্দহীনতা। আর? কপাল ভালো থাকলে দরজা খুললেই কাঞ্চনজঙ্ঘার মায়াবী মাদকতা, আর কপাল খারাপ থাকলে মেঘ কুয়াশার হুটোপুটি, পাহাড়ের গা-বেয়ে পাইন বনের সারি, সেখানে কুয়াশার পিছু ধাওয়া...

ও? কোথায়? তারচে পথ বাৎলে দি। জলপাইগুড়ি থেকে মালবাজার, সেখান থেকে লাভা, আবার লাভা থেকে অনেকটা চড়াই ডিঙিয়ে, পাথুরে পথ মারিয়ে(না না, মানে আমরা নই, সে পথ মারিয়েছে গাড়ির টায়ার, উৎসাহীরা অবশ্যি তিন কিলোমিটার পথ অনায়াসেই, না, ‘অনায়াসে’ শব্দটা বোধ হয় ঠিক লিখলাম না। ) রিশপ।
পাহাড়ের কোলে থাকবার ঘরোয়া আয়োজন। পোশাকি নাম ইকো ট্যুরিজম। ছিমছাম অথচ দৃষ্টিনন্দন। আর ব্রেকফাষ্ট-ডিনারে আন্তরিকতার বুনো গন্ধ।

এবারে ছবি...

১। মেঘ পিওনের ব্যাগের ভেতর..
IMG_1535

২। এ যে বন্য এ অরণ্য...
IMG_1704

৩। এ যে বন্য এ অরণ্য ২...
IMG_1707

৪। ফুলে ফুলে
IMG_1588

৫। ফুলে ফুলে ২
IMG_1604

৬। দিন জোছনা
IMG_1578

৭। স্বর্ণ শিখর
IMG_1832

৮। পুচকে ফল (খাওয়া যায় কি?)
IMG_1675

৯। বাঃ
IMG_1572

১০। ছিঃ
IMG_1679

১১। উপত্যকা ১
IMG_1562

১২। উপত্যকা ২
IMG_1917

১৩। ক্ষনিকের অবসর...
IMG_1737

১৪। মুখ ১
IMG_1710

১৫। মুখ ২
IMG_1874

১৬। হাসি
IMG_1895

১৭। বিশ্রাম(লাভা বৌদ্ধ মঠ)
IMG_1946

১৮। বুদ্ধং স্মরনং (লাভা বৌদ্ধ মঠ)
IMG_1953

১৯। বিকিকিনি ১
IMG_1932

২০। বিকিকিনি ২
IMG_1925

২১। বিকিকিনি ৩ (পাহাড়ী লংকা)
IMG_1929

২২। বিকিকিনি ৪
IMG_1931

২৩। বিকিকিনি ৫
IMG_1921

( মঠ দর্শন কিংবা বিকিকিনি করতে আপনাকে আবার ছুটতে হবে লাভা)

# দীপালোক
# ই-মেল-

******************************************************


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

উত্তরবঙ্গের ছবি দেখা হলো অনেকদিন পর। লাভা পর্যন্ত গিয়েছিলাম একবার। মেঘ পিওনের ব্যাগের ভেতর হাঁটতে ইচ্ছে করছে।

শব্দ পথিক
নভেম্বর ৭, ২০১৩

অতিথি লেখক এর ছবি

আপনি পথিক মানুষ, চলে আসুন আরকবার ... হাসি
- দীপালোক

তীর্থ চক্রবর্তী এর ছবি

হাততালি
ছবিগুলো দেখে চলে যেতে ইচ্ছে করছে একছুটে...প্রাকৃতিক দৃশ্য ও বস্তুগুলি মন ছুঁয়ে যায়...৫ নং টি অনবদ্য লাগল। তবে একটাও শিরোনাম দেখতে পাচ্ছিনা। মন খারাপ

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ছবিগুলো সুন্দর

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফাহিম হাসান এর ছবি

ছবিগুলো ভালো তুলেছেন। "ছিঃ" ছবিটাকে বিলবোর্ড সাইজের প্রিন্ট করে মোড়ে মোড়ে লাগানো দরকার। সিগারেট আর ক্যামেরার ছবিটা ভালো লাগে নাই - আরোপিত মনে হয়েছে।

অতিথি লেখক এর ছবি

আসলে আরাম, আয়েশ, চর্ব-চোষ্য-লেহ্য-পেয় র সাথে এখন গুলিয়ে গেছে পর্যটন। এরপর সচেতন না হলে বেড়ানোর মত যায়গাগুলো সব হাপিস হয়ে যাবে।

আর ঐ ছবিটা, ইয়ে, মানে..., কিছুটা সাজানো। জিনিষপত্র গুলো একটা বেদির ওপর রাখা ছিল, কি মনে হল একটু ইধার কা মাল উধার করে ক্লিক...

অনেক ধন্যবাদ, মন্তব্যের জন্য।
- দীপালোক

এক লহমা এর ছবি

যা বলতে চাই ফাহিম বলে দিয়েছেন।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

হাসি

অমি_বন্যা  এর ছবি

দারুন সব ছবি চলুক

অতিথি লেখক এর ছবি

উৎসাহিত হলাম... হাসি

কৌস্তুভ এর ছবি

রিশপ সম্বন্ধে পশ্চিমবঙ্গ ট্যুরিজম ব্যুরো অনেক বিজ্ঞাপন করত, ছবি দেখে মনে হয়েছিল জায়গাটা সুন্দর। আপনার পোস্টও তাই বলে। ১, ৩ সবচেয়ে সুন্দর। আর উপরে ফাহিমের মন্তব্যে ভোট।

অতিথি লেখক এর ছবি

বিজ্ঞাপন চোখে পরে নি, তবে রিশপ এক অনন্য অভিজ্ঞতা।
মন্তব্যের জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
-দীপালোক

স্পর্শ এর ছবি

সুন্দরম!


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

চোখ জুড়ানো দারুন সব ছবি। বিশেষ করে ১, ৩, ৫, ৮ সবগুলোই ক্ল্যাসিক্যাল লাগলো। আর বিকিকিনি-২ পুরাই গুল্লি

মাসুদ সজীব

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
চোখ টিপি

ঈমান নূর এর ছবি

অসাধারণ চলুক

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
- দীপালোক

অতিথি লেখক এর ছবি

বাহ! হারিয়ে গেলাম মনে হচ্ছে কিছু সময়ের জন্য।

-এস এম নিয়াজ মাওলা

দীপালোক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তারেক অণু এর ছবি

ভালো লাগল, আরেকটু বিস্তারিত লিখবেন কি?

দীপালোক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
ফাকিবাজ মানুষ। তবে সামনের পর্বে (যদি আপনাদের শুভকামনায় নামাতে পারি) চেষ্টা যারি থাকবে।

তিথীডোর এর ছবি

৩ নং ছবিটা অতীব অদ্ভুত সুন্দর! চলুক
আর ভাল্লেগেছে সবচেয়ে শেষ ছবিটা।

আরেকটু বর্ণনা থাকলে পড়ে আরাম পেতাম। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

সাথে থাকার জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
আর এবারের ফাঁকিবাজি, ইয়ে, মানে... , ক্ষ্মাসুন্দ্র দৃষ্টিতে দেখবেন আশাকরি হাসি
- দীপালোক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
- দীপালোক

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ছবির সাথে শুধু পথ বাৎলে না দিয়ে জায়গার ডিটেইল বর্ণনা দিলে আরো উপাদেয় হতো। আরো লেখা আর ছবি আসুক।

টাইপো: মারিয়ে - মাড়িয়ে।

____________________________

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।