অভিজিৎ রায় সহ পৃথিবীর জানা ইতিহাসের প্রারম্ভ থেকে আজ পর্যন্ত যেসব র্যাডিকাল থিংকার, বিজ্ঞানী, ফিলোসফার, সমাজ সংস্কারক, লেখক, কবি, রেশনালিস্ট, এথেইস্ট ও মানবতাবাদীরা যুগে যুগে ফান্ডামেন্টালিস্ট, অর্থোডক্স এন্ড এক্সট্রিমিস্ট রিলিজিয়াস পিপলদের দ্বারা শারীরিক-মানসিক নির্যাতন, দেশ থেকে বিতাড়ন ও হত্যাকান্ডের শিকার হয়েছেন তাদের নিয়ে একটা রিসার্চ বেইজড ডকুমেন্টারি বানিয়েছি।
হাজার খানেক মানুষের জীবনী পড়ে তা থেকে সংক্ষিপ্ত তালিকা করে টাইমলাইন অনুযায়ী সাজিয়ে, নির্বাচিতদের উপরে রেনেসাঁ যুগে ও তার আগে-পরে আঁকা অসংখ্য দুষ্প্রাপ্য পেইন্টিংস, স্কাল্পচারের ছবি আর স্কেচ জোগাড় করে তৈরি করেছি ডকুমেন্টারিটা। ব্যবহৃত পেইন্টিংসগুলোতে অনেক ক্লু আছে ,যারা সেগুলো বুঝবেন হয়ত মজা পাবেন বেশী, কিন্তু না বুঝলেও দেখতে সমস্যা হবে বলে মনে হয় না।
রবীন্দ্রনাথের গান থেকে নেয়া অভিজিৎ রায়ের প্রথম বই 'আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী' নামের ইংরেজিটার অনুবাদই ডকুমেন্টারির নাম এবং নামের মাহাত্ম্য ডকুমেন্টারির কালার থিম দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি।
স্কেচগুলোর মাঝে বেশ কয়েকটা স্কেচ আর্টিস্ট আইউব আল আমিন অনুরোধের খাতিরে এঁকে দিয়েছেন বিনামূল্যে! তাঁর প্রতি কৃতজ্ঞতা।
রেনেসাঁ যুগ ও তার আগে-পরে আঁকা যেসব পেইন্টিংস ব্যবহার করেছি সেগুলোর পরিচয় ও আর্ট স্টাইল ডকুর শেষে ক্রেডিটে পাবেন। যারা ছবি বুঝে দেখতে চান তারা ছবির ইনফো সেখান থেকে নিয়ে গুগল করে নিয়েন।
ওয়েস্টার্ন ক্লাসিকাল মিউজিক ট্র্যাক হিসেবে Henry Purcell, Paul Hindemith, Sergei Rachmaninoff, Dimitri Shostakovitch এবং Alfred Brendel এর পিয়ানো ও ভায়োলিন অর্কেস্ট্রা ব্যবহার করেছি। সাথে আছে শ্রাবনী সেনের কন্ঠে রবীন্দ্রসংগীত আর 'রনি ডালুমির' কন্ঠে হিব্রু ভাষায় গাওয়া হলোকাস্টের গান।
মিউজিক ট্র্যাকগুলোর বেশিরভাগই কপিরাইট ফ্রি না। ক্ষমা চাচ্ছি সেজন্য।
ওভারঅল প্রায় চারশো ঘন্টার বেশী সময় লেগেছে বানাতে। এই থিমে কাজ বাংলাদেশীদের মধ্য থেকে এর আগে হয়নি। ইংরেজি ভাষাতেও সম্ভবত হয়নি (আমি নিজেই অনেক খুজেছি, কারও জানা থাকলে জানাবেন)।
যাদের নেট স্পিড খারাপ তারা ইউটিউব থেকে দেখতে গেলে বেশ কিছু টেক্সট ব্লার দেখাবে । আমেরিকা, অস্ট্রেলিয়া আর ইউরোপের বেশ কয়েকটা দেশ থেকে দেখা যাচ্ছে জানালেও, কারও কারও আইপি থেকে নাকি ভিডিওটা দেখা যাচ্ছে না বা সাউন্ড অফ! ডকুতে ব্যবহৃত মিউজিক ট্র্যাকের কপিরাইট ইস্যুর কারণে ইউটিউব এমন করেছে।
যেমনঃ জার্মানী থেকে দেখতে গেলে এই ভিডিও ব্লক দেখাতে পারে। কারণ এতে "alfred brendel" এর "Der liermann"ট্র্যাক ব্যবহার করা হয়েছে। শ্রাবনী সেনের একটা গান এতে থাকার কারণে ইন্ডীয়াতে এই ভিডিও ব্লক দেখাতে পারে হয়ত।
যাদের ইউটিউবে দেখতে সমস্যা হবে তাদেরকে মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করে দেখতে অনুরোধ করছি।
এই ডকুমেন্টারির আরও দুইটা ভার্সন রিলিজ করা হবে পরে। একটা হচ্ছে ভয়েস ওভার দিয়ে, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান সাব-কন্টিনেন্টের যারা এখন পর্যন্ত নির্যাতিত হয়েছেন শুধু তাদের নিয়ে।
যে যত খুশি দেখুন, যেখানে খুশি দেখান; আমার অনুমতি নিতে হবে না।
কোনও নির্দিষ্ট ধর্ম নিয়ে কোনও প্রকার বক্তব্য এই ডকুতে নেই, তবুও যাদের ধর্মানুভূতি অল্পতেই আঘাতপ্রাপ্ত হয় তাদেরকে দেখতে নিষেধ করছি।
নাম: Luminary wayfarers of Darkness.
ডিরেকশন এবং মেকিংঃ Ahmad Rony
যোগাযোগঃ juktibadi@gmail.com
দৈর্ঘ্য: 22min.
সাইজ: 977 MB.
রেজুলেশনঃ 1080p
কোডেকঃ h264
ইউটিউব লিংকঃ
মিডিয়াফায়ার ডাউনলোড লিংকঃ
মন্তব্য
ইউটিউবে দেখতে সমস্যা হয়নি আমার। আপনার কাজটা ভালো লাগলো ভাইয়া।
মকবুল ফিদা হুসেনও তো মনে হয় এমন অবস্হার শিকার হয়ে সম্ভবত ইংল্যাণ্ডে মৃত্যবরণ করেন।
তারটা বাদ গেছে। পাকিস্তানের আরেকজন এই মুহূর্তে নাম মনে আসছেনা তারটাও আসতে পারতো।
আমি গতকাল মোবাইলে দেখেছি। সমস্যা হয়নি। মিউজিক, নামকরণ, আপনার পরিশ্রমের কথা সব ভাল লেগেছে। যাদের দেখলাম, তাদের সম্পর্কে আরও জানার আগ্রহ হচ্ছে। সামনে নতুন কাজ আমাদের সামনে আনুন সেই শুভকামনা রইল।
-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু
আমি এখন রৌদ্র-ভবিষ্যতে
রনি ভাই,
যে শ্রম ও সময় দিলেন তার তুলনা বিরল। ভালো থাকুন।
এর একটা বাংলা ভার্শন চাই আপনার কাছে।
নিঃসন্দেহে একটা দারুন এবং সময়োপযোগী উদ্যোগ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
--------------------------------------------------------------------------------------------------------------------
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...
অসাধারণ উদ্যোগ
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
শুভ উদ্যোগ! আরও আসুক।
এখনো দেখিনি। পুরো দেখে আবার লিখবো।
তবে এই উদ্যোগের জন্য অভিনন্দন।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সবাইকে ধন্যবাদ।
ডকুমেন্টারি বানানোতে আমি এমেচার বলে ভুল ত্রুটি থাকতে পারে। যদিও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যেন ভুল না হয়, ডকুমেন্টারিটা যেনও বিশ্বমানের হয়।
তবুও ভুল রয়েছে, দুই জায়গায় বানান ভুল চোখে পড়েছে। দার্শনিক আবু আল-মারি এর জন্মস্থান সিরিয়ার জায়গায় লিখেছি স্পেন!
ক্ষমা চাচ্ছি সেজন্য।
নতুন মন্তব্য করুন