এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার "ফ্ল্যাগ অব বাংলাদেশ" লেখাটাতে কিছু অস্পষ্টতা দেখলাম। সেখানে লেখা হয়েছে "বাংলাদেশের পতাকা পাকিস্তানের পতাকার মত গাঢ় সবুজ"। ব্রিটানিকার এই নিবন্ধে আরও লেখা হয়েছে "প্রায় সবার কাছে সবুজ হচ্ছে ইসলাম ধর্মের প্রতি বিশ্বাসের প্রতীক। অফিসিয়ালি বাঙ্গালিদের দেশটা ধর্মনিরপেক্ষ, সেজন্য তারা সবুজকে প্রকৃতি ও তারুণ্যের প্রতীক হিসাবে বর্ণনা করে"।
পাকিস্তানের পতাকার সাথে আমাদের পতাকার তুলনাটা কিভাবে যুক্তিযুক্ত বুঝতে পারলাম না। খালি চোখে দেখলে যে কেউ বুঝবে দুই পতাকার সবুজ রঙের মধ্যে পার্থক্য আছে। নিবন্ধটার এই লাইনগুলো পড়লে হয় আমরা পাকিস্তান থেকে সবুজ রঙটা কপি করেছি। তবে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ বলে পাকিস্তানের সবুজ রঙের "ইসলামি" অর্থটা বদলে দেয়া হয়েছে।
ইংরেজিতে প্রকাশিত বিশ্বকোষগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। পৃথিবীর বড় বড় পণ্ডিতরা এর বিভিন্ন নিবন্ধ সম্পাদনা করেন। "ফ্ল্যাগ অব বাংলাদেশ" লিখেছেন ম্যাসাচুসেটস এর ফ্ল্যাগ রিসার্চ সেন্টারের পরিচালক হুইটনি স্মিথ।
সদস্যনাম: সৌমিত্র
মন্তব্য
খুব দরকারী লেখা।
এটা সম্পাদনা করানোর সিস্টেম কী?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
correctionsdesk@eb.co
এই এড্রেসে ইমেইল করলে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার এডিটোরিয়াল স্টাফরা নিবন্ধটা রিভিউ করে দেখবে।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
বাংলাদেশের পতাকা সহীহ ইসলামী সবুজ নহে। সৌদি বা পাকিদের সবুজ একরকম। বাংলাদেশের সবুজের সাথে বরং এই ক্রিসমাস সিজনে যেসব সবুজ লাল জিনিস বাজারে উঠে সেই সবুজটার মিল পাই।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
দরকারী একটা লেখা হয়েছে।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
নতুন মন্তব্য করুন