তারপর একটা প্রকান্ড ঢেউ আসল। আমি ছিটকে গিয়ে পরলাম জাহাজের কিনারায়। অনেক দূরে মিটিমিটি জ্বলে থাকা আলো, জানিনা সেকি তারা নাকি বাতিঘর। রাত, অন্ধকার, ঝুম সমুদ্র, উত্তাল ঢেউ আর আমি। হয়তো এটিই আমার জীবনের শেষ রাত। ছোট্ট জীবনের এই নিগাঢ় অন্ধকারে কি অসহায় আমি! জাহাজেতো খাবারের কোন কমতি নেই কমতি শুধু জীবনের, শংকাএই উপচানো একাকিত্বের। এক ঝাক হাঙর পায়তারি করছে বজ্রের অলোয়। এ যৌবনের সলিল সমাপ্তি যদি দেয় সাহসের বাণী, তবে আমি রইলাম মাস্তুলে, যতটুকু ভেসে থাকা যায়।
তোমার জন্য আমি চেয়েছি আকাশের দিকে প্রার্থনায়। এ যৌবনের বিনিময়ে চেয়েছি তোমার হারানো সুখ। আমি মাস্তুলে আছি। এ সমুদ্রযাত্রাই হয় যদি আমার সমাপ্তির রাত, জেগে থেকো তুমি, প্রভাত আসবেই। সেই ক্ষীণ আলো কোন তারা নয় বাতিঘরই ছিল।
ডুবে গেছি আমি ভাসতে ভাসতে ক্লান্ত, হাঙরেরা আমার ক্লান্ত দেহ পাবে, পরাজিত দেহ নয়।
মন্তব্য
জোস!
ব্লগবাড়ি । ফেসবুক
Amar lekha
মানে কি? এই পোস্টের লেখকের নাম সালমান সিয়াদ পরাগ?
লেখা যারই হোক কবিতা ভালো লেগেছে।
"ম্যান ক্যান বি ডিফিটেড বাট নট বি ডিস্ট্রয়েড ।"
সাইফুল ইসলাম মাহিন-
ভালো লেগেছে
নতুন মন্তব্য করুন