কেউ একজন জানতো, বলেনি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১২/০৪/২০১৬ - ৮:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেউ একজন জানতো, বলেনি। কয়েকজন খুঁড়ে তুলছিল একটা পোকায় খাওয়া বিপ্লব। আর তাদের ঘাম ঝরে ঝরে পড়ছিল বৃষ্টির মত। ওদের ঘাম শুকোবার আগেই মজুরী চুকিয়ে দিতে পাশেই দাঁড়িয়েছিল টুপি পরা একজন লোক, আতরের গন্ধে সে ভারি করে তুলছিল আশপাশের বাতাস। অক্ষরের পর অক্ষর বসে যাচ্ছিল নিজের নিজের মত। আকাশ থেকে কিছু নামার কথা ছিল। এমন একটা দিন আসবে বলেছিল ওরা যে দিনটায় অন্যদিন গুলোর মত ধুলোবালি থাকবেনা। আর সত্যি সত্যি আকাশ থেকে নামছিল, আর ধুলোবালি নয় সেই মাহেন্দ্র দিনটির গায়ে লেগেছিল চাপ চাপ মানুষের রক্ত। কেউ একজন জানতো, বলেনি। বলেনি এই সব রক্তগন্ধ ছাপিয়ে বাতাসে ভারি হয়ে ভাসবে আতরের গন্ধ। ইতিহাসের ঘন জঙ্গলের ভেতর বিপ্লবের আগুন জ্বালিয়ে কয়েকজন সেঁকে নিচ্ছিল হরিনের কাঁচা মাংশ। হরিন এত জোরে ছুটেছিল যে হরিনের পা দেখা যাচ্ছিলনা। ভুসুকু চিৎকার করছিলেন, হে হরিন বনে ব্যাধ, লহমায় নিরুদ্দেশ হয়ে যাও। কিন্তু সে কবির প্রলাপ, হরিন শোনেনি। হরিন হরিনীর নিলয় না জেনেই পা উল্টো করে আগুনের ওপর ঝুলতে ঝুলতে ক্রমেই সুস্বাদু হয়ে উঠছিল। জলের চাঁদের মত অক্ষর গুলো সত্য নয়, মিথ্যাও নয়। একটা প্রহেলিকা ক্রমশ আকাশ অন্ধকার করে মানুষকে অন্য একটা গল্পে ডেকে নিচ্ছিল। একটা বিপ্লবের পর আরেকটা বিপ্লব এসে একই খেলনা ধরিয়ে দিচ্ছিল। একটা খেলনা ভাঙ্গার পর আরেকটা খেলনার মধ্যবর্তী সময়ে আতরগন্ধীমানুষেরা ছুরিতে শান দিতে দিতে বেরিয়ে আসে। কেউ একজন জানতো, বলেনি। ইতোমধ্যে অক্ষরের পর অক্ষর বসে যাচ্ছিল। সত্যমিথ্যার তোয়াক্কা না করে আকাশ থেকে উল্টো হয়ে ঝুলছিলেন তিনি। দুঃখের বলিরেখা তাঁর মুখে। অবিশ্বাসের হাওয়ায় তাঁর আলখেল্লা ডানা ঝাপটায় আর লুকোনো পকেট থেকে মাটির ওপর এসে পড়ে লাল-নীল বল, জ্যান্ত খরগোস আর সপাটে লহমায় খুট করে খুলে যাওয়া গুচ্ছ গুচ্ছ কাগজের ফুল। অক্ষরের পর অক্ষর মিথ্যে হয়ে যাচ্ছিল। কেউ একজন জানতো, বলেনি।

সোহেল ইমাম


মন্তব্য

রানা এর ছবি

ভালো লাগলো, ....কিছু বানান ভুল রয়েছে

অতিথি লেখক এর ছবি

বানান গুলো যদি একটু ধরিয়ে দিতেন ! বানান নিয়ে সমস্যার শেষ নেই। অনেক ধন্যবাদ।

সোহেল ইমাম

দেবদ্যুতি এর ছবি

চলুক

...............................................................
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সোহেল ইমাম

অতিথি লেখক এর ছবি

আপনার এই লেখা অসম্পূর্ণ সোহেল ইমাম। অনেক গভীর একটা অনুভূতির কথা বলতে চেয়েছেন, কিন্তু লিখতে বসে ফাঁকি দিয়েছেন বলে মনে হচ্ছে। কিছু কিছু জায়গা অদ্ভুত সুন্দর। একবার মনে হল কবিতা লিখতে চেয়েছিলেন, আবার মনে হল চমৎকার একটি গল্পের দিকভ্রান্ত সূচনা। মনস্থির করতে পারেননি, তাই না? রাগ করলেন না তো?
---মোখলেস হোসেন

অতিথি লেখক এর ছবি

হতেই পারে মোখলেস ভাই, যা কিছু করতে চাই তা অনেক সময়ই সাধ্যে কুলায়না। তবে গল্প লিখতে চাইনি। রাগ করবার প্রশ্নই ওঠেনা, এভাবেইতো বোধ সমৃদ্ধ হয়।

সোহেল ইমাম

ঈয়াসীন এর ছবি

চমৎকার

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ ঈয়াসীন ভাই।

সোহেল ইমাম

তাহসিন রেজা এর ছবি

চলুক

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ।

সোহেল ইমাম

হে যুবক এর ছবি

কেউ এক্জন পড়লাম, ... ... ... বুঝিনি।

অতিথি লেখক এর ছবি

পড়লেন এই জন্যই ধন্যবাদ, বোঝাতে পারিনি সেটা আমারই ব্যর্থতা হয়তো।

সোহেল ইমাম

তিথীডোর এর ছবি

পড়লাম, বুঝিনি।
মত > মতো, হরিন হরিনীর > হরিণ-হরিণী হওয়া উচিত। ভুসুকু মানে কী?

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

ভুসুকু চর্যাপদের এক কবির নাম, তার নামাঙ্কিত একটি চর্যা আছে এই হরিন/হরিণ নিয়ে।

সোহেল ইমাম

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চর্যাপদের কবিদের একজনের নাম ভুসুকু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

পড়বার জন্য আন্তরিক ধন্যবাদ। বানান ভুল গুলো পেয়েছেন এইবা কম কি।

সোহেল ইমাম

মাসুদ সজীব এর ছবি

বাহ!

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ ভাই।

সোহেল ইমাম

রীনা আচার্য্য  এর ছবি

ভাল লিখেছেন। হাততালি

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ।

সোহেল ইমাম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।