বাপরে!
কোরো নাকো অবহেলা
প্রকৃতির চাপ রে।।
............
এইতো!
এতোদিনে এলে তুমি
ঠিক পথে, সেই তো।
গলছে দখিন মেরু
উত্তরও উষ্ণ
প্রকৃতি পুলিশ নয়
খায় না সে ঘুষ, নো!
বাড়ছে ধূসর মরু
মানুষের স্বার্থে
সবুজ উজাড় হলে
টিকবে কে আর্থে!
পোড়ে তেল ওড়ে ছাই
কল কারখানাতে
বাঁচবে কোথায় গেলে
বৈরুত! ঘানাতে?
নদীর পানিতে বিষ
মাছ নেই সাগরে
প্রলয় ঘনায় বলে!
এইবার জাগো রে
প্রকৃতির কাছে সব
শক্তি নগণ্য
পৃথিবী তো একটাই
একক, অনন্য।।
...................
দুত্তোর!
ভালো করে শুনে পরে
দে’না ভাই উত্তর।
সেদিন হোটেল থেকে
সকালের নাস্তায়
খেয়ে ডিম ডাল রুটি
পা ফেলে রাস্তায়
বড় জোর দুকদম
হাঁটতে না হাঁটতেই
প্রকৃতির সাধ হলো
আমাকেই ডাকতেই!
ভাবলাম বাসে করে
বাসাতেই যাই না!
স্বগৃহের চেয়ে সুখ
আর কোথা পাই না।
কিন্তু ঢাকার জামে
বাস গেলো থমকে
প্রকৃতির সে কী চাপ!
গেনু ভাই চমকে।
দুঃসহ ভ্রমণের
বাদবাকি কষ্ট
নাইবা শুনলে তুমি
মিছে টাইম নষ্ট!
বরং বলছি শোন
শুধু সাত লাইনে-
জীবনের গুঢ় জ্ঞান,
দক্ষিণা চাইনে।
প্রকৃতির ডাক এলে
লেট করা ঠিক না
প্রাকৃতিক চাপে আর
আমি নির্ভীক না।
ভাইরে!
অতো বড় পালোয়ান
পৃথিবীতে নাইরে।।
মন্তব্য
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
পড়ার জন্য ধন্যবাদ এক লহমা।
---মোখলেস হোসেন
গ্লোবাল ওয়ার্মিং পার্টটা ভাল হয়েছে। প্রকৃতির চাপ নিয়ে অংশটুকু আলাদা ছড়া হিসাবে রাখলে ভাল হতো। দুইটা থিমের 'গূঢ়ত্ব' মিশছে না।
ইচ্ছার আগুনে জ্বলছি...
এই নিদারুণ খরায় আপনি যে লেখাটা পড়েছেন এবং দুলাইন লিখেছেন এতেই আমি খুশি।
---মোখলেস হোসেন
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
যথারীতি, দারুন!
ভালো হয়েছে। তবে 'স্বগৃহের' শব্দটা কেমন যেন ছন্দের সাবলীলতায় বাধার সৃষ্টি করছে।
প্রতিস্থাপনযোগ্য শব্দ স্টকে আছে নিশ্চয়ই !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন