সবুজ পাতার নাম ধরে ডাকতেই
একটা ঘন অরণ্য চুপচাপ সামনে এসে দাঁড়ালো,
তার কাছেই চেয়ে নিয়েছি আকন্দের বীজ
শিকড় কুড়িয়ে নেয়ার সময়
করতলে উঠে এসেছিলো বিষাদের মতিচূর
তখনও আমার নয়ের ঘরের নামতা পাঠের কৈশোর
জেনেছিলাম, এ ঘন অরণ্য আমার মা হারানো দুধভাই
এ অরণ্য বিষাদের ডাকনাম
এই যে ঝাপুরঝুপুর গহন অরণ্য
চাঁদের আলোয় অমরাবতী এক রাত্রিপুর,
এখানে দলবেধে শেয়ালের ডাক
এখানে হাওয়ায় হাততালি
ফু দিলেই ফু-মন্তর..
এখানে প্রবল ফ্লাশব্যাকে রুমালের পতন
পতনের সুতোয় সুতোয়
মানুষের ঘাম, মহুয়ার মৌতাত
অনামী এ অরণ্যে নীল ফ্রেমে বাঁধাই আমার মায়ের আঁচল
এখানে বাতাসের মন্ত্রে পীত সবুজের ছন্দ দোলে...
ঢিলেঢালা ভিতরবাড়ি
চৈতন্যে গেরুয়া রোদ ঘাম শুষে নেয়
এখানেই একটা স্কুল পালানো পাখির হাজার দুপুর ।
শহরতলীর এপাড়ে
একটা সবুজ পাতা
একটা সুনসান অরণ্য
কিছুটা আঁড়াল... ঈশ্বরের মতন নিবার্সন
আর আমি তাকে পাঠ করি দ্বিতীয়বারের মতো প্রগাঢ় বিপন্নতায়
মিতা চার্বাক
মন্তব্য
মুগ্ধ হলাম। সচলে অনেকদিন পর দারুণ একটা কবিতা পড়লাম। আপনার লেখা আরো পড়তে চাই।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ধন্যবাদ :)
আমিও চেষ্টা করবো আরও লিখতে ।
দারুণ!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
অকে ধন্যবাদ :)
সুন্দর কবিতা। ভাল লাগল।
পড়ার জন্য ধন্যবাদ হে নামহীন লেখক ।
কবিতায় শব্দের কারুকাজ নবত্বাকাঙক্ষা কখনও কখনও মেদমুক্ত নাও হয়ে ওঠতে পারে। সার্বিক অর্থদান থেকে শব্দের অলংকার সামাঞ্জস্য থেকে সরে একটু হেলে পড়লে যে আকুতি লাগার কথা তা নাও লাগতে পারে। এতকথার পরও কবিতাটা যে চমৎকার লাগলো তা না বললে দোষ হবে :) ভালো কবিতা লিখতে সময় লাগে, কাল লাগে। তাই পাঠকদের অপেক্ষা করতে হবে জানি :)
:O
:-?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নজমুল আলবাব ভাইডি, আপনার চিন্তিত হওয়াটা আমারেও চিন্তায় ফালাইলো ! মাথা চুলকানোর ইমো খুঁজতাছি :)
উপরের মন্তব্যসূত্রে আমি চিন্তা প্রকাশ করেছি। এমন গভীর শব্দমালার পাঠোদ্ধারে বিফল হয়েই মাথা ভনভন করে ঘুরছে। এরজন্য আপনার মাথা না চুলকালেও চলবে। :D
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
উত্তরাধুনিক প্রতিক্রিয়া? :S
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আসলে ভুলে “অকে” হয়ে গেছে... ওটা “অনেক” হবে
হ্যাঁ, কবিতাটায় আরও সময় দিতে হত... বড্ড তাড়াহুড়া হয়ে গেছে যেন ! আমার নিজের ও মনে হচ্ছে অনেক জায়গায় ধারাবাহিকতার ঘাটতি আছে।
বুঝতে পারতেছি, কখনো কখনো অতিরিক্ত শব্দের আকুতিতে গল্পটাই ডাকা পড়ে...
আপনার মন্তব্যটার জন্য অসংখ্য ধন্যবাদ... মৃষৎ
- এই উক্তি পরবর্তী কবিতা আপনার কাছ থেকে পেতে সময় লাগতে পারে এই সম্ভাবনা থেকে বলা। বিষাদের ডাকনাম অরণ্য চমৎকার কবিতাটি যথাযথ সময় পেয়েই এত ভালো হয়ে উঠেছে :)
(Y)
সোহেল ইমাম
(ধইন্যা)
সুন্দর!
তবে কবিকে আরো বানান সচেতন হওয়া প্রয়োজন।
আসাদ নূর
ধন্যবাদ... বানান নিয়ে সেই ঝামেলা ! কি যে করি !
অনন্য কল্পনারচ্ছটায় অভিভূত হলেম হে !
কিছুটা বাস্তব, কিছুটা কল্পনা, অনেকটা বোধ... আহা আমার কল্পনার অনুভূতিতে আপনাকেও স্বাগতম ।
মিতা চার্বাক
দারুণ! কবিতার নামটাইতো খুব সুন্দর। আরও পড়তে চাই।
পড়ার জন্য ধন্যবাদ ; আরও লিখতে চাই :)
মিতা চার্বাক
নতুন মন্তব্য করুন