একটি খোঁয়াড় বিরোধী পদ্য

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৩/০৪/২০১৪ - ৫:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মধ্যযুগের খোঁয়াড়ে আজ
নব্যযুগের জীবগুলো
'ভাবনার উপর খাজনা বসাও'
লেজ নাড়িয়ে কয় হুলো ।
এক খাঁচাতেই বন্দি সবাই
মাংসাশী আর শাকাশী,
হুলো ঘোরায় শাষণছড়ি,
বাদবাকি সব জলখাসী ।

সংখ্যাগুরু গবাদিরা
গোবর ছাড়ে আরামে
ধীমান গরু ধ্যান করে আর
গাভী ভোগে ব্যারামে ।
ক্ষ্যাপা বলে, 'স্বাধীনতা,
জ্যান্তো বাঁচো নয় মরো'
হুলো শুধু চোখ পাকায়,
'চুতমারানি চুপ করো' ।

যাদের মনে দ্বিগুন জ্বলে
তাদের খাতায় কাব্য, কথার লটবহর
জাবর কাটা ছাগলগুলো
ঊর্ধ্বশ্বাসে লেদিয়ে যায় আটপ্রহর ।
মধ্যযুগের শেকল পরে
টাংকি মারে নব্যযুগের ষাড়গুলো
'ইচ্ছে মতো চাটি মারো'
হুলো বলে, 'মরলে পাবে লালমুলো '।

জব্বার ফারুকী


মন্তব্য

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

জব্বর লিখেছেন জব্বার ভাই।

"সংখ্যাগুরু গবাদিরা
গোবর ছাড়ে আরামে
ধীমান গরু ধ্যান করে আর
গাভী ভোগে ব্যারামে ।
ক্ষ্যাপা বলে, 'স্বাধীনতা,
জ্যান্তো বাঁচো নয় মরো' " - নিজেদেরকে খুঁজে পেলাম।

তবে শেষ স্তবকে এসে হঠাৎ তাল কেটে গেছে।

সচলায়তনে আপনার প্রথম লেখা? স্বাগতম। আরো লিখতে থাকুন।

____________________________

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ প্রোফেসার সাহেব ।
তালকানা মানুষ আমি । তালগাছের আড়াই হাতে পিছলে গেলাম আরকি ! শেষ স্তবকে একটা করে পর্ব ছেটে দেয়া যেত । আমার সম্পাদনার সুযোগ নেই ।
হ্যা, সচলায়তনে আমার এটাই প্রথম লেখা । নিয়মিত হওয়ার আশা রাখছি ।
ভালো থাকবেন ।

জব্বার ফারুকী

সৌরভ কবীর এর ছবি

চলুক
স্বাগতম ফারুকী।

__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে

অতিথি লেখক এর ছবি

ধইন্যবাদ শাওন ভাই . . হাসি

ভ্যারিয়েবল এর ছবি

অসাধারন ।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুমম... শিবঠাকুরের আপন দেশে'র পূনর্লিখন

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।