যে বান্দরবন দেখে নি, সে বাংলাদেশটাই দেখে নি।
যতবার বান্দরবন যাই, ততবার কথাটা হৃদয় দিয়ে উপলব্ধি করি। দেশের বাইরে যাওয়ার সুযোগ পাই না। তারেক অণু ভাইয়ের মত পরিব্রাজক হওয়ার ইচ্ছে থাকলেও সুযোগ তো আর নেই। অতএব বান্দরবন দেখেই সাধ মেটাই। সমুদ্র থেকেও পাহাড় আমাকে বেশি টানে। তাই পাহাড়ের কিছু সৌন্দর্য না হয় আপনাদের সাথে শেয়ার করি। ছবিগুলো তুলেছিলাম ২০১৫ সালের জুন মাসে। বান্দরবনের ৩ থানা আলীকদম, লামা এবং থানচি'তে একটা ঝটিকা সফর দিয়েছিলাম একা একাই। ডিম পাহাড় আর আলী সুড়ঙ্গে এডভেঞ্চারএর গল্প তো করেই ফেলেছি। এইবার শুধু ছবি দেখব।
চকরিয়া থানা থেকে লামা এবং আলীকদম থানায় যাওয়ার রাস্তা।
মেঘের আড়ালে আলিকদম শহর।
পাহাড়গুলোর ঘুম ভাঙবে কখন?
আলীকদমের টিপরা বসতি। এইরকম একটা বাড়ির মালিক হতে পারলে মন্দ হত না।
থানচিতে অবস্থিত ২৫০০ ফুট উঁচু রহস্যময় ডিম পাহাড়।
রাস্তাটা মনে হচ্ছে যেন পাহাড়ের ভিতর ঢুঁকে গেছে।
মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স, লামা। মিরিঞ্জা নিয়ে একটা আলাদা পোস্ট দিব একদিন।
এই মেঘ, রৌদ্রছায়া।
বাচ্চারা সবসময়ই সুন্দর।
পাহাড়ের উপর থেকে দেখা থানচি শহর।
আলী সুড়ঙ্গে যাওয়ার পথে চমৎকার কাঠের সেতু।
ইচ্ছে করে অনন্তকাল এইখানে বসে থাকি।
বাংলাদেশের উচ্চতম রাস্তা (২৫০০ ফুট), থানচি-আলীকদম আঞ্চলিক সড়ক।
আজ এই পর্যন্তই। পরেরবার মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সের গল্প নিয়ে আসব।
ফাহমিদুল হান্নান রূপক
মন্তব্য
ভাল্লাগসে। (Y)
অর্ণব
ধন্যবাদ।
ফাহমিদুল হান্নান রূপক
আরেকটু লিখতেন, কিভাবে গেলেন, কোথায় থাকলেন, কী খেলেন। বান্দরবান আমারও প্রিয় জায়গা। লিখুন আরো।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
পরের পর্ব মিরিঞ্জা নিয়ে লিখব। সেখানে না হয় থাকা-খাওয়া নিয়ে লিখব বিস্তারিত।
ফাহমিদুল হান্নান রূপক
দারুন !
:)
ফাহমিদুল হান্নান রূপক
ছবিগুলি খুবই সুন্দর হয়েছে। দক্ষ ফটোগ্রাফার!
ডাউনলোড করে নিলাম।
পাহাড়ের দৃশ্য ডাউনলোড না করে পারা যায়?
অতিথি লেখক
ডিবেটার সাদ্দাম হোসেন
সবগুলোই মোবাইল ক্যামেরায় তোলা। ঘুরতে গেলেই একটা ডিএসএলআর এর অভাব খুব অনুভব করি। :( প্রশংসার জন্য ধন্যবাদ। :)
ফাহমিদুল হান্নান রূপক
(Y)
(ধইন্যা) (ধইন্যা)
ফাহমিদুল হান্নান রূপক
জেলাটার নাম 'বান্দরবান', বান্দরবন নয়।
এরপর থেকে না হয় ঠিক করে দিব।
ফাহমিদুল হান্নান রূপক
সাগর থেকে পাহাড় আমাকেও বেশি টানে সবসময়, সাগর টেনেছিলো একবারই- কুয়াকাটায়। বান্দরবানের পাহাড়গুলো এত মায়াময়!
...............................................................
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”
বান্দরবানের পাহাড়গুলো সত্যিই মায়াময়। মেঘের আড়ালে যখন পাহাড়ের চূড়াগুলো ঢাকা পড়ে তখন সেটা ভালভাবে উপলব্ধি করা যায়।
ফাহমিদুল হান্নান রূপক
নতুন মন্তব্য করুন