এবার বরং একটা পাহাড়ী গ্রামের গল্প হয়ে যাক। ভয়ংকর নিস্তব্ধ। শুধু হাওয়ার শনশন, শুকনো পাতা মচমচ অথবা দুএকটা পাখি টাখি অথবা শুধুই শব্দহীনতা। আর? কপাল ভালো থাকলে দরজা খুললেই কাঞ্চনজঙ্ঘার মায়াবী মাদকতা, আর কপাল খারাপ থাকলে মেঘ কুয়াশার হুটোপুটি, পাহাড়ের গা-বেয়ে পাইন বনের সারি, সেখানে কুয়াশার পিছু ধাওয়া...
ও? কোথায়? তারচে পথ বাৎলে দি। জলপাইগুড়ি থেকে মালবাজার, সেখান থেকে লাভা, আবার লাভা থেকে অনেকটা চড়াই ডিঙিয়ে, পাথুরে পথ মারিয়ে(না না, মানে আমরা নই, সে পথ মারিয়েছে গাড়ির টায়ার, উৎসাহীরা অবশ্যি তিন কিলোমিটার পথ অনায়াসেই, না, ‘অনায়াসে’ শব্দটা বোধ হয় ঠিক লিখলাম না। ) রিশপ।
পাহাড়ের কোলে থাকবার ঘরোয়া আয়োজন। পোশাকি নাম ইকো ট্যুরিজম। ছিমছাম অথচ দৃষ্টিনন্দন। আর ব্রেকফাষ্ট-ডিনারে আন্তরিকতার বুনো গন্ধ।
এবারে ছবি...
১৮। বুদ্ধং স্মরনং (লাভা বৌদ্ধ মঠ)
( মঠ দর্শন কিংবা বিকিকিনি করতে আপনাকে আবার ছুটতে হবে লাভা)
# দীপালোক
# ই-মেল-
******************************************************
মন্তব্য
উত্তরবঙ্গের ছবি দেখা হলো অনেকদিন পর। লাভা পর্যন্ত গিয়েছিলাম একবার। মেঘ পিওনের ব্যাগের ভেতর হাঁটতে ইচ্ছে করছে।
শব্দ পথিক
নভেম্বর ৭, ২০১৩
আপনি পথিক মানুষ, চলে আসুন আরকবার ...
- দীপালোক
ছবিগুলো দেখে চলে যেতে ইচ্ছে করছে একছুটে...প্রাকৃতিক দৃশ্য ও বস্তুগুলি মন ছুঁয়ে যায়...৫ নং টি অনবদ্য লাগল। তবে একটাও শিরোনাম দেখতে পাচ্ছিনা।
ছবিগুলো সুন্দর
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক
ছবিগুলো ভালো তুলেছেন। "ছিঃ" ছবিটাকে বিলবোর্ড সাইজের প্রিন্ট করে মোড়ে মোড়ে লাগানো দরকার। সিগারেট আর ক্যামেরার ছবিটা ভালো লাগে নাই - আরোপিত মনে হয়েছে।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আসলে আরাম, আয়েশ, চর্ব-চোষ্য-লেহ্য-পেয় র সাথে এখন গুলিয়ে গেছে পর্যটন। এরপর সচেতন না হলে বেড়ানোর মত যায়গাগুলো সব হাপিস হয়ে যাবে।
আর ঐ ছবিটা, , কিছুটা সাজানো। জিনিষপত্র গুলো একটা বেদির ওপর রাখা ছিল, কি মনে হল একটু ইধার কা মাল উধার করে ক্লিক...
অনেক ধন্যবাদ, মন্তব্যের জন্য।
- দীপালোক
যা বলতে চাই ফাহিম বলে দিয়েছেন।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
দারুন সব ছবি
উৎসাহিত হলাম...
রিশপ সম্বন্ধে পশ্চিমবঙ্গ ট্যুরিজম ব্যুরো অনেক বিজ্ঞাপন করত, ছবি দেখে মনে হয়েছিল জায়গাটা সুন্দর। আপনার পোস্টও তাই বলে। ১, ৩ সবচেয়ে সুন্দর। আর উপরে ফাহিমের মন্তব্যে ভোট।
বিজ্ঞাপন চোখে পরে নি, তবে রিশপ এক অনন্য অভিজ্ঞতা।
মন্তব্যের জন্য
-দীপালোক
সুন্দরম!
ইচ্ছার আগুনে জ্বলছি...
চোখ জুড়ানো দারুন সব ছবি। বিশেষ করে ১, ৩, ৫, ৮ সবগুলোই ক্ল্যাসিক্যাল লাগলো। আর বিকিকিনি-২ পুরাই ।
মাসুদ সজীব
অসাধারণ
- দীপালোক
বাহ! হারিয়ে গেলাম মনে হচ্ছে কিছু সময়ের জন্য।
-এস এম নিয়াজ মাওলা
ভালো লাগল, আরেকটু বিস্তারিত লিখবেন কি?
facebook
ফাকিবাজ মানুষ। তবে সামনের পর্বে (যদি আপনাদের শুভকামনায় নামাতে পারি) চেষ্টা যারি থাকবে।
৩ নং ছবিটা অতীব অদ্ভুত সুন্দর!
আর ভাল্লেগেছে সবচেয়ে শেষ ছবিটা।
আরেকটু বর্ণনা থাকলে পড়ে আরাম পেতাম।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সাথে থাকার জন্য ।
আর এবারের ফাঁকিবাজি, , ক্ষ্মাসুন্দ্র দৃষ্টিতে দেখবেন আশাকরি
- দীপালোক
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
- দীপালোক
ছবির সাথে শুধু পথ বাৎলে না দিয়ে জায়গার ডিটেইল বর্ণনা দিলে আরো উপাদেয় হতো। আরো লেখা আর ছবি আসুক।
টাইপো: মারিয়ে - মাড়িয়ে।
____________________________
নতুন মন্তব্য করুন