জিজ্ঞাসার যুক্তাক্ষর

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৩/০১/২০১৪ - ১১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেকদিন ধরে সানগ্লাসে লুকাই ভৌতিক দুপুর-
ভয়ে নয় তবুও লুকাই

বুক পকেটে মোচড় খেয়ে রাতবিরাতে চিত্কার করে ইতিহাসের বৈদ্যুতিক তর্জনী
ধাক্কা খায়, রক্ত-কবিতা-কলম- জাতীয় ফুলে সাম্প্রদায়িকতা নেই-
থাকতে পারেনা

হাতের রেখায় যখন তখন চোখ রাঙিয়ে উঠে বুড়িগঙ্গার শুকনো দৃষ্টি, মৌলবাদের ট্রাফিক
চোখ মুছতে মুছতে লুকাই ব-আকৃতির বিপুল হাহাকার

পত্রিকার পাতা খুলে একটা পাখি একটি অক্ষর কোথাও উড়ে না
শুধু বিবেকের চামড়া জড়িয়ে বুকটা ঘুমায় নিষ্প্রাণ
সম্পাদকের একটুও কষ্ট হয়না

মানুষের পিঠে গজ ফিতা রেখে পিতৃহীন দীর্ঘশ্বাসের লাইনগুলো মাপি
একেবারে নিঁখুত অঙ্ক-
অথচ এক টোকায় উড়ে যায় সবুজ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল
আমরা কি সত্যি সভ্য হতে পেরেছি?


মন্তব্য

মৃত্যুময় ঈষৎ এর ছবি

দারুণ! রাজনৈতিক সমসাময়িক কবিতা আমাদের লিখতেই হবে....... চলুক


_____________________
Give Her Freedom!

অতিথি লেখক এর ছবি

লেখাটি পড়ার জন্যে ধন্যবাদ মৃত্যুময় ঈষৎ

আমার অন্য লেখাগুলো
http://www.sachalayatan.com/guest_writer/51047 - উড়াল প্রস্থান
http://www.sachalayatan.com/guest_writer/51006 - ভিনদেশে অন্ধকার ভ্রমণ

-----------------------------------------------------------
ছোটকালে মানুষের চোখে মুখে এক ধরণের ঐশ্বরিক সৌন্দর্য থাকে
বড় হবার পর জাগতিক সৌন্দর্যের কারণে সেটা মুছে যায় -> আশিকুর

গান্ধর্বী এর ছবি

অজানা কবির কবিতায় পাঁচ তারা! হাততালি

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

আয়নামতি এর ছবি

এমন চমৎকার একটা কবিতায় কবির নাম নেই কেন???

অনিকেত এর ছবি

মানুষের পিঠে গজ ফিতা রেখে পিতৃহীন দীর্ঘশ্বাসের লাইনগুলো মাপি
একেবারে নিঁখুত অঙ্ক-
অথচ এক টোকায় উড়ে যায় সবুজ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল
আমরা কি সত্যি সভ্য হতে পেরেছি?

--বড় মর্মস্পর্শী উচ্চারণ
শুভেচ্ছা জানবেন!

তানিম এহসান এর ছবি

রক্ত-কবিতা-কলম- জাতীয় ফুলে সাম্প্রদায়িকতা নেই-
থাকতে পারেনা
এটা একটা স্লোগানের মত মনে হয়েছে। আপনার কবিতা পড়তে চাই আরও।

রোমেল চৌধুরী এর ছবি

মানুষের পিঠে গজ ফিতা রেখে পিতৃহীন দীর্ঘশ্বাসের লাইনগুলো মাপি

বাহ!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সাফিনাজ আরজু এর ছবি

চলুক
ভাল লাগল। নাম কই কবি সাহেব? হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

ত্রিমাত্রিক কবি এর ছবি

চমৎকার! কিন্তু কবির নাম যে জানা গেল না!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

লেখাটি পড়ার জন্যে গান্ধর্বী, আয়নামতি, অনিকেত, তানিম এহসান, রোমেল চৌধুরী, সাফিনাজ আরজু, ত্রিমাত্রিক কবি আপনাদের সবাইকে ধন্যবাদ।...

আমার অন্য লেখাগুলো
http://www.sachalayatan.com/guest_writer/51047 - উড়াল প্রস্থান
http://www.sachalayatan.com/guest_writer/51006 - ভিনদেশে অন্ধকার ভ্রমণ

-----------------------------------------------------------
ছোটকালে মানুষের চোখে মুখে এক ধরণের ঐশ্বরিক সৌন্দর্য থাকে
বড় হবার পর জাগতিক সৌন্দর্যের কারণে সেটা মুছে যায় -> আশিকুর

সাক্ষী সত্যানন্দ এর ছবি

রক্ত-কবিতা-কলম- জাতীয় ফুলে সাম্প্রদায়িকতা নেই-
থাকতে পারেনা

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

সাক্ষী সত্যানন্দ আপনাকে ধন্যবাদ

আশিকুর

অতিথি লেখক এর ছবি

পত্রিকার পাতা খুলে একটা পাখি একটি অক্ষর কোথাও উড়ে না
শুধু বিবেকের চামড়া জড়িয়ে বুকটা ঘুমায় নিষ্প্রাণ
সম্পাদকের একটুও কষ্ট হয়না

ভালো লাগলো।

স্বয়ম

অতিথি লেখক এর ছবি

স্বয়ম আপনাকে ধন্যবাদ

আশিকুর

অতিথি লেখক এর ছবি

চমৎকার!! সমসাময়িক প্রেক্ষাপটের জন্য এক যুগান্তকারী কবিতা!! হাসি

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ

- আশিকুর

এক লহমা এর ছবি

চলুক
আপনার এইবারের কবিতা আমার বেশী ভাল লেগেছে।
কিন্তু নিজের নিক-টা বসানোর ব‌্যাপারেও একটু যত্ন নিতে লাগবে যে কবি 'পথিক'! হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

আপনার অনেক লেখাই আমি চুপচাপ পড়ে ফেলেছি। .....বলতে পারেন আমি আপনার লেখার ভক্ত। ....আমার লেখাটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ...
- আশিকুর

অতিথি লেখক এর ছবি

মানুষের পিঠে গজ ফিতা রেখে পিতৃহীন দীর্ঘশ্বাসের লাইনগুলো মাপি

চলুক

কিন্তু শেষ দুটো লাইনে এসে কেমন জানি খাপছাড়া লাগলো, মনে হল কবিতা টাকে জোর করে থামিয়ে দিলেন, আরো অনেক কিছু বোধহয় বলা যেত কিংবা বলতে পারতেন। শুভেচ্ছা নিরন্তর।

মাসুদ সজীব

অতিথি লেখক এর ছবি

কবিতা ভালো লেগেছে। হাততালি

ইউক্লিড

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।