বেয়াদব গদ্য চাই
রাজিব মাহমুদ
ভূমিকাঃ
হ্যাঁ, বেয়াদব গদ্যের কথাই বলছি। উদ্ধতও বলতে পারেন। তবে শুধু গদ্য নয়, কবিতা বা সাহিত্যের অন্য যে কোন শাখার ক্ষেত্রেই এই বেয়াদবি বা ঔদ্ধত্য খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। তবে এই লেখায় আমার কথাবার্তা গদ্যেই (মূলতঃ কথাসাহিত্যে) সীমাবদ্ধ থাকবে। কথা হচ্ছে আপনি বা আমি চাই বা না চাই যে কোন স্টাইলেই একসময় মরচে পড়ে। পড়তেই হয়। এক সময়ের ঝাঁ চকচকে স্যাটিন মসৃণতা একদিন দূর-ইতিহাস হয়ে যায়। শিল্প-সাহিত্য প্রসঙ্গে তো এটা দুই সিঁড়ি বেশী সত্য। এক গ্রীষ্মে প্রবল ঝড় তোলা একটি বাক্য বা বাক্যবন্ধ বসন্তে এসে মচমচ শব্দে গুঁড়িয়ে যায়; সময়ের দমকা বাতাসে উড়তে উড়তে হারিয়ে যায়। একবার মনজুর স্যার (কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম) এই তস্য পাঠকের সাথে (উনার সরাসরি ছাত্রও বটে) কথা প্রসঙ্গে ভাষার একই স্টাইলের বিরক্তিকর পুনরাবৃত্তি নিয়ে বলেছিলেন যে একটা গল্পে যতই নতুনত্ব থাক তার ভাষা যদি পুরনো হয় তাহলে গল্পটা তার আধুনিক শরীর নিয়ে দাঁড়াতে পারে না। স্যারের সাথে সুর মিলিয়েই বলতে চাই যে এই ‘আধুনিক শরীর’ তৈরিতে ভাষার নতুনত্ত্বের প্রশ্নে কথাসাহিত্যিকদের তাত্ত্বিক জানাশোনা বা জ্ঞানটা-ই যথেষ্ট নয়; বরং এর প্রায়োগিক দিকটা নিয়ে সচেতন ঘষা-মাজার বিশেষ প্রয়োজন আছে।
প্রথমেই বলে নিতে চাই যে বর্তমান লেখাটি কোন পূর্ণমাত্রার প্রবন্ধ নয়। কারণ এতে ধারাবাহিক বা সন্নিবদ্ধভাবে বিষয়ের গভীরে প্রবেশ করা হয়নি। সেটা এই লেখার উদ্দেশ্যও নয়। বরং লেখার মূল কিংবা একমাত্র উদ্দেশ্য হলো প্রবন্ধের গাম্ভীর্য থেকে পাঠক/লেখককে বের করে এনে খানিকটা প্রাক্-প্রবন্ধ আড্ডার ঢং-এ পূর্ণ প্রবন্ধের দিকে ধাবিত হওয়ার যথেষ্ট উস্কানি সরবরাহ করা। ক্ষীণ আশা যে এই উস্কানি তাদের মধ্যে খানিকটা হলেও উত্তেজনা তৈরি করবে এবং তারা বিষয়টা একটু ভেবে দেখবেন। তাহলে কথা আর না বাড়িয়ে শুরু করিঃ
ভাষার ঘরবাড়ি ও লেখকের দায়ঃ
অনেক লেখক এরকম বলে থাকেন যে বেশিরভাগ পাঠক-ই পুরনো ভাষার গৎ-এর ভেতরে তাঁদের ‘আরাম এলাকায়’ (কমফোর্ট জোনে) থাকতে পছন্দ করেন। আর এ কারণেই লেখকরা ভাষার নতুনত্ত্ব নিয়ে খুব বেশী পরীক্ষা-নিরীক্ষায় যেতে চান না; পাছে তাদের পাঠক এই নতুন ভাষায় অস্বস্তি বোধ করতে শুরু করেন ও ফলশ্রুতিতে সেই লেখকদের লেখার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেন। হাল আমলের অনেক গল্প-লেখকের গল্পেই দেখি “জাঁকিয়ে শীত পড়া” “মাথা উঁচু করে বাঁচা”, “আগুনের মত রুপ” বা “এই কাজে থিতু হওয়া” জাতীয় লক্ষ-কোটি ব্যবহারে জীর্ণ শব্দের পুনঃ পুনঃ ব্যবহার। সেটাও হয়ত বা মানা যেত কেননা প্রতিটি বাক্যে তো আর নিরীক্ষা চলে না; তৈরি ভাষার উপর আমাদের কিছুটা হলেও নির্ভর করতে হয়। কিন্তু পুরো লেখাটাই যখন পুরনো স্টাইল-নির্ভর হয় এবং শব্দ-বাক্যের ব্যবহারে কোনরকম পরীক্ষা-নিরীক্ষা-ই থাকে না তখন পাঠক হিসেবে হতাশ লাগে।
প্রায়-ই দারুণ সব গল্প পড়ি এখনকার গল্পকারদের। কিন্তু গল্পটুকু চুমুক দিয়ে উঠিয়ে নিলে পড়ে থাকে ভাতের মাড়ের মত স্বাদ-বর্ণহীন ভাষা। ভীষণ পীড়ন নিয়ে ভাবি এত সম্ভাবনাময় একজন গল্পকার শুধু গল্পটুকুই উগরে দিতে চাইছেন; ভাষার ফুটবল-ক্রিকেট নিয়ে একদম-ই ভাবছেন না। বিষয়টা এমন লাগে যে লেখক শুধু পাঠকের অভ্যস্ত ভাষায় গল্প সাপ্লাই দিয়ে দায়িত্ব শেষ করতে চাইছেন। ভাষার সাথে পাঠককে অভ্যস্ত করানোটাও যে তার কাজ এবং অনেক গুরুত্ত্বপূর্ণ কাজ এটাকে আমলেই আনছেন না। কারণ পাঠকের রুচি নির্মাণ ও বিনির্মাণ এই দু’টো দায়িত্বের জোয়াল যতই ভারি লাগুক লেখককে এর ভার বইতেই হবে। বা বলা যায় লেখক কেই এই ভার বইতে হবে। এই বিষয়টা নিয়ে চমৎকার ফোড়ন কাটা হয়েছে আব্দুল মান্নান সৈয়দের “কবিতা কোম্পানী প্রাইভেট লিমিটেড” নামে একটা কবিতায়। এখানে কবি দেখাচ্ছেন যে কবিতার অফিস খুলে বসেছেন একজন যেখানে জনরুচি অনুযায়ী কবিতা লেখার অর্ডার নেয়া হয় ও সেই অনুযায়ী কবিতা ডেলিভারি দেয়া হয়।
এই প্রসঙ্গে লেখকদের যে ব্যাপারটা উপলব্ধিতে খেলাতে হবে তা হলো পাঠকের রুচির সাথে আপোষ করে লিখে যাওয়ার চকচকে কিন্তু অন্ধকার রাস্তা থেকে সরে আসা। কেননা এই মনোভাব শুধু ভাষার নতুন সম্ভাবনাকেই পায়ের নীচে রাখে না বরং পাঠককেও বঞ্চিত করে ভাবের নতুন জামার সাথে পরিচিত হওয়া থেকে। একজন খ্যাতিমান কবি ও সমালোচক তীরটা নিখুঁতভাবে নিশানাতে লাগিয়েই বলেছিলেন যে একজন লেখকের কাজ হচ্ছে শব্দকে তার আভিধানিক অর্থ থেকে মুক্তি দেয়া। অর্থাৎ একজন সৃষ্টি-উল্লাস লেখক শব্দকে নানান ব্যাঞ্জনায় উস্কে দেবেন তাঁর রচনায়; অভিধানের আঁটোসাঁটো পোড়োবাড়ি থেকে শব্দকে উদ্ধার করে তাকে দু’পাশ খোলা বড় রাস্তা দেখাবেন লেখক; পাঠকের ভাবনার ডালপালায় উড়বে নতুন শিশু ফড়িং। পাঠক তখন শুধু গল্প-ই পড়বে না; প্রবেশ করবে ভাষার শিরা-উপশিরায় আর প্রত্যক্ষ করবে ধ্বনি-শব্দ-বাক্যের মথ থেকে কীভাবে ভাষাপোকা পাখা মেলছে, জেগে উঠছে পাঠকের কাছে এই পর্যন্ত প্রায় বা সম্পূর্ণ অপরিচিত এক ভাষা-ভূমি।
এই ব্যাপারটা অস্বীকার করার উপায়ের সব চিচিং ফাঁক বন্ধ যে এই নতুন স্টাইলের উদ্বোধনের পথটা আরাম-আদরের নয়। পুরনোর সাথে সংঘর্ষ না বাঁধিয়ে নতুন কোন কিছুই হয়নি পৃথিবীতে। আর সাহিত্যে তো নয়-ই কেননা নতুন ভাষা মানেই পুরনো ভাষাকে তার জায়গা ছাড়তে বলা; ছাড়তে না চাইলে ক্ষেত্রবিশেষে জোর প্রয়োগে উৎখাত করা । আর সেখানেই বাধে সংঘর্ষ, নতুন আর পুরনোতে। এ প্রসঙ্গে আব্দুল মান্নান সৈয়দকে স্মরণ করা যেতে পারে যিনি যথার্থই বলেছেনঃ “সংঘর্ষই শিল্প”। তো এই সংঘর্ষ যে বাধায় বা জোর-জবরদস্তিমূলক ভাবে যে পুরনোর জায়গা দখল করে তাকে তো কিছুটা দেয়াদব না হলে চলে না। সাহিত্যে এরকম বেয়াদবী শুধু অনুমোদনীয়ই নয় বরং পরম আরাধ্য। আর এরকম বেয়াদব লেখকরাই অব্যাহত রাখেন সাহিত্যের শ্বাস-প্রশ্বাস।
বেয়াদব গদ্যের প্রকৃতি ও উদাহরণঃ
লেখকের মনোগঠন নিয়ে আব্দুল মান্নান সৈয়দ আরও বলেছেন যে একজন লেখক বা কবি “বিশ্বাসী নয়, সে অন্বেষী। অন্বেষণ যার নেই সে কবি-সাহিত্যিক হতে পারে না”। অর্থাৎ একটা গড়ে দেয়া স্টাইলে বিশ্বাস নয় বরং একজন লেখককে খুঁজতে হবে প্রকাশের নতুন ভঙ্গি । এই ভাংচুরের ভেতর দিয়েই নব নব অন্বেষণ চলবে। মান্নান সৈয়দের এই বক্তব্যের উদাহরণ খুঁজতে তাঁর নিজেরই রচিত বহুল আলোচিত সৈয়দের সত্যের মত বদমাশ বইটির যে কোন একটি গল্প পড়ে নিলেই হয়। উদাহরণ স্বরুপ তাঁর ‘চমৎকার অবচেতন’ গল্পটির শুরুর দিকের একটা বর্ণনার পড়া যেতে পারে যেখানে লেখক সকালের বেয়াড়া রোদের দাপটকে বর্ণনা করছেন এভাবে
“...কেউ যেন শাদা রুমালের মত রোদ ছুঁড়ে মারল মণ্টুর মুখের উপর।”
পড়লে মনেই হয় না যে এটা চার দশকের আগের কোন স্টাইল। এতই চৌকস এই উপমা যে এখনকার অনেক আধুনিক লেখকের ভাষাও এর পাশে বোকা বোকা চর্বিত চরণ ছাড়া আর কিছু মনে হয় না। রোদের এই বর্ণনায় মান্নান সৈয়দের সমকালীন অনেক লেখক তো বটেই এখনকার অনেক লেখকও হয়ত লিখবেন এরকম কিছুঃ “রোদের তাপে মন্টুর চোখ কুঁচকে গেল” কিংবা “অসহনীয় রোদের তাপ সামলাতে মন্টু চোখ বন্ধ করে ফেলল” কিংবা এরকমই কোন বহু-ব্যবহৃত কোন শুকনো গদ্য যা ভাষার প্রকাশ-ক্ষমতা নিয়ে কোন নিরীক্ষা বা লোফালুফির দিকে যাওয়ার কোন আগ্রহই দেখায় না; এই লেখকেরা হাতের কাছে যে বাক্যটা তৈরী আছে সেটাই চালিয়ে দেন। এঁরা মনোযোগ দেন শুধু গল্পের দিকে; যে ভাষায় গল্প বলা হচ্ছে তার দিকে নয়। এসব লেখকের হাতে ভাষা কাফকার “The Hunger Artist” গল্পের সেই ক্ষুধা-শিল্পীর মত দিন দিন ছোট হতে থাকে।
মজার ব্যাপার হল বাংলা কথাসাহিত্যে ভাষা নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষা অনেক হয়েছে। আখতারুজ্জামান ইলিয়াসের “নিরুদ্দেশ যাত্রা” গল্পটিতে শব্দ-বাক্য নিয়ে যে একেকটা মোচড় তা পাঠকের ভেতরের চেনা ভাষার জগৎকে বেয়াদবের মতই চ্যালেঞ্জ করে বসে। যেমন “রোদন-রুপসী বৃষ্টির মাতাল মিউজিক” কিংবা “বৃষ্টি-বুনোট রাত” অথবা সেই দারুণ চমকিত বাক্য “বৃষ্টি একজন অচিন দীর্ঘশ্বাস” বা এই বাক্যটিঃ “চায়ের পেয়ালায় তিনটে ভাঙা পাতা ঘড়ির কাঁটা হয়ে সময়কে মন্থর কাঁপায়”। একটিমাত্র গল্পের সীমিত পরিসরে পাঠকের দীর্ঘ-চর্চিত ভাষার মনোরম প্যাটার্নকে আঘাতে আঘাতে ভেঙে চৌচির করে দেয় এমন বেয়াদব খ্যাপাটে গদ্য। ইলিয়াসের গদ্য নিয়ে তাই হাসান আজিজুল হকের উচ্ছ্বাস একটুও বাড়াবাড়ি মনে হয় না যখন তিনি অন্য ঘরে অন্য স্বর (যার প্রথম গল্পটিই ‘নিরুদ্দেশ যাত্রা) এর গদ্য নিয়ে বলেন, “তীরের মত ঋজু, ধানীলংকার মত বদমেজাজী এবং পরনারীর মত আকর্ষণীয়”
এরকম উদাহরণ আরও অনেক আছে। শওকত আলী কিংবা মাহমুদুল হক নিজেদের গদ্য-ভূমি তৈরী করেছেন একজন খাঁটি কৃষকের পরিশ্রমে। শওকত আলীর ‘রঙ্গিনী’ গল্পে এক ছলনাময়ী বহুবর্ণা নারীর বর্ণনা পাই এরকম—
“এক গোঁয়াড় বেপরোয়া পাকা খেলোয়াড় মেয়ে মানুষ, যার পায়ের কাছে অন্য অনেক পুরুষ মানুষের রক্তমাংসের বাসনা, অনেক রাতের ঘুম আর অনেক দিনের ঈর্ষা আর লোভ মাথা কুটে মরেছে।”
এরকম বেয়াদব গদ্যের আরেক দক্ষ ভাষ্কর মাহমুদুল হক। তাঁর জীবন আমার বোন- এ আমরা নীলাভাবী আর খোকার মুখোমুখি বসে থাকাকে লেখকের চোখ দিয়ে দেখে উঠি এইভাবে—
“দ্যুতি ঠিকরে বেরুচ্ছে নীলাভাবীর দু’চোখ দিয়ে। মাঝখানে দু’টি বিন্দুর মত দু’জনকে বসিয়ে অকারণ আনন্দে অকারণ আনন্দে চারটি দেয়াল যেন হাত ধরাধরি করে শিশুর মত নেচে নেচে ঘুরপাক খাচ্ছে; দেয়ালগুলো এখন জর্জিয়ান...ট্রানজিস্টার যেন বনবেড়াল...খাড়া করে মৃদু মৃদু নাড়ছে এরিয়েল লেজ...”
এই উধাহরণগুলোর সবই ব্যক্তিগত পাঠ থেকে নির্বাচিত কয়েকটি লেখা থেকে টানা উদাহরণ। ভাষা নিয়ে খেলার আরও অনেক উদাহরণ ছড়িয়ে আছে আমাদের সমৃদ্ধ গদ্য-সাহিত্যে। পরিসর সীমিত হওয়ার কারনে উদাহরণ আর বাড়ালাম না।
পরিশিষ্টঃ
উপরের কথাবার্তায় একজন লেখকের কাল্পনিক প্রতিক্রিয়াঃ “খুব তো বল্লেন ভাইডি। লেইখা দ্যাখান তো।” ভাইরে আমি তো পাঠক। পাঠক হিসেবে আমার আশা-নিরাশা-হতাশা’র কথা বলার চেষ্টা করেছি। লেখার ক্ষমতা আমার নাই। আমি শুধু আপনার লেখা নিয়ে কিছুটা বকবক করে যেতে পারি। লিখতে কিন্তু হবে আপনাকেই। আর হ্যাঁ ভাই, আমি জানি লেখা নিয়ে কথা বলা যতটা সহজ লেখা ঠিক ততটাই কঠিন। তবে কী জানেন, এই কঠিন কাজটুকু করেন বলেই তো আপনি ছাপার অক্ষরের সম্মানিত লেখক। আর আমি হাজারো আম-পাঠকের একজন মাত্র। তবে আম বলে আমাকে ঠিক উপেক্ষাও করতে পারবেন না কেননা পাঠক সরব না থাকলে কিন্তু লেখকের অস্তিত্ত্ব-ই থাকে না।
যাই হোক, একটা ছোট্ট পরামর্শ দিয়ে শেষ করিঃ প্রথমে পুরনো ভাষার গৎ-এই একটা লেখা শেষ করুন। তাতে গল্পটা বলে ফেলা সহজ হবে এবং ভাষা নিয়ে ভেবে মাথা ভার হবে না। এবারে লেখাটা পড়ুন, আবার পড়ুন এবং আবারো পড়ুন। একেকবার গল্পটা পড়ুন। একেকবার পড়ুন ভাষাটা। কিছুদিন ফেলে রাখুন লেখাটা। এই সময়টুকুতে ব্যাতিক্রম অগ্রজদের লেখা পড়ুন। তাদের ভাষা নিয়ে ভাবুন। ভাবুক তাদের গল্প বলার ঢংটা নিয়ে। আবার পড়ুন ও আবারো ভাবুন। এবার আপনার ফেলে রাখা লেখাটা নিয়ে আবার বসুন। নিজেকে প্রশ্ন করুন আপনার ভাষা আপনার কথা শুনছে কি-না। ঝগড়া করুন ‘প্রগাঢ় পিতামহের’ মত প্রাচীন ভাষার সাথে; বেয়াদবি করুন তার প্রাচীণ আদব-লেহাজের ধারণার সাথে। এর সাথে সাথে পা মেলাক এডিটিং, রি-এডিটিং। ধীরে ধীরে হয়ত দেখবেন সাপের পুরনো খোলসের মত পুরনো ভাষার নীচ থেকেই জেগে উঠছে নতুন ভাষার পেশল শরীর। ওটাই আপনার ভাষা। আগের ভাষাটা আপনার ছিল না, ওটা ছিল অন্য মগজে অন্য সময়ে অন্যের হাতে তৈরি। আপনি শুধু মুড়ি-মুড়কির মত এতদিন তা ব্যবহার করে গেছেন। তবে আপনি এখন সন্ধান পেয়ে গেছেন আপনার নতুন ভাষার। তবে এই ভাষাও সময়ের সাথে সাথে বদলে যেতে থাকবে এবং তা হবে আপনার-ই হাতে। জয় হোক নতুন ভাষার। জয় হোক সকল আবিষ্কর্তা লেখকের।
পুনশ্চঃ একজন আম পাঠক হয়েও লেখালেখির এত জ্ঞানের কথা জানলাম কীভাবে সেটাই তো ভাবছেন! এটা আসলে গোপন ব্যাপার। আচ্ছা বলেই ফেলিঃ এগুলো আসলে এক মহান লেখক আমার স্বপ্নে এসে বলে গেছেন। লেখকের নাম? এই মুহুর্তে ঠিক মনে পড়ছে না।
রাজিব মাহমুদ
মন্তব্য
আশা করি বেয়াদপদের নজরে পড়বে।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
বেয়াদব তো ভাই গদ্য যার অপেক্ষায় আছি
বেয়াদব গদ্য লেখার বেয়াদবী যিনি করবেন লেখালেখির জগতে তিনি ত বেয়ায়াদব-ই হবেন - ঠিক কি ঠিক না?
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
হ্যাঁ তা তো অবশ্যই। কিন্তু যারা এরই মধ্যে দেয়াদব হয়ে উঠেছেন তাদের চোখে পড়ে আর কি হবে বলেন! তারা তো দিনে দিনে আরও দেয়াদব হয়ে উঠবেন এমনিতেই। বরং ভদ্রদের চোখে পড়াটা বেশি জরুরি। তাদের জন্যই এই লেখা। তারা আমাকে শাপশাপান্ত করুন দুঃখ নেই। কিন্তু একটু চিন্তা করুল তাদের ভাষা নিয়ে। এটাই উদ্দেশ্য লেখাটার।
দুঃখজনকভাবে, উদাহরণটা মোটেই ইম্প্রেসিভ মনে হল না। বেয়াদব তো নয়ই, বরং বেশ মিনমিনেই মনে হলো। এর চেয়ে ঢের বড় বড় ঘাগু বেয়াদ্দপ্ সচলায়তনেই মনে হয় আছেন!
****************************************
আসলে ইম্প্রেসিভ মনে হওয়ার তো কোন একটা নির্দিষ্ট ফর্মূলা নেই। আপনার কাছে যেটা মিনমিনে সেটা আরেকজনের কাছে দুর্দান্ত লাগতেই পারে। এক্ষেত্রে আপনারা যার যার দেখার জায়গা থেকে ঠিক। শিল্প ব্যাপারটাই তো এরকম। বিশ্বসাহিত্যের সেরা একটা গল্পও আপনার অনেকের কাছে প্যানপ্যানে মনে হতেই পারে। এতে কোন সমস্যা তো নেই-ই বরং চিন্তার দিগন্তটা প্রসারিত হয়। এই লেখায় আমি আমার কিছু বিশ্লেষণ শেয়ার করেছি যেটা সবাই একইভাবে নেবেন সেটা কখনোই না বরং সেটা হলে দমে যাব। তবে চিন্তার এই কাটাকাটি খেলাটা খুব জরুরী বলে মনে করি। এভাবে চিন্তা এগিয়ে যায়।
আমি মনে করি দু'টো-ই একেবারে সমান খারাপ। একটুও কম-বেশি না। লেখককে গল্প নিয়ে যেমন ভাবতে হবে তেমনি গল্পের ভাষা নিয়েও ভাবতে হবে। সেজন্য অনেক জনপ্রিয় ও বিখ্যাত লেখক শুধুই কাহিনীকার রয়ে যান, গল্পকার হয়ে উঠতে পারেন না। আবার উল্টোটাও সমানভাবে সত্য যে একটা লেখা শুধুই ভাষার সার্কাস দেখানোর স্পেস তৈরি করে কিন্তু তাতে গল্প থাকে না। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
একটা জিনিস বুঝলাম না। "কাহিনীকার" আর "গল্পকারের" মধ্যে তফাৎ কি? পরের জন কেন ও কিভাবে প্রথম জনের চেয়ে শ্রেষ্ঠতর বা শ্রেয়তর?
****************************************
আমি যেটা বুঝি সেটা হলো একজন কাহিনীকার শুধু কাহিনীর দিকে মনোযোগ দেন। গড়গড় করে একটা জমজমাট গল্প বা কাহিনী বলে যাওয়াটাই তার কাছে মূখ্য। বলবার স্টাইল, ভাষা, ইত্যাদি বিষয়গুলো নিয়ে তিনি খুব বেশি চিন্তা করেন না। অন্যদিকে একজন গল্পকার গল্প বলার পাশাপাশি বলার ধরণটা কেমন হবে, সেই স্টাইল অনুযায়ী ভাষাটা কেমন হবে এ বিষয়গুলো নিয়েও ভাবেন।
রাজিব মাহমুদ
উল্টোটাও ঘটে অনেক সময়! এবং সেটা হয় আরও খারাপ। একবার নীচের উক্তিটা বিবেচণ করে দেখুন তো --
****************************************
আমি মনে করি দু'টো-ই একেবারে সমান খারাপ। একটুও কম-বেশি না। লেখককে গল্প নিয়ে যেমন ভাবতে হবে তেমনি গল্পের ভাষা নিয়েও ভাবতে হবে। সেজন্য অনেক জনপ্রিয় ও বিখ্যাত লেখক শুধুই কাহিনীকার রয়ে যান, গল্পকার হয়ে উঠতে পারেন না। আবার উল্টোটাও সমানভাবে সত্য যে একটা লেখা শুধুই ভাষার সার্কাস দেখানোর স্পেস তৈরি করে কিন্তু তাতে গল্প থাকে না। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
রাজিব মাহমুদ
বিরানব্বই সালের কথা। বিশ্বসাহিত্য কেন্দ্র তখনো সবুজ। কেন্দ্রের ছাঁদে আমাদের সামনে রেখে স্বরচিত গল্প পড়ছেন সাইফুর ভাই। গল্প শেষ হলে একজন বললেন, "সাইফুর তুমি তো আর্কিটেক্ট, তোমার ভাষাতেই বলি। যে ভাষায় গল্পের কাঠামো তৈরি করেছো সে যে চমৎকার তাতে কোন সন্দেহ নেই। পিলার-দেয়াল-বারান্দা-দরজা-জানালা, সব মিলে বলা চলে সুরম্য একটি দালান"। কথা শেষ হবার আগেই তাপস ভাই, যিনি নিজেও একজন আর্কিটেক্ট, বলে উঠলেন- "কিন্তু দালান জুইড়া থাকে কেবল তিনখান কবুতর"।
----মোখলেস হোসেন।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
সেই সমস্যাও আছে। মনমাঝি'র প্রতিক্রিয়ার প্রেক্ষিতে এটার জবাব দিয়েছি।
লোখাটা ভালো হয়েছে। তবে নতুন অনেকেই অনেক চমৎকার ভাষায় লেখেন কিন্তু
...............................................................
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”
জ্বি, সেটা তো বটেই। এজন্যই আমি সবার কথা বলিনি। তবে অনেক সম্ভাবনাময় তরুণ লেখকদেরই নজর থাকে শুধু গল্প বলার দিকে। আর তাই হাতের কাছে যে ভাষাটা তৈরি আছে সেটা দিয়েই তারা কাজ চালিয়ে দিতে চান। ভাষার ব্যাপারে সচেতনতা তাদের গল্পকে অনেকদূর নিয়ে যাবে এটাই আমার বিশাস। তবে হ্যাঁ ব্যাতিক্রম অবশ্যই আছে। ধন্যবাদ আপনার মন্ত্যব্যের জন্য।
-----রাজিব মাহমুদ
লেখক নই, পাঠকও হয়তো তেমন ভালো নই কিন্তু এভাবে ভাষা থেকে গল্পটা চুমুক দিয়ে উঠিয়ে নেওয়া যায় কি? অত্যন্ত অসাধারণ সাহিত্য থেকে গল্পটা এভাবে চুমুক দিয়ে তুলে নিলে কি সেই অসাধারণ শৈলীটা লাশ হয়ে পড়ে থাকবে? এ কেবল প্রশ্নই।
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
আমি মনে করি যায়। ধরুন আপনি একই গল্প দু'জনের মুখে শুনলেন। একজনের ভাষাশৈলী ঈর্ষা জাগায় আর আরেকজনের ভাষা ভালো নয় একেবারেই। গল্প কিন্তু একটাই। গল্পটা তার একটা নিজস্ব শক্তি দিয়ে আপনাকে প্রভাবিত করবে। যেমন ধরুণ গল্পের টুইস্ট, শুরু, শেষ ইত্যাদি কিন্তু ভাষার সাথে পরিবর্তিত হবে না। তাই আমি মনে করি গল্প আর ভাষাকে আলাদা করা যায়।
রাজিব সাহেব, আপনার লেখায় এই অংশটা ভূতের সাথে কুস্তির মতো হয়ে গেল না? এখনকার লেখক কিভাবে রোদের বর্ননা দেয় তা একটু খোজ নিয়ে আমাদের সামনে তুলে ধরতেন নাহয়।
বেয়াদবের নমুনা দিতে গিয়ে যদি চার দশক, তিন দশক, দুই দশক আগের লেখকদেরই সম্বল করতে হয় আর বর্তমানের লেখকদের কথা না আসে, তাহলে কিভাবে হবে?
বর্তমান লেখকরা এটার সম্ভাব্য বর্ণনা কী দিতে পারে সেটা কিন্তু বলেছি। আপনি সে অংশটা উল্লেখ করেছেন তার মধ্যেই আছে। তবে হ্যাঁ, বিশেষ কারও নাম উল্লেখ করিনি কারণ এটা মোটামুটি একটা কমন ট্রেন্ড (কিছু ব্যাতিক্রম অবশ্যই আছে)। আর ২-৩-৪ দশক আগের উদাহরণকে টেনেছি ভাষা নিয়ে তারা যে খেলাটা দেখিয়েছেন সেটা দেখাতে ও এখনকার অধিকাংশ লেখকদের (অবশ্যই সবাই না) মধ্যে সেটার অনুপস্থিতি দেখে(আপনি পেয়ে থাকলে উদাহরণ দেবার অনুরোধ থাকলো) । এগুলো আমার ব্যাক্তিগত পাঠ থেকে সংগৃহীত ও ব্যাক্তিগতভাবেই বিশ্লেষিত। সেটাও উল্লেখ করেছি। ভিন্নমত তো থাকবেই এবং সেটাই স্বাভাবিক। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন