জাহাজীর মত একা আর কেই বা আছে?
লোনা হাওয়া, পোর্টহোল, সরু বিছানা আর
ঢেউয়ের দুলুনি সঙ্গী কেবল।
জাহাজীর মত একা আর কেই বা আছে?
ছেড়ে আসা বন্দর, শুঁড়িখানার পেয়ালা,
ঘন্টা মেপে কেনা রক্ত-মাংস এবং অবসাদ,
সব, সব, সব বিগত রাতের চেয়েও বেশী মৃত এখন।
তবু জাহাজী দিগন্তে চোখ পাতে,
নতুন বন্দরের তৃষ্ণা বুকে চেপে ভাবে,
"নোঙরের মত উদ্বাস্তু আর কেই বা আছে?"
-ইকরাম ফরিদ চৌধুরী
মন্তব্য
আমি সাধারণত সচলায়তনে কবিতা পড়ে কোন মন্তব্য করিনা। কোন কোন কবিতা ভালো লাগে, কিছু কিছু চোখে পড়ে যেগুলো পড়তে পড়তে মনে হয় হাতের কাছে হালকা পাতলা একটা কিছু একটা থাকলে তুলে মেঝেতে আছাড় মারতাম। কিন্তু কেন ভালো লাগে বা লাগেনা সেটা বোঝাতে পারবো না। আপনার কবিতাটি আমার ভালো লেগেছে। শব্দ করে পড়ার মতো কবিতা বলে মনে হয়েছে।
----মোখলেস হোসেন
ধন্যবাদ ভাই।
-ইকরাম ফরিদ চৌধুরী
ভালো লেগেছে। যাদের পরিচিত কেউ মেরিন পেশায় আছেন, তারা জানেন ওই জীবনের কথা।
অনেক ধন্যবাদ।
-ইকরাম ফরিদ চৌধুরী
সুন্দর। নিজেকে মনে হয়-
পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
-ইকরাম ফরিদ চৌধুরী
দারুন!
অনেক ধন্যবাদ আপনাকে
-ইকরাম ফরিদ চৌধুরী
ভালো লাগল কবিতাটা।খুব আলাদা।
নতুন মন্তব্য করুন