রবিবার এবং কফি-১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২৮/০৪/২০১৪ - ৯:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সকালটা শুরু হল রাজকন্যা কঙ্কাবতীর মতো,তবে জানি না কোন রাজ্যের সে। ঘরের আরেক অংশীদার তপ্ত কফি দিয়ে গেল বিছানায় ,বন্ধুর ক্ষুদে বার্তা পেলাম মুঠোফোনে, শুভ সকাল রৌদ্রময়ী। চিলতে হাসি, মাইকা কে ধন্যবাদ জানালাম কফির জন্য ।শুরু হল প্রবাসে আরেকটি দিন, ছুটির দিন ,একটি রবিবার, যা ইচ্ছে ভাবনার দিন ।
“জাতিস্মর” দেখবো বলে ভেবে রেখেছিলাম । এপ্রিলে বসন্তের হাওয়ায় তুষারপাত হচ্ছে ,প্রকৃতি মা কে নমস্কার জানিয়ে বিছানা থেকেই হাত বাড়িয়ে চল বোতাম এ আলতো চাপ, হারিয়ে যাওয়ার শুরু এখানটাতেই।
আড়াই ঘণ্টা বুকে চিনচিনে ব্যথা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম “তোমার খোঁজে”। নিজেকে একবার মনে হচ্ছিলো এন্টোনিয়ও,প্রবাসে অন্যের ভাষায় অঙ্ক কষা সহজ কিন্তু গান বাঁধা কিংবা ভালবাসা?তুষার দেখলে মনে প্রানে ভাবতে চাই বাইরে বর্ষণ হচ্ছে,সব ভাসিয়ে নিয়ে যাবে বৃষ্টির অজস্র ফোঁটা। গান শুনলে ভাষান্তরিত করতে থাকি,ভাবতে থাকি বাংলায় কেমন হতো? মরুভূমির শহরে হটাত এসে পড়ে কর্ণফুলী ।তাহলে কি এতই সংকীর্ণ আমি, তিন বছর পরও ভালবাসতে পারছিনা এই মার্কিনভূমি? প্রশ্নের উত্তর দিতে পারি না, পেন্ডোরা বাদ দিয়ে লালন শুনি। সবকিছুর ব্যাখ্যা হয় না ।
আগের রাতে বন্ধু নিক আর আন্ডারস এর সাথে আড্ডা হচ্ছিলো।প্রথমজন ব্রিটিশ দ্বিতীয় জন আমেরিকান। কথা হচ্ছিলো অন্য সংস্কৃতিকে আপন করে নেয়া কতটা কঠিন। নিক বলছিলো ছয় মাস ওর কিভাবে কেটেছিল জাপানে, ফেরার সময় ওর সিধান্ত ছিল আর কখনো ফিরে যাচ্ছে না জাপানে ।এখানে কাজ শেষ হবার পর ও পৃথিবী ঘুরে বেড়াতে চায়, কিন্তু গত ন’মাসে ও বারমিংহাম এ গেছে দুবার।
অ্যান্ডারস ছিল গ্রিকে, সব ভাল লেগেছিলো, কিন্তু দিন শেষে ফিরে আসতে চেয়েছে ফ্লোরিডায়,সমুদ্রের কাছে, খুব চেনা সমুদ্র। মা,পরিবার,প্রেমিকা সবকিছুর পরও অজানা গভীর একটা সম্পর্ক,সবাই খুঁজে বেড়ায়।সেই গভীর সম্পর্কের পূর্ণতা পায় হাজার বছরে, হয়তো কখনই না।

“জাতিস্মর” –চলচিত্রে দেখছিলাম, প্রেমিকার জন্য প্রেমিকের লক্ষবার জন্ম নেয়া । কিন্তু সত্যিই কি তাই? প্রেমিক কিন্তু বার বার ফিরে এসেছে অজানা সেই গভীর ভালবাসা নিয়ে।মাটি,ভাষা,গান,মানুষ,প্রকৃতির জন্য, অতৃপ্ত মন প্রতিবার আরও অধিক ভালবেসেছে, প্রেমিকার ছুতোয় গান লিখেছে , ছুটে গেছে সুদূর প্রবাসে, নামী ডিগ্রী নেবার সে কী চেষ্টা । বুট ছেড়ে খড়ম পড়া, অর্থলগ্নী প্রতিষ্ঠান এর চাকরী ছেড়ে গ্রন্থাগারে কাজ নেয়া, দুঃস্বপ্নের সাথে যুদ্ধ করা।

আমরা সবাই কি তাহলে জাতিস্মর? বার বার ফিরে আসছি, সবচেয়ে প্রিয় ভাষায় প্রেমিকার গাড় কাজল ভরা চোখে ভালোবাসি বলবো বলে, কিংবা বার বার চিতায় পুড়ছি প্রেমিককে আরও আপন আর চেনা পরিবেশে পাবার জন্য?
ভালোবাসা নিয়ে আমার অভিজ্ঞতা সবসময় দ্বিধাযুক্ত । বৈষয়িক সব ভাবনা হটাত গ্রাস করে নেয়, ভালবাসার বিষয়টা ফেলে রাখি তালিকার সবচেয়ে নিচে।আচমকা কোন রবিবারে ভাবি,এ জনমে দুটো পাশাপাশি কফির মগ হলে মন্দ হত না ।

ফিনিক্স
লস আলামস
২৭/৪/২০১৪

ছবি: 
24/08/2007 - 2:03পূর্বাহ্ন

মন্তব্য

তিথীডোর এর ছবি

ঐ মুভিটা আজই দেখলাম, দুপুরে।

ছবিটা দেখেই চেনা চেনা লাগছিল। ঠিকানা জেনে শিওর হয়েছি। চোখ টিপি

পারলে নিয়মিত লিখিস।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

লেখকের নাম কই? ফিনিক্সটাই কি নিক নাকি?

লেখার শুরুটা টেনে নিয়ে গেলো দারুণ ভাবে। তবে মাঝখানে এসে সেই টানটানভাবটা আর রইলো না। কিন্তু লেখার মর্মটা ঠিকই মর্মে গিয়ে বিঁধেছে। ভালো লাগলো উপলব্ধিটা।

আরো লিখুন।

____________________________

অতিথি লেখক এর ছবি

ধন‌্যবাদ ঃ)

অতিথি লেখক এর ছবি

রবিবার এবং কফি-২,৩ এর অপেক্ষায় থাকলাম।

গোঁসাইবাবু

উজানগাঁ এর ছবি

খুবই সুন্দর হয়েছে টুম্পা। বানানবিভ্রাট একটু খেয়াল রাখতে হবে। আর যতিচিহ্নের পরে একটা করে স্পেস দিলে ভাল হয়।

রবিবারের দিনলিপি নিয়মিত হোক।

সচলে পরিবারে স্বাগতম। হাসি

মর্ম এর ছবি

'ফিনিক্স'কে মানুষজন যদি 'টুম্পা' ডাকে তখন আর 'ফিনিক্স' হওয়ার মানে কই? আগে লিখতেন কি? 'নিক'টা চেনা লাগছে একটু চোখ টিপি

স্পেস, বানান- এইগুলির কথা হয়ে গেছ, কাজেই বকে কাজ নেই। তবে লেখাটা পড়ে আরাম লেগেছে। একটু ডায়েরি ডায়েরি ভাব, খানিকটা ছাড়া ছাড়া চিন্তার সংকলন- মন্দ কী! পরের পর্ব লিখে ফেলুন। হাসি

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

তাহসিন রেজা এর ছবি

সুন্দর লেখা! হাসি

আরো লিখুন।

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সুপাঠ্য দিনলিপি।।।

গান্ধর্বী এর ছবি

ভাল লাগছে, লেখা চলুক চলুক

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো লেখাটা, অচিরেই আপনার কফির মগের পাশে আরেকটা মগ আসুক...
সচলে স্বাগতম

______________________________________
পথই আমার পথের আড়াল

আয়নামতি এর ছবি

হবে, হবে সবই হবে। পাশাপাশি দু'টো কফির মগ হবে। তারপাশে ফিডার হবে।
আমার ফুুঁউউউ এর ব্যাপক জোর। বিফলে মূল্য ফেরৎ দেঁতো হাসি
স্বাগতম সচলে। আরো চাই এরকম দারুণ দুপুর, মুখচোরা বিকেল আর ডাকাতিয়া সন্ধ্যা নিয়ে আসা রবিবার(আচ্ছা এখানে তো শনিবারটাও ছুটিরই দিন তার প্রতি এমন অকরুণ হওয়া কেনু!) এর গল্প। শুভেচ্ছা জানবেন।

সাফিনাজ আরজু এর ছবি

লেখা চলুক চলুক হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অতিথি লেখক এর ছবি

লেখাটাতে অধুনা ছাপ লক্ষনীয়;ঋজু ও সরল কথাবার্তা। খুবই ভালো লেগেছে । সুন্দর ক্লাইম্যাক্স !! হাততালি -রাকেশ শর্মা শাওন

Ayesha Arefin এর ছবি

ধন‌্যবাদ সবাইকে।
বানানের দিকে মনযোগী হব।
ইউজার নেম, নিক, এসব নিয়ম গুলোর সাথে পরিচিত হতে সময় লাগবে।
নিয়মিত লেখার চেষ্টা করবো ।
শনিবার নানারকম কাজে সময় কাটাই, তাই রবিবার বেছে নিয়েছি।
আমি একাই দু মগ কফি খেতে পারি, তাই কোনো ফু এর দরকার নেই চোখ টিপি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।