সামারটা পুরোপুরি শুরু হয়ে যাওয়ার আগেই ভাবলাম যে উইন্টারের কিছু ছবি দিয়ে দেই। এর আগে বরফ দেখেছিলাম লন্ডনে প্রথম। কিন্তু এত বরফ জীবনে প্রথম দেখলাম কানাডায় এসে। লন্ডনের বরফ তো তার তুলনায় নস্যি। প্রথম প্রথম সবাই খুব ভয় দেখাতো যে এখানে অনেক ঠান্ডা পড়ে। যতটা না ভয়, তার চে অনেক বেশী কৌতুহল নিয়ে অপেক্ষা করেছিলাম "অনেক বেশী" ঠান্ডার জন্য। কিন্তু সেবার অত বেশী ঠান্ডা পড়লো না, তবে বরফ পড়লো অনেক। মোটামুটি হতাশই হয়েছিলাম। "বেশী ঠান্ডা" না দেখতে পেয়ে। এটা ২০১২ এর শীতের কথা। ২০১৩ তে হলো ঠিক তার উল্টা। এবার বরফ পড়লো না খুব বেশী (খুব কমও না আবার), কিন্তু জব্বর ঠান্ডা পড়েছিলো। শখ মিটে গেছে ঠান্ডা দেখার।
ছবিগুলো বেশীরভাগই ২০১২ এর উইন্টার এর। কিছু ছবি আছে আমরা আগে যে বাসায় থাকতাম সেই বাসার। আমাদের বাড়িওয়ালী অনেক শৌখিন মানুষ। উনি গাছ অনেক ভালবাসেন। সামারে বেশীরভাগ সময়ই উনাকে তার বাগানে দেখতাম। বয়স ৭২ কিন্তু উনার প্রানশক্তি থেকে আমি নিজেও অনুপ্রেরনা নেওয়ার চেষ্টা করতাম। (খুব বেশী সফল হয়েছি দাবি করবো না, হেঁহেঁ) ক্রিসমাসে উনার কল্যানে আমাদের বাসাটা দেখার মত একটা বাসা হয়েছিলো। তার কিছু ছবি দেয়ার লোভ সাম্লাতে পারলাম না।
:: ০১ ::
:: ০২ ::
:: ০৩ ::
:: ০৪ ::
:: ০৫ ::
:: ০৬ ::
:: ০৭ ::
:: ০৮ ::
:: ০৯ ::
:: ১০ ::
:: ১১ ::
:: ১২ ::
:: ১৩ ::
:: ১৪ ::
:: ১৫ ::
:: ১৬ ::
-- কালোদিঘী
মন্তব্য
তাব্দা খাইয়া অজ্ঞান হইয়া পইড়া কপাল ফুইলা আলু হইয়া যাওয়ার মত ফটুক হইছে। আপ্নে থাকেন কই? কোন দোকানের চাইল খান? আমিও তো কানাডায় থাকি, আমার তোলা ছবি কেন ইরাম হয় না
সচলে ফটূর সাথে আরেকটু গল্প দিলে দিলে যে কি ভাল হইত তা আর কেম্নে বুঝাইয়া বলি। পরের পর্বে ছবির সাথে আরেকটু লেখা চাই।
পরের পর্বের অপেক্ষায়
-----------------------------------------------------------
আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো
ঐ আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে
-----------------------------------------------------------
ভাই আপনার প্রশংসা সূচক মন্তব্য পড়ে বড়ই শরমিন্দা হইলাম। ভাই আমি মোটা চাইলের ভাত খাই, ওয়ালমার্ট থেকে কিনি। হাহাহাহা...
কানাডার ক্যামলুপ্স এ থাকি। ফটুর সাথে গল্পও তো দিতে চাই, কিন্তু কলম দিয়ে কিছু তো বের হয় না যেমন বের হয় ক্যামেরা দিয়ে। কি যে করি। ক্যাম্নে যে ভালো লেখা যায় এক্টু শিখায়ে দেন না ভাই। আপনাদের সবার লেখা যখন পড়ি তখন আমার তো লিখতেই সাহস হয় না।
-- কালোদিঘী
বাহ, অনেক ভালো লাগলো।
বিশেষ ভালোলাগা জানিয়ে গেলাম: ৫, ৬, ৮, ১৩, ১৬ এর জন্য।
শুভেচ্ছা আপনাকে, কালোদিঘী
আমি আপনার ছবি তে যারপরনাই মুগ্ধ!!!! আপনার প্রত্যেকটা পোস্টেই কিছু অসাধারণ ছবি থাকে!!!!!
ব্লগবাড়ি । ফেসবুক
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
-- কালোদিঘী
এমন সুন্দর ছবিগুলির ভাঁজে ভাঁজে দুচার লাইন সুন্দর কথামালা জুড়ে দেয়া যেত যদি, তবে কেমন পরিপূর্ণ হয়ে উঠত আপনার লেখাটি, বলুন তো!
তাই বলে অমন কঠিন কঠিন ব্যাখ্যা বিশ্লেষন কিন্তু শুনতে চাইনি; আপনার অনুভূতিগুলিই সহজ-সরল, সাদামাটা ভাষায় তুলে দিলেই হত, যেমন, আপনার কেমন লেগেছে দৃশ্যগুলো যখন দুচোখ ভরে দেখছিলেন বা ফটু তোলার অভিজ্ঞতাটাই বা কেমন ছিল, কোন তিক্ত বা সুখকর অভিজ্ঞতা হয়েছিল নাকি ইত্যাদি ইত্যাদি।
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
পরেরবার থেকে চেষ্টা করবো কিছু লেখা দিতে। কিন্তু এখানে সবার লেখা দেখে তো আর কিছু লিখতেই সাহস হয় না।
-- কালোদিঘী
অসাধারণ!
গৃহবাসী বাউল এবং দীনহিনের সাথে একমত, সাথে কিছু লেখা থাকলে আরো অসাধারণ হয়ে উঠতো।
ভালো কথা, আপনি থাকেন কোথায়?
-------------------------------------------
এমনভাবে হারিয়ে যাওয়া সহজ নাকি
ভিড়ের মধ্যে ভিখারী হয়ে মিশে যাওয়া?
এমনভাবে ঘুরতে ঘুরতে স্বর্গ থেকে ধুলোর মর্ত্যে
মানুষ সেজে এক জীবন মানুষ নামে বেঁচে থাকা?
আপনাকে ধন্যবাদ।
পরেরবার থেকে চেষ্টা করবো কিছু লেখা দিতে। আমি কানাডায় থাকি, ক্যামলুপ্স শহরে, ব্রিটিশ কলম্বিয়ায়।
-- কালোদিঘী
,
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
সুন্দর ফটোকগুলোর সাথে কিছু গপসপ দিয়েন কিন্তু ৷
------------------------ঝিঝি পোঁকা
ইনশাআল্লাহ।
-- কালোদিঘী
ওয়াও!!! এবারে ছবিগুলো দেখে লা জবাব হয়ে গেলাম!!!
ভাই, আপনে তো নমস্য মানুষ!!!! (সবার সাথে একমত হয়ে বলে গেলাম, ছবির সাথে লেখাও দিয়েন, জমবে বেশ)
অট: আপনি কী ক্যামেরা ব্যবহার করেন?
____________________________
কি যে বলেন ভাই। তুচ্ছাতিতুচ্ছ আমি। এটা দেখে ভালো লাগছে যে আমার ছবিগুলো আপনাদের ভালো লাগছে।
আমি Pentax KX ব্যাবহার করি। Pentax K100D super ব্যবহার করতাম আগে কিন্তু গত বছর সেটা নষ্ট হয়ে গেছে। সাথে কিট লেন্স আর ৭০-৩০০মিমি লেন্স। সম্প্রতি একটা ৫০মিমি প্রাইম লেন্স কিনেছি কিন্তু ব্যবহার করা হয়ে ওঠেনি এখনো।
সাথে থাকবেন।
-- কালোদিঘী
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
-- কালোদিঘী
আহা, কী দারুণ সব ছবি! তা যদি সাথে ছবির কিছু বর্ণনা থাকতো বা স্থান নির্দেশ, তাহলে পোস্টটা আরও সম্বৃদ্ধ হতো।
যাহোক, সাথে লেখা থাকুক বা না থাকুক ছবি দেওয়া জারি থাকুক। আপনার তোলা ছবি দেখলেও নয়ন জুড়িয়ে যায়।
নতুন মন্তব্য করুন