ছবিব্লগঃ সাগর থেকে ফেরা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০১/০৫/২০১৫ - ১০:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

উঠল বাই তো মন্দারমনি যাই। যাই ক্যামনে? বাড়ি থেকে সাতশ কিলোমিটার ডিঙিয়ে কোলকাতা। সেখান থেকে দীঘার বাস ধরে চালখোলা বলে একটা গঞ্জ আছে সেখান থেকে নেমে ট্রেকার ধরে মন্দারমনি।

যেমন মিষ্টি নাম, ঠিক তেমনই আদুরে বেলাভূমি। যাদের সাগর টানে, প্রতিবার যাওয়ার আগে কল্পনায় যেমন সাগর দেখি আমি, আমরা, মন্দারমনি ঠিক সেরকম। লম্বা তট। সী-বিচের পাশে সার সার হোটেল, রিসর্ট, কিন্তু গায়ে গায়ে লাগা নয়। ঝাউবন। ঘোর লাগা ভোর। কাকড়ার হুটোপুটি। হাওয়া। নিস্তেল গা এলিয়ে দেওয়া ঢেউ। ডিঙ্গি। জেলেদের মাছধরা। আর, নিলিবিলি সাগর যাপন।

ব্যাস। আর কী চাই? সাগর পারের ঝুপড়ি রেস্তোরাঁয় পাবেন টাটকা সমুদ্রের মাছ ভাজা, এটা ওটা। আর অনাবিল আতিথেয়তা। বাইক ভাড়া নিয়ে বেলাভুমি চষে বেড়াতে পারেন ইচ্ছে হলে। আর না হলে বসে পরুন সাগরের দিকে মুখ করে। যতক্ষন খুশী।

আর যাদের পায়ের তলায় সর্ষে, তারা দিনে দিনে ঘুরে আস্তে পারেন নিকটবর্তী দীঘা, শংকরপুর, তালসারি(এটা কিন্তু ভিন রাজ্য ওড়িষায়)। একই সাগর। কিন্তু পালটে যাওয়া রং, সাগর পারের সৌন্দর্য, মানুষ।

কি যাবেন?

১। ভোর ১
IMG_8055

২। ভোর ২
IMG_8042

৩। চোখে ঝিলমিল লেগে যাবে
IMG_8109

৪।আকাবুকি
IMG_8064

৫। আকাবুকি ২
IMG_8118

৬। একলা সমুদ্দুর
IMG_8065

৭। ওরা কাজ করে
IMG_8315

৮।মাঝি তুমি বইঠা ধর রে
চল যাই দূরে সুদূরে
IMG_8317

৯। বুনন
IMG_8357

১০।বুনন ২
IMG_8350

১১। বুনন ৩
IMG_8354

১২। বিকিকিনি
IMG_8395

১৩। বিকিকিনি ২
IMG_8326

১৪। বেলা বিনোদন
IMG_8351

১৫। মুখ
IMG_8455

১৬। মুখ ২
IMG_8439

১৭। তালসারির লাল কাকড়া
IMG_8413

১৮। দৌড় নামা
IMG_8409

১৯। দীঘার দিয়েগো
IMG_8402

২০। আবার আসিব ফিরে
IMG_8228

***************
# দীপালোক
#

***************


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

অনেকদিন পর আপনার তোলা ছবি দেখা হলো। সবক'টা ছবিই দারুণ। তবে বিশেষ করে 'ভোর-২' ছবিটা আমার সবচেয়ে বেশী পছন্দ হয়েছে...

অতিথি লেখক এর ছবি

আপনাকেও অনেক দিন পর দেখলাম সচলে।
ছবি তোলা হয় টুকটাক, কিন্তু আলসেমির চোটে পোষ্টানো হয় না।
ভালো থাকবেন।
- দীপালোক

অতিথি লেখক এর ছবি

ছবিগুলো দারুণ লাগলো।

স্বয়ম

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
- দীপালোক

রানা মেহের এর ছবি

ছবিগুলো খুব ভাল লাগলো। বিশেষ করে মুখ ২।

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
- দীপালোক

প্রৌঢ় ভাবনা এর ছবি

আহা, দারুণ সব ছবি! মন্দারমনি! নামটা মনে রাখতে হবেতো! হাসি

অতিথি লেখক এর ছবি

শুধু মনে রাখা কেন?
আসুন এদিকপানে হাসি

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ছবিগুলো ভালো লাগলো। আরো বর্ণনা পেলে মন ভরতো।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
আঙুল আলসেমি করে মাঝে মধ্যে। তাই বর্ণণা ছাট্রার।
চেষ্টা করব পরবর্তী ছবিব্লগ আরো বর্ণণা সমৃদ্ধ করার।
- দীপালোক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।