বাঘের কম্বল
আকাশলীনা নিধি
এক দেশে ছিল এক বাঘ। সেই দেশে ছিল অনেক অনেক শিত।
বাঘ সুনেছে মানুষ নাকি কম্বল গায়ে দেয়। আর ওখানে একটা বুড়ি থাক্ত।
বুড়ির বাড়ি যেতে হলে ঊচা পাহার হেটে নদী পার হয়ে ভেরার বাগান পার হয়ে যেতে হয়।
তারপর বাঘ ভাবল আমার জদি কম্বল থাকে আর শিত লাকত না।
বাঘ তারপর পাহার হেটে নদী পার হয়ে ভেরার বাগান পার হয়ে বুড়ির কাছে গেল।
গিয়ে বুড়িকে বলল আমাকে একটা কম্বল বানিয়ে দাও।
বুড়ি বলল কম্বল বানাতে ঊল লাগবে, ঊল এনে দাও।
বাঘ গেল ভেরার কাছে। ভেরাকে বলল আমাকে ঊল দাও।
ভেরা বলল ভাল্লুক আমার বাচ্চাকে খেয়ে ফেলেছে। তুমি যদি আমার বাচ্চাকে এনে দাও তাহলে দেব।
বাঘ গেল ভাল্লুকের কাছে। গিয়ে বলল ভেরার বাচ্চাকে ফিরিয়ে দাও।
ভাল্লুক বলল দেখছ আমার পেটটা দেখছ? মধু এনে দাও আমি মধু খাব।
বাঘ গেল মৌমাছির কাছে। গিয়ে বলল মধু দাও।
মৌমাছি বলল তুমি আগে কৃষিকে বল ফুল দিতে।
বাঘ তখন গেল কৃষির কাছে। গিয়ে বলল ফুল দিতে।
কৃষি ফুল দিল। বাঘ সেই ফুল দিল মৌমাছিকে।
মৌমাছি ফুল থেকে মধু বানিয়ে দিল।
বাঘ মধু নিয়ে ভাল্লুকের কাছে গেল। ভাল্লুক মধু খেয়ে ভেরার বাচ্চাকে ফিরিয়ে দিল।
বাঘ ভেরাকে তার বাচ্চা দিল। ভেরা ঊল দিল।
বাঘ উল বুড়িকে দিল। বুড়ি কম্বল বানিয়ে দিল। বাঘ ওটা নিয়ে অনেক খুশি হয়ে গেল।
* কারিগরি সহযোগিতায় নিধির বাপ
* বানান অপরিবর্তিত
মন্তব্য
(কিটক্যাটের ইমো থাকলে গুড় না দিয়া কিটক্যাট এর ইমো দিতাম।)
ব্লগবাড়ি । ফেসবুক
আচ্ছা তাহলে পরেরবার কিটক্যাট না এনে ইমো এনো
নিধি
নিধির জন্য ভালবাসা আর কারিগরি সহযোগিতার জন্য নিধির বাপের জন্য । নিধি আরও আরও গল্প লেখুক । বানানগুলো এত্ত মজার, ছোটবেলার স্কুলের খাতা উঁকি মেরে গেল একঝলক।
দেবদ্যুতি
পরেরবার আরো মজার মজার গল্প লেখবো, কমিক্সও লেখবো
নিধি তো প্রথম লেখাতেই তার বাবাকে ছাড়িয়ে গেছে। অভিনন্দন!
--------------------------------------------------------------------------------------------------------------------
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...
ধন্যবাদ
নিধি
নিধি, গল্প অসাধারণ হয়েছে। বাঘটার আরো গল্প থাকলে সেগুলোও লিখে ফেল। গরমকালে বাঘটা কী করে? তার কি তালপাখা আছে?
সচলায়তনের সবচে কম বয়সী ব্লগারকে সচলায়তনে স্বাগতম
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
না তালপাখা নেই, পরেরবার আরো বাঘের গল্প লেখবোনে
নিধি
"ভাল্লুক বলল দেখছ আমার পেটটা দেখছ? মধু এনে দাও আমি মধু খাব।" - আমার কতা বলচে!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
তোমার মধু খুব পছন্দ বুঝি, দাদাভাই? সুন্দরবনের খাঁটি মধু পাঠিয়ে দেব তবে তোমার জন্য
দেবদ্যুতি
তোমার পেট কি ভাল্লুকের মতো বড়?
নিধি
ঠিক ধরেছ
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
দারুণ দারুণ!
_________________
[খোমাখাতা]
ধন্যবাদ
নিধি
গরমকালে বাঘের কিন্তু ফ্যান লাগবে। পরের গল্পের জন্য অপেক্ষা করছি।
ফ্যান না এসি দিলেই হবে
নিধি
সবাই তো কিছু না কিছু কিছু পেল, কিন্তু বেচারি বুড়ি কি কিছু পাবে না? পরের গল্পে বেচারি বুড়িকে কিছু দেয়ার ব্যবস্থা করো, নিধি। অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
আচ্ছা বুড়িকেও ভাল্লুকের মতো মধু দিয়ে দিবোনে
নিধি
গল্প খুব ভালো হয়েছে মা।
কিন্তু একটু ছোট হয়ে গেলনা?
বাঘ কম্বল গায়ে দিয়ে আরো কী কী করলো সেটা নিয়েও একটা গল্প লিখে ফেল।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ঠিক আছে লেখবো
নিধি
বাহ!! দারুণ!
অনেক অনেক ধন্যবাদ
নিধি
দারুণ নিধি!
(ওর কন্ঠে এ গল্পটা শুনতে কেমন লেগেছে নিধির বাপ? নিধির অডিও ব্লগ হতে পারে?)
প্রথমে এই গল্প খাতায় লিখেছিলো বেশ কিছুদিন আগে। আজকে ব্লগে তোলার সময় আবার নিজে পড়ছিলো আর কারেকশন করে বলে দিচ্ছিলো। সে যেভাবে বলেছে সেভাবেই লিখেছি।
অডিও ব্লগের আইডিয়াটা ভালো। নেক্সট গল্প তাইলে অডিওসহ
______________________________________
পথই আমার পথের আড়াল
গল্পের পাশাপাশি গ্লপ শোনার ব্যবস্থার প্রতিশ্রুতির জন্য 'নিধির বাপ'-এর জন্য আগাম ধন্যবাদ
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
আমি তো বলিনি, আমি তো ভেবে ভেবে লিখেছি
নিধি
কৃষি লোকটা মানুষ ভালো। বাকিরা খালি এইটা দাও ঐটা দাও।
ভাল্লুকটারেও পছন্দ হয়েছে। অনন্ত জলিল ভাল্লুক। অসম্ভবকে সম্ভব করাই যার কাজ। ভেড়ার বাচ্চা খেয়ে আবার ফিরত ও দিল কেমন সুন্দর!
..................................................................
#Banshibir.
ও তো চাবায়নি। ওর লম্বা হাত দিয়ে মুখ থেকে বের করে দিয়েছে
নিধি
দারুণ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ধন্যবাদ
নিধি
নিধি, আরো অনেক অনেক অনেক অনেক গল্প আমাদের জন্য লিখ, কেমন? আর গল্প শোনাবে আস্তে আস্তে? কী ভালই না লাগবে আমাদের!
অটঃ নিধি বোধ করি সচল পরিবারের দ্বিতীয় প্রজন্মের প্রথম লিখিয়ে। ওকে 'সচল' করে দেয়া না? নিদেন পক্ষে 'হাচল'? ও নিজের নামেই লিখুক।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
ঠিক আছে
নিধি
অডিও বা ভিডিওব্লগ চাই। শুভকামনা নিধি মামনি। গল্প খুব ভালো হয়েছে। তুমি বাবার চাইতেও বড় লেখক/গল্পকার হবে এই আশা করি।
অনেক ধন্যবাদ আর ঠিক আছে
নিধি
ওরে বাবারে বাবা, বাঘ দিয়ে শুরু হলো একেবারে!!!
কাকতাল আর কারে বলে, এইদিকেও বাঘ চর্চ্চা হলো। তিষ্ঠো, তুলে দেবানে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
তো কি মৌমাছি দিয়ে শুরু করবো?
নিধি
অনেক সুন্দর হয়েছে নিধিমা!
তুমি এটাকে পড়ে শুনাবা আমাদের জন্য?
অনেক শুভকামনা!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এখন না পরে
নিধি
গল্পটা পড়ে মন ভালো হয়ে গেল! কি চমৎকার একটা গল্প। অনেক অনেক শুভকামনা।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
অনেক অনেক ধন্যবাদ
নিধি
নিধির কল্পনাশক্তিতে মুগ্ধ হলাম!
কম্পিউটার বিজ্ঞানে এক ধরনের ডাটা স্ট্রাকচার আছে। স্ট্যাক। এই গল্পে স্ট্যাক যে কয় লেভেল পর্যন্ত ব্যবহার হয়েছে তা প্রসংশনীয়। নিধিকে প্রোগ্রামিং এও হাতে খড়ি দেবার অনুরোধ করে গেলাম। সবাইকে তাক লাগিয়ে দেবে...
ইচ্ছার আগুনে জ্বলছি...
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
না পারবো না শিখতেও চাই না
নিধি
নেও, আরেকটা বাঘের গল্প
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
এটাও বেশ ভালো একখানা গল্প: কী মায়াময়। আরো আরো লেখা চাই এই ছোট্ট গল্পকারের।
----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন
এই গল্পটা পরে পড়বো
নিধি
অভিভূত হলাম নিধি। মামনি তুমি অনেক বড় হয়ে যখন এই ব্লগটি পড়বে, এই কমেন্টগুলোও দেখবে। তোমার এই বয়েসে আমি সত্যি এমন গল্প লিখতে পারতাম না। তুমি অনেক বিশাল একজন লেখিকা। তোমার মা বাবার সাথে আমরাও গর্ববোধ করছি।
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ
নিধি
অলে অলে নিধি মনি..….…বেশ বেশ.…তোমার মত মিষ্টি তোমার গল্প্খানি
এ্যানি মাসুদ
ধন্যবাদ
কঠিন অবস্থা বোলগার নিধি! দারুণ গল্প। কী অসাধারণ স্মৃতি হয়ে থাকবে এই ছোট্ট নিধি যখন অনেক বড় হবে।
নজু ভাই, নিধির-হাতে-লেখা-গল্পটার একটা স্ক্যানড কপি সযত্নে কোথাও তুলে রাইখেন। এই ভুল বানানসহ গল্প একদিন অনন্য স্মৃতি হয়ে থাকবে নিধি এবং তার উত্তরপ্রজন্মের জন্য। আর হ্যাঁ, অডিও/ভিডিওব্লগের অপেক্ষায় থাকলাম। অনেক অনেক শুভকামনা নিধি
----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন
আমার তো এখনো পড়লে মজা লাগে
নিধি
...........................
Every Picture Tells a Story
এইটাকে দেখে বাঘ মনে হচ্ছে না শেয়াল মনে হচ্ছে
নিধি
বাহ! দারুণ গল্প। নিধির জন্য অনেক অনেক আদর।
ধন্যবাদ
নিধি
সচলেও পরিবারতন্ত্রের থাবা? ৪৯ বিবৃতিজাদা শুনুক খালি!
যাক গিয়া, চমৎকার গফ। ইস্টকে থাকলে আরও আসুক।
সচলে "কোলে নেয়ার" আর "চকোলেটের" ইমো দরকার।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ঠিক আছে আরো লেখবো
নিধি
ভাল গল্প। সকলের জন্য সকলকে প্রয়োজন, এটা দেখলাম। আবীর
ধন্যবাদ
নিধি
কী চমৎকার কল্পনাশক্তি নিধিমনির! বাংলা ব্লগের কনিষ্ঠতম সদস্যকে স্বাগতম!
কারিগরি সহযোগিতার জন্য নিধির বাপের পিঠ চুলকে দিলাম!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আমি তো কল্পনা করে অনেক জিনিসও বানিয়েছি
নিধি
ব্লগে লেখার বুদ্ধিটা খুব ভালো হয়েছে, নিধি। গল্পটা তো তোমার খাতায় আগেই পড়েছিলাম। খুব সুন্দর গল্প। এমন আরো লিখতে থাকো। চাইলে গল্পের সাথে তোমার আঁকা ছবিগুলোও দিয়ে দিতে পারো।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ঠিক আছে ছবি দিবো
নিধি
মনটা ভালো হয়ে গেলো রে নিধি! সচলে স্বাগতম হে
অডিওতে গল্প শোনার অপেক্ষায় থাকলাম।
মজারু গল্পটা শেয়ার করার জন্য নজরুল ভাইকে ধন্যবাদ।
অডিওতে পরে গল্প শোনাবোনে
নিধি
'ভেরার বাগান', এই শব্দযুগল পড়েই ভক্ত বনে গেলাম। কী কল্পনাশক্তি!
ক্যান ভেরার বাগান কি দেখোনি?
নিধি
অনেক কিউট একটা গল্প।
ওরে আদুরে ------------------------
নিধি তোমাকে তোমার একটা ভাইয়ার গল্প শুনাই। ও রাতে আমাকে মাঝে মাঝে গল্প শোনায়। শোনো---
তোমাকে এত্তগুলা চকলেটি আদর। আরও লেখা চাই।
-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু
আমি এখন রৌদ্র-ভবিষ্যতে
পিচ্চিদের জন্য তিনবার করে আদর।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নিধি তোমার গল্পটা পড়ে ভাল লেগেছে। বেশ হিংসাও হল সেই সাথে। তুমি আমার থেকে অনেক ভাল গল্প বলা শিখে গেছ এই জন্যে হিংসা। আমি তখনো স্কুলে যাওয়া শুরু করিনি, বাড়িতে কোন অতিথি এলেই আমি দৌড়ে যেয়ে মহা উৎসাহে গল্প শোনাতাম, একটাই গল্প জানতাম আর সেটা ছিল এরকমঃ তখুন শিয়াল হারকিনটা নিয়ে বারান্দায় গেলো। তাহলেই বোঝ আমার দৌড়।
এখন আসি তোমার গল্পে। বাঘের কম্বলের ব্যাপারে আমার একটা জিনিস বারবার মনে হচ্ছে; কম্বলটা কি যথেষ্ট বড় ছিল? বেচারার লেজটা কি ঢাকা পড়ল ঠিকমত? বড়ই টেনশনে আছি বাঘের লেজটা নিয়ে।
ভাল থেক নিধি, আর লেখালেখি চালু রেখ।
_______________
আমার নামের মধ্যে ১৩
নতুন মন্তব্য করুন