সন্তানের লাশখানি জুড়ানোরও অবকাশ নাই।
তার আগেই পাল তোলে নোঙরের উল্কিরাঙা নিযুত পপাই
কৌটোভরা পালং শাকের
গুণে তারা জেনে গেছে, বুঝে গেছে, যুঝে গেছে ঢের
প্রত্যেকেরই জানা আছে জগতের যাবতীয় সমস্যার গূঢ় সমাধান
জগতের একমাত্র ঠিক পথ ধরে তারা প্রত্যেকেই নিজ বুকে আলোহাওয়া ঢুকবার একমাত্র রন্ধ্রটিতে কুলুপ সজোরে ঠেসে দু'যোজন পায়চারি করে রোজ সূর্য ওঠার আগে
এ কারণে প্রত্যেকেই নির্ভুল পাষাণ
কী কী ভুল কে কে করে সকল মুখস্থ করে ঠনঠন ছুড়ে মারে যে যার দু'পয়সা
এত ধাতু কই পায় তারা? কোন টাঁকশালে এত দু'পয়সা ছাপা হয়?
এমন প্রগাঢ় বিদ্যা কোন বনে গোপন কন্দরে কোন রাক্ষসের প্রাণভোমরার বুকে গোঁজা ছিলো যখন বাচ্চাটা
বেঁচে ছিলো নীরব নিশ্চুপ?
কান্না আর শ্বাস সব কেড়ে নেয় দু'পয়সার স্তুপ।
দাঁতের চিপায় যত শিশুর মাংস নিয়ে আস্ত সমাজ
শেষ পাড়ানির কড়ি দু'পয়সা দুই চোখে চেপে রেখে জেগে থাকে আজ।
- আবুল খায়ের
মন্তব্য
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হরিদাস পাল - ২ নাম দেয়া যায় কবিতাটার।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ঠিক আছে।
..................................................................
#Banshibir.
এত ধাতু কই পায় তারা?
আসলেই, কই পায়!
---মোখলেস হোসেন
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
ঠিক।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
সুন্দর হয়েছে।
নতুন মন্তব্য করুন