শক্তি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৩/০৫/২০১৯ - ৯:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সাবেক সামরিক শাসক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর পর কী হবে, সে বিষয়ে কথা বলতে শুরু করেছেন দলটির শীর্ষ নেতারা। পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, “হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানেই তার প্রকৃত মূল্যায়ন হবে। জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী হবেন।” [বিডিনিউজ২৪.কম]

হায়াত মউত আল্লাহর হাতে। এরশাদ হয়তো আর চল্লিশ-পঞ্চাশ বছরের বেশি বাঁচবে না। তার শক্তির এমন বৃদ্ধির আগে আল্লাহ না করুন রাঙ্গাই ইন্তেকাল করতে পারে। এমন বিকল্প পরিস্থিতিতে...

-আঁকারটুন


মন্তব্য

কর্ণজয় এর ছবি

মৃত এরশাদ জীবিত এরশাদের চেয়ে শক্তিশালী। অনেক অনেক। জীবিত এরশাদকে মেরে ফেলা যায়। মৃত এরশাদকে আজরাইলও মারতে পারবে না। আপনি জীবিত এরশাদের গায়ে জুতা ছুড়ে মারলে সেটা তার গায়ে লাগতে পারে। কিন্তু মৃত এরশাদের উদ্দেশ্যে আকাশে জুতো ছুড়ে মারলে তা নিজের গায়েই এসে পড়বে। আপনি গভীর নিশীথ রাতে ঘুম ভেঙে গেলে ঘরের মধ্যে জীবিত এরশাদকে দেখবেন, এ সম্ভাবনা নেই। কিন্তু মৃত এরশাদ, বলা যায় না- ভূত হয়ে তিনি আপনার ঘরে চলেও আসতেও পারেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।