চলতি পথে পাওয়া - ৮,৯,১০

সুবোধ অবোধ এর ছবি
লিখেছেন সুবোধ অবোধ (তারিখ: রবি, ০২/০৩/২০১৪ - ৯:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

৮.

কি যে এক অদ্ভুত যন্ত্রণা হয়েছিল কিছুদিন! পথে চলতে গেলে পথও চলা শুরু করত আমার সাথে। অথচ পথের শেষটা দেখব বলেই পথে নেমেছিলাম। সকালে হাঁটতে বেরুলে ঘর থেকে যেই না বাইরে আসতাম, দিব্বি সেজেগুজে পথ এসে ঠিক জুড়ে যেত সাথে। বলত- চল, তোমার সঙ্গী হই, তুমি বুঝি একা?

আমার আপত্তি সত্ত্বেও... আমি যত বলতাম- “তুমি এভাবে চলতে থাকলে আমি কিভাবে তোমার শেষটা দেখব?” সে বলত- “পথের কি কোন শেষ আছে? পৃথিবী যে গোল!!” এভাবেই প্রতিদিন...

একদিন ঘটল ভিন্ন ঘটনা! সেদিন ঘর থেকে বের হয়ে আর পথের দেখা পেলাম না। সেও আর আসল না। আর ঠিক সেদিন থেকেই আমি আর চলতে পারি না!

৯.

ঢাকা শহরের লোকাল বাসগুলোর পেটে রাক্ষসের ক্ষিধে! গলা পর্যন্ত যাত্রী খেয়ে গোঁ গোঁ আওয়াজ তুলে একেকটা স্টপেজে এসে থামে। অপেক্ষমান লোকজনও আছেন বড় কেমন যেন!! দৌড়ে গিয়ে মৌমাছির মত ছেঁকে ধরেন তাঁরা রাক্ষসটাকে ! ঠাসাঠাসি পেটের অভ্যন্তরে ঠিকই তাঁদের কিভাবে যেন পুরে নিয়ে গর্জাতে গর্জাতে ভীড়ে মিলিয়ে যায় রাক্ষসটা ...

১০.

১৫ মিনিট হাঁটতে হবে বলে ২০ মিনিট দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করি! শরীর বড় অলস। আর মন তার ঠিক উল্টো। ১ মিনিট স্থির থাকার নাম নেই। ভালই .... শরীরটাকে বিছানায় ফেলে এক মুহূর্তে ছুটে যাওয়া যায় দিগবিদিক ...

কল্পনায় কী বাঁধা আছে?
কল্পনার যে পাখা আছে।
উড়ুক নাহয় ইচ্ছেমত,
যে আকাশে স্বপ্ন ভাসে...

-----------------------------------
সুবোধ অবোধ


মন্তব্য

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ভাই, আপনি ভালো আছেন তো? লেখা পড়ে কেন যেন মনে হলো সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানাগত হয়ে আছেন! ভালো থাকুন, ভালো রাখুন!

লেখার শেষে আগের লেখাটার লিংক থাকলে ভালো হতো।

____________________________

গান্ধর্বী এর ছবি

লেখা পড়ে কেন যেন মনে হলো সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানাগত হয়ে আছেন!

ঠিক, আমারও তাই মনে হল!

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

গান্ধর্বী এর ছবি

কল্পনার আকাশটুকু থাকে বলেই স্বপ্নগুলো যেমন ইচ্ছে তেমন হতে পারে।

শুভকামনা। হাসি

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

অতিথি লেখক এর ছবি

হাসি

সুবোধ অবোধ

অতিথি লেখক এর ছবি

এহহে!!! সবাইরে টেনশিত বানায় দিছি!! দুঃখিত। দিব্বি সুস্থ আছি। হাসি
হুম, আগের লেখার লিঙ্ক দেয়াটা উচিৎ ছিল। দিয়ে দিচ্ছি কমেন্টে, যেহেতু আমার এখনো পোস্ট এডিটিং এর বয়স হয় নাই। মন খারাপ

চলতি পথে পাওয়া-১,২,৩
চলতি পথে পাওয়া-৪,৫,৬,৭

সুবোধ অবোধ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কী আশ্চর্য... পথ হারানোর অনুভূতি আমাকেও ধরে বসেছে। একটু আগেই তা নিয়ে লিখলামও... নীড়পাতায় না এনে নিজের ব্লগে রেখে দিয়েছি যদিও।
লেখাটা ভালো লাগলো দারুণ

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

চলেন একসাথে হাঁটা ধরি কোনদিকে। হাসি
আপনার অবস্থা কি এখন?
নীড়পাতায় দেন না কেনু? আমরা পড়ুম না?

আগের দুইটার লিঙ্ক দিলাম-
চলতি পথে পাওয়া-১,২,৩
চলতি পথে পাওয়া-৪,৫,৬,৭

সুবোধ অবোধ

আয়নামতি এর ছবি

সাথে ঢাকা শহরের বা সমগ্র বাংলাদেশের একটি উন্নত মানের ম্যাপ রাখুন, হারানোর ভয় থাকবে না খাইছে

অতিথি লেখক এর ছবি

নিজেরে হারায়া ফেললে, পথ খুঁইজা পায়া লাভ কি?? খাইছে

সুবোধ অবোধ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।