ফরমালিন কি হারাম নয়?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ৩০/০৬/২০১৪ - ৭:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই পবিত্র রামাদান মাসে এসে একটি চিন্তা আমার দিলে ঘুরপাক খাচ্ছে।

ফরমালিন কি হারাম নয়?

পানিতে ফরমালডিহাইডের দ্রবণকেই ফরমালিন বলা হয়। মমিন ভাইয়েরা ও মমিনাহ বোনেরা কি জানেন, এই ফরমালডিহাইড কিভাবে প্রস্তুত করা হয়?

হাঁ, আপনারা সহীহ আন্দাজ করেছেন। ফরমালডিহাইড প্রস্তুত করা হয় ইসলামের দৃষ্টিতে হারাম এলকোহলের অক্সিডেশনের মাধ্যমে। কোন একটি ধাতব অনুঘটকের উপস্থিতিতে মিথানল নামক মারাত্মক হারাম এলকোহলকে অক্সিজেনের সঙ্গে উত্তপ্ত করা হলে ফরমালডিহাইড উৎপন্ন হয়। আর সেই বায়বীয় ফরমালডিহাইডকে পানিতে চুবানি দেওয়া হলেই আমরা পাই ফরমালিন, যা আমাদের প্রায় সকল খাবারে ইদানীং পাওয়া যায়।

সাকিব আল হাসানের মিষ্টি শকলের দুষ্টু পত্নীকে নিয়ে দুশ্চিন্তা না করে আসুন না মমিন ভাইয়েরা ও মমিনাহ বোনেরা, এই হারাম উপাদানটি নিয়ে সোচ্চার হই? মঙ্গল পাণ্ডের মতো আসুন আমরাও বেদ্বীনী ফরমালিনের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

যারা হালাল খাবারে হারাম ফরমালিন মিশায়, তাদের উপর এই পবিত্র রামাদানে আল্লাহর রহমতের দুয়ার বন্ধ হয়ে যাক।

ইতি,
চিন্তিত মমিন


মন্তব্য

সজীব ওসমান এর ছবি

আপনার হারাম উপাধির যুক্তিটা বুঝিনাই। এলকোহল থেকে তৈরি বলেই হারাম- এইটা বলতে চাইছেন? এন্ড প্রোডাক্ট কী সেইটা দেখা উচিত না? আবার যাহা আপনার মস্তিষ্ককে বায়বীয় ভাব দেয়না তাহা হারাম নয়- এই কাউন্টার যুক্তিতে আপনার যুক্তি খন্ডন করে দিতে পারেন অনেকে।

ফরমালিনকে বরং এই যুক্তিতে হারাম বলা উচিত:

'মানব শরীরের জন্য চরম ক্ষতিকর বিধায় ফরমালিন হারাম।'

দীনহিন এর ছবি

সিরিয়াস সব প্রশ্ন! হাসি
ফরমালিন বিষয়ক এরকম ছিটেফোঁটা মন্তব্যে হবে না, সজীব ভাই; আপনি বরং একটি আলাদা ব্লগ লিখে ফেলুন! সচলের সিরিয়াস পাঠক-পাঠিকাদের তরে!

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

সজীব ওসমান এর ছবি

হেহে.. হাসি

ফরমালিন যে খারাপ এটা মোটামুটি সবাই জানেন। তাই হারাম হিসেবে আখ্যায়িত করাটা একটা ভাল বুদ্ধি, লোকে এসব হালাল-হারাম বিষয়ে বেশ সংবেদনশীল। আসলে একটা সামাজিক আন্দোলন প্রয়োজন ফরমালিনের বিপক্ষে। আমার সিরিয়াস লেখায় কাজ হবেনা, কারন আমি সেই গতানুগতিক কেন বিষাক্ত, কেন খাবেন না সেসবই লিখবো। তারচেয়ে যারা ফরমালিন মেশান তাদের কে নিরুৎসাহিত করার বুদ্ধিটা বেশি জরুরী। এটা নিয়েই চিন্তা করা যায়। কী বলেন?

সত্যপীর এর ছবি

দেঁতো হাসি

..................................................................
#Banshibir.

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

সাকিব আল হাসানের মিষ্টি শকলের দুষ্টু পত্নীকে নিয়ে দুশ্চিন্তা না করে...........

এই বাক্যের মাজেজা কি? আপনার লেখার বিষয়বস্তুর সাথে এই বাক্যের কোন সম্পর্ক আছে নাকি?

অতিথি লেখক এর ছবি

ফরমালিন হারাম হওয়ার মূল যুক্তি ছিলো এটি মানুষের শরীরে ক্ষতি করে আর জেনেশুনে একজনের ক্ষতি করা ধর্ম কখনো সাপুর্ট দেয় না অর্থাৎ নিষিদ্ধ। নিষিদ্ধ কাজ করাই গুনাহার কাজ আর গুনাহার কাজ ই হারাম। খাইছে

মাসুদ সজীব

সোয়াদ আহমেদ  এর ছবি

ফরমালিন ওয়ালাদের উপর লানত বর্ষিত হইক খাইছে
একটা টমেটো বাইচা গেছিল, ১৬ দিন পরে দেখি উনি বহাল তবীয়তে আছেন!!! জ্যান্ত মানুষ পচে যায় লিকেন ফরমালডিহাইডেড দ্রব্যাদির পচার নাম নাই। ফরমালিনের আবিষ্কারককে একটা নোবেল এবং একটা ইউনুছ পদক দেয়া হোক।

_________
সোয়াদ আহমেদ।

অতিথি লেখক এর ছবি

আসলেই ভাল বুদ্ধি নিষিদ্ধ কইর‍্যা যেহেতু কাম হয় নাই সেহেতু হারাম কইলে কাম হইতে পারে। মনে নাই এরোমেটিক সাবান হালাল কইয়্যা ক্যামনে সবাইরে খাওয়াইসিল।

অভিমন্যু .
________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি

অতিথি লেখক এর ছবি

ফরমালিন খাইলে মৃত্যুর পর আমরা পীর-আউলিয়া হয়ে যাবো।
কারণ, শরীরতো পচবে না।

ভালো থাকুন চিন্তিত মমিন।
আপনার জন্য শুভকামনা।

-----------------------------
কামরুজ্জামান পলাশ

অতিথি লেখক এর ছবি

ফরমালিনের সাথে আবার হারামের কি সম্পর্ক?
শরিফুল_93

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।