-ঐ বাজার করে আন তো।
-কি আনব?
-ইস, বাজার কি আনবে সেইটাও জিগেস করছে। বোকা ক্যান রে তুই অ্যাতো? যা, ব্যাগ নিয়ে যা।
ব্যাগ মানে বাড়ীর বাতিল মাছ আনা ব্যাগ। সে ব্যাগ নিয়েই বাজার যাত্রা। বাজার? বাড়ীর আনাচে কানাচে এতো রকম গাছপালা থাকতে বাজারের অভাব? কল্পিত দোকানদারের সাথে কাল্পনিক দর কষাকষি। সেই ছোট থলেব্যাগটায় উঁকি দিতে থাকে হরেক লতা,পাতা,ফুল কিংবা গরমের ছুটির সময় পোকা ওয়ালা আম যেটার স্বাদ এখনো বলে দেওয়া যায় চোখ বুঝে।
বাজার এলো। ব্যাগ থেকে রন্ধন পটীয়সীরা একে একে বের করলেন মূল্যবান আগাছা। বকাও খেলাম, যেমনটা বাবাদের খেতে হয় চিরকাল, এটা ওটা ভুলে যাবার জন্য। মাঝে মাঝে আবার ছুটতে হত বাজার। ‘লবণ ছাড়া রান্না হয়?’ লবণ এলো। ছেড়া কাগজে মোড়া দু-মুঠ বালি। সেটা দিয়েই রান্না হত অমৃত। আবার নামানোর আগে চেখে দেখতে হত। বিশেষজ্ঞর মত বলতাম, ‘অ্যাই, ঝাল এত বেশী দিয়েছিস ক্যানো রে?’ উত্তর আসত, ‘ঝাল না খেলে বড় হবি?’
সবশেষে কলাপাতায় করে সেই বহু কাঙ্ক্ষিত দুপুরের খাওয়া। এক পাশে বালি-লবন। একবার কে যেন ছোট গ্লাস কিনেছিল জল খাবার জন্য।
সেই খাওয়ার ঢেকুর তুললাম দিন কয়েক আগে। বাড়ীর পাশের বাচ্চাদের রান্নাবাটি খেলতে দেখে।
*********************************
দীপালোক
ই-মেলঃ
*********************************
মন্তব্য
রান্নাবাটি, রান্নাবাটি, আমরা যারা সে যুগের মানুুষ, তাদের মাঝে এমন লোক বিিরল যে রান্নাবাটি খেেলেনি।![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
দুম করে কেমন বড় হয়ে গেলাম, তাই না?
- দীপালোক
আচম্বিতে একটুকরো ছেলেবেলা পেয়ে যাওয়াতে বেশ লাগলো
আরো লিখুন আপু।
'আপু'?
- দীপালোক
আহা, সেই কতকাল আগের দিনগুলো! পোস্ট ভালো লাগল।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
- দীপালোক
এক টুকরো অতীত যেন চোখের সামনে ভেসে উঠল।
ভালো লাগলো লেখা/ছবি।
শুভেচ্ছা![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ছোট জিনিষেও বড় আনন্দ পেতাম তখন।
মন্তব্যের জন্য।
আর এখন?
- দীপালোক
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভীরে
ছোট্ট বেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজো এই মনকে ঘিরে
আপনার লেখা পড়ে ছোট্ট বেলার সেই খেলার সাথীদের মনে পড়ে গেল
ফাহিমা দিলশাদ
মাঝে মাঝে ঝলসে ওঠে সে-সব স্মৃতি, ভেতর জুড়োয়, পোড়ায়ও, তাইনা?
-দীপালোক
আমার পিচ্চিকালে প্লাস্টিকের প্যাকেটে পিচ্চি-পিচ্চি খেলনা হাড়ি-পাতিলের সেটা পাওয়া যেত। আমরা বলতাম 'রান্নাবাটি সেট'। এমনি একটা নতুন কেনা সেট হারিয়ে ফেলে সেই ৪/৫ বছর বয়সে কি যে কেঁদেছিলাম। আপনার লেখা পড়ে হঠাৎ এতকাল আগেকার কথা মনে পড়ে গেল। আশ্চর্য!
ইয়ে, পোস্টের প্রথম ছবি যেটা নীড়পাতায় এসেছে সেটার প্রস্থ একটু বেশি বড় হয়ে গেছে। ছোট করে দিলে ভাল হয় মনে হয়।
****************************************
![](http://farm6.static.flickr.com/5201/5238901770_07cdea183b_m.jpg)
তারপর নিশ্চয় চোখ মুছে আবার ফেলে দেওয়া বাতিল এটা ওটা নিয়ে ফের রান্নাবাটিতে মজেছেন।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ফ্লিকারে আপলোড করার সময় তো ছবির সাইজ 'স্মল' করা ছিল। তাহলে কি মূল ছবির পিক্সল আরো কমিয়ে নেব?
- দীপালোক
width="640" height="427" -- এই সাইজে দিয়ে দেখুন।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সেই যে আমার নানা রঙের দিনগুলি ......![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
মায়া ভরা ছবিলেখা দিলেন একখান!
facebook
নতুন মন্তব্য করুন