গ্রীষ্মকালে আমায় যখন কেউ প্রশ্ন করে, পাহাড়ে ক্যান যাস? জবাবে হাসিমুখে ভারিক্কি চালে বলে দিই “আমাকে জিজ্ঞেস করলে এই প্রশ্নের উত্তর কোনদিনই পাবিনা”। উক্তিটা আমার না, বিশ্বখ্যাত মার্কিন পর্বতারোহী এডমুণ্ড ভিশ্চাসের। শীতকালে পাবলিক যখন মুচকি হেসে শুধায় “কিরে ঘরে বসে আছিস ক্যান, পাহাড়ে উঠবি না?” তখন মুখ লুকিয়ে বলতে হয় মা’র পিটুনি আর বউর বকুনির ভয় ছাড়াও স্বীকার করতে হবে ওই তুষারআবৃত শৃঙ্গ জয়ের সাহস আমার নেই। এই বয়সে পিছলে পড়ে হাড়গোড় ভাঙার হুটকো ঝামেলায় নিজেকে জড়াতে চাইনা।
রুডইয়ার্ড কিপলিং এর একটা উক্তি কম্পুটারের ডেস্কটপে অনেক বছর ধরে ঝুলে আছে, “দুনিয়াতে শুধুমাত্র দুই ধরণের পুরুষ মানুষ আছে, কিছু গৃহবাসী হয় আর বাকিগুলি হয় গৃহত্যাগী!” সামারের উইকেন্ডের গৃহত্যাগী আমি বরফ পড়ার সাথে সাথেই বিনাবাক্য ব্যায়ে হয়ে বসি গৃহবাসী। মারমোত্তার(Alpine Marmot) মত ঢুকে পড়ি গর্তের ভিতর। জানালা দিয়ে দেখি দৃষ্টিসীমানায় ঠায় দাঁড়িয়ে থাকা মন্তে টেলেগ্রাফোর চূড়াটা এবার বরফ যেন ঢাকতে পারছে না কিছুতেই।
প্রিয় পর্বতমালা
স্বপ্নচারিণী দিয়ানা
পর্বতমালার এপাশের ভ্যালিতে তুষারপাতও এবছর হয়েছে নামমাত্র, দিন ফুরোতেই হারিয়ে গেছে রাতে নেমে আসা তুষারস্তর। সকালে কাজে যাবার আগে তাড়াহুড়ো করে তোলা ছবি আর দিনশেষে মিইয়ে আসা সূর্যাস্তের আলোয় পর্বতমালার ছবি তুলতে পারার আনন্দেই বেশ কেটে যাচ্ছিল গৃহবাসী জীবন।
সুপ্রভাত-১
সুপ্রভাত-২
স্বপ্নবাড়ি
কিন্তু সেই কিপলিং সাহেবের আরেকটি কথা মাথার ভিতর কিছুদিন থেকেই উসখুস করে বেরাচ্ছিল, “লুকিয়ে আছে হয়ত বিশেষ কিছু ওই পাহাড়ের অপর পাশে, যা দেখে আয়, হারিয়ে যাচ্ছে হয়ত কিছু……… যা খুঁজে আয়!” মাত্র তো বিশ মিনিটের ড্রাইভ কিন্তু ওই যে মনের ভয়, যাব যাব করেও হয়নি যাওয়া কোনদিন। আজ ভোরে গিয়েছি মন্তে টেলেগ্রাফোর উল্টোপাশে, বাকরুদ্ধ হয়ে হেঁটেছি তুষারাবৃত মেঠোপথে। পাহাড়ি বন্য ছাগলের পদচিহ্ন অনুসরণে হারিয়ে গিয়েছি দিগন্তের সীমানায়। পর্বতশৃঙ্ঘ জয় না করেও শুধুমাত্র নিজের মনের অহেতুক ভয়কে জয় করার অপার আনন্দ নিয়ে ধরেছি আমি বাড়ি ফেরার ফিরতি পথ।
গুচ্ছগ্রামের সকাল
চারণভূমি
অচেনা পদচিহ্ন
ভোরের আলোয়
গ্রীষ্মের গো-চারণভূমি
অভিযাত্রী
ফেরা
(অনস্পট লিখা পোষ্ট, বাসায় ফিরে লিখিলিখি করে জানি আর লিখা হবেনা। ছবিগুলি উত্তরপূর্ব ইতালির ভেরোনা আর ভিচেন্সা শহরের সীমান্তবর্তী পাহাড়ি জনপদের। ক্যামেরা বরাবরের মতই আমার হাঁটাহাঁটির সদাসঙ্গী নিকনের কমপ্যাক্ট)
………জিপসি
মন্তব্য
খুব ভালো লাগলো ছবিগুলো, বিশেষ করে সুপ্রভাত-১ মনে হল স্বপ্নের জগৎ থেকে আসা কিছু একটা দৃশ্য।
ভালো থাকুন জিপসি।
শুভেচ্ছা
সুপ্রভাত-১ ছবিটি আমার ছোট্ট নিরিবিলি গ্রামের প্রধান চত্বরের। বারান্দা থেকে তুলেছিলাম কোন এক প্রত্যূষে। গ্রামের নাম ক্রেসপাদোরো।
......জিপসি
জিপসি'র গৃহবাসী হওয়াটাই তো বিরাট খবর ত্যাগ করাটা নয়
ছবিগুলো অতি চমেৎকার! সাহস করে উঠেই দেখেন না একবার।
আমাদের সাফিনাজকে দেখেন কেমন তরতরিয়ে কালপ্রিট উঠে গেলু।
ভাঙলোই না হয় দু'চারখান হাড়, খেলেননি না হয় বউয়ের পিট্টা, মায়ের কানমলা
পা যে আমার ভাঙ্গেনাই সেই অনেক, কয়বার পা হড়কেছে খোঁজ রাখো আয়নাদি--খালি কুবুদ্ধি, না??
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
দারুন সব ছবি।
ছবির সাথে আরেকটু বর্ণনা থাকলে পড়তে পড়তে এমন অনুভূতি হয় যেন নিজে দেখতে পাচ্ছি...... ।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
অনস্পট লিখেছি বলে বর্ণনা একটু হয়ত কম এসেছে। বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম প্রকৃতির অপার সৌন্দর্যে, এক চিলতে রোদের আলোয় বসে অতিদ্রুত সাজিয়েছি এই পোস্ট।
বাকি ছবিগুলি নিয়ে আরও গুছিয়ে লিখব অতিসত্বর।
......জিপসি
জিপসি বোধহয় বউর বকুনির কথা বলছিল...
ঠিক বলেছেন, মা’র পিটুনি আর বউ’র বকুনি দুটোই এড়িয়ে চলা উত্তম পুরুষের কর্তব্য!
......জিপসি
ওটা লজ্জায় বলা বউ শুধু বকুনি দিয়েই ক্ষ্যান্ত হন না কপাল গুণে খামচি, কিল, ঘুষিও জুটে যায় অনেকের বরাতে।
জিপসিও নিশ্চয়ই এক্ষেত্রে ভাগ্যবান
অসাধারণ সব ছবি!
রু
ধন্যবাদ রু
......জিপসি
সুপ্রভাত-১ কেমন জানি একটা স্বপ্ন জগতে নিয়ে যায়
আর ফেরা ছবি আপনার প্রতিবারের মতো মায়া ছড়িয়ে গেছে।
মাসুদ সজীব
ফেরা ছবিটা আমারও অতিপ্রিয়
“মায়া আছে এ জীবনে আপন হয়ে............”
......জিপসি
ছবিগুলোর সঙ্গে আরেকটু বিবরণ থাকলে ভাল হত...
বিবরণ আসিতেছে......... পূর্ণদৈর্ঘ্য সচিত্র বিবরণ!!!!
......জিপসি
তাড়াহুড়ো করে অন দ্য স্পট লেখা বলে আর কিছু বললাম না। পরে কিন্তু বিস্তারিত লিখে পোস্টাতে হবে বলে রাখলাম।
অট: আপনার নিকনের কম্প্যাক্ট ক্যামেরার মডেল কোনটা?
____________________________
নিকনের এই কম্প্যাক্ট মডেল(L18) এখন আর বাজারে নেই, এত সস্তার মাল আর কেউ কিনেনা! বুকপকেটে নিমিষেই ঢুকে যায় বলে আমার অতিপ্রিয় সাথী।
মুল পোস্টে একটি তথ্য ভুল লিখেছি, শেষের ৬টি ছবি কোডাকের ব্রিজ ক্যামেরায়(Z 812 ) তোলা। ছোটবোন উপহার দিয়েছে, সেকেন্ডহ্যান্ড জিনিষ কিন্তু ভাল ছবি উঠে।
......জিপসি
আমার ঘরের পাশে যদি এমন একখানা পর্বতমালা থাকত! জীবনেও গৃহত্যাগী হতাম না, ঘরের জানালা দিয়ে দেখতাম ভোরের পর্বতমালা, সিঁদুর মাখা! পর্বত অভিযানে মুক্তি, সে আমার নয়! আমার মুক্তি পর্বতের আলোয় আলোকিত আলয়ে!
বরাবরের মতই ঝাক্কাস পোস্ট, জিপসি!
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
পর্বতমালা তো বিন্দুমাত্র না বদলিয়ে ঠায় দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে, থাকবেও বহুকাল। একটি পর্বত অভিযানের পর শুধু আমি-আপনিই থাকব না একই মানুষ, বদলে যাবে অনেককিছু.........নিজের অজান্তেই।
………জিপসি
সুন্দর।
ধন্যবাদ আপনাকে
………জিপসি
চমৎকার!
শুভেচ্ছা রইল
………জিপসি
সাফিনাজ আর আপনার পোষ্ট গুলিয়ে ফেলছিলাম। দুজনেই একসাথে ঘোর লাগানো ছবি ব্লগ দেয়া শুরু করেছেন।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
সাথে থাকুন, সাফিনাজ আপা হয়ত অদূর ভবিষ্যতে ঘোর লাগানো ব্লগ আরও লিখবেন। আমিও ক্যামেরা বুকপকেটে রেখে হাইকিং চালিয়ে যাব।
সবসময় কিন্তু আমাদের দুজনের পোষ্ট গুলিয়ে ফেললে চলবে না।
………জিপসি
অসাধরণ,সুন্দর আপনার তোলা ছবিগুলো ৷
----------------------------------------------------------
ঝিঝি পোঁকা
ধন্যবাদ ঝিঁঝিঁ পোকা।
পোকা বানানে কি চন্দ্রবিন্দু থাকতেই হবে?
………জিপসি
বাঃ বাঃ! এই না হলে জিপসি! বেশ কয়েকটা খুব ভাল ছবি দেখলাম।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
শুভেচ্ছা জানবেন।
বাকি ছবিগুলি নিয়ে তাড়াতাড়ি লিখে ফেলতে হবে আরেকটি পোষ্ট, শীত তো প্রায় চলেই যাচ্ছে!
………জিপসি
আপনার কম্পোজিশানের দখল চমৎকার, পর্যবেক্ষণের চোখও সেইরকম। ফাটানো একটা ছবি ব্লগ যাকে বলে।
"স্বপ্নচারিণী দিয়ানা" ছবিটা অসাধারণ লেগেছে। এটাকে সাদা-কালোতে রূপান্তর করে দেখতে পারেন।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ বস! আপনার ফটোগ্রাফি দেখেই মনে হয়ত জেগেছিল ছবি তোলার সুপ্ত বাসনা।
দিয়ানা তো জন্ম থেকেই সাদাকালো হয়ে আছে, বাকিটা ট্রাই করে দেখব।
আপনার কমেন্ট পড়ে খুব খুশী হলাম। ভাল থাকবেন।
………জিপসি
অসাধারণ সব ফটোগ্রাফী
=====================
ঝিঝি পোঁকা
নতুন মন্তব্য করুন